হায় আফ‌সোস ! হায় !!

667 0

আর কত পথ !
আর কত দূর !
শহর থে‌কে শহ‌রে , গ্রা‌ম থে‌কে গ্রা‌মে !
‌হেঁটে হেঁটে ক্লান্ত !
কত পথ পে‌রি‌য়ে ,কত দেশ পে‌রি‌য়ে !
‌হোচট খাওয়া প‌থে প্রান্ত‌রে !

‌কোথাও একমু‌ঠো প্রশা‌ন্তির ছোঁয়া লা‌গে‌নি ও‌দের চো‌খে মু‌খে !
অন্তর বিদীর্ন মরুর দগ্ধতা নি‌য়ে।
ওষ্ঠাগত দাবদা‌হের তীব্রতা !
কত তুচ্ছ তা‌চ্ছিল্যতার চো‌খে এ সফর !
কত বি‌নিদ্র রজনী
এ কা‌ফেলা !

কখ‌নো বা তীব্র হা‌সির খোরাক পাপাত্না‌দের কা‌ছে!
এরই মা‌ঝে নগর বাসীর ভর্ৎসনা ছ‌লে ঢিল পাট‌কেল ছুঁ‌ড়ে মারা কা‌ফেলার উপর !
হাত উঁচি‌য়ে ঢিল মারা থামা‌নোর প্রয়াস !
আহ্বান জা‌নি‌য়ে থামা‌লেন ইমাম জয়নূল !

বল‌লেন ,‌তোমরা কি মুসলমান ?
হ্যাঁ ! অবশ্যই মুসলমান !
নগর বাসীর উত্তর !
‌কেন মার‌ছো ?

‌তোমরা কি কুরআন পাঠ ক‌রো না ?
অবশ্যই প‌ড়ি !
কখ‌নো কি প‌ড়ো‌নি
কুল্লা …… ফিল কুরবা ?
প‌ড়ে‌ছি !
তাহ‌লে এমন কর‌ছো কেন ?
‌তোমা‌দেরকে কি কুরআ‌নে এই নি‌র্দেশ দি‌য়ে‌ছে ?
‌কেন ?
এই আয়া‌তের সা‌থে তোমা‌দের এই কা‌ফেলা বাসীর কি সম্পর্ক ?
‌কি সম্পর্ক জান‌তে চাও ?
এই দেখ , আমরাই হলাম সেই কুরবা !
আমরাই হলাম রাসু‌লের সন্তান ,স্বজন ,যা‌দের‌কে ভালবাসা কুরআ‌নে ফরজ ক‌রে দি‌য়ে‌ছে !
অথচ সেই তোমরা কর‌ছে এই রকম আচরন ?
হায় আফ‌সোস !
হায় !!

__মাসুদ রানা তরুন ।

Related Post

কারবালা থে‌কে কুফায় কা‌ফেলা !!

Posted by - August 30, 2020 0
‌বিদঘূ‌টে অন্ধকারাচ্ছন্ন রা‌ত্রি ! সারারাত খোলা আকা‌শের নি‌চে ! পা‌য়ে বে‌ড়ি পড়া ,হা‌তে হাতকড়া ! কখ‌নো হে‌টে কখ‌নো বা ঘোড়ার…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - July 30, 2022 0
পর্ব একঃ কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ 🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান…

বিমূর্ত প্রেম প্রতিশোধ

Posted by - September 1, 2019 0
আমি তোমাকে ভালোবাসিকিন্তু আমি তোমার দায়িত্ব নেবোনা ,আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমায় উদ্ধার করতে বিপদ থেকেআমি কোন চেষ্টা করবোনা । একে…

খোদার বন্ধু

Posted by - November 15, 2019 0
সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ। করুনাসিন্ধু খোদার বন্ধু নিখিল মানব প্রেমাস্পদ।। আদম নূহ ইবরাহীম দাউদ সলেমান মুসা আর ঈসা,…

তুমি হে ইসলাম রবি

Posted by - November 15, 2019 0
তুমি হে ইসলাম রবি, হাবিবুল্লাহ শেষ নবী, নত শিরে তোমায় সেবি; মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ। তুমি সত্য উদ্ধারিলে, মহা তত্ত্ব প্রকাশিলে,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *