প্রজ্ঞাবিদ কবি ফেরদৌসী
প্রজ্ঞাবিদ কবি ফেরদৌসীআবুল কাসেম ফেরদৌসি তুসি ইরানী মহাকাব্য শাহনামার রচয়িতা এবং ইরানের সর্বশ্রেষ্ঠ ফার্সিভাষী কবি, যিনি বিশ্ব বিখ্যাত। তার ডাক নাম “আবুল কাসেম” এবং কবিতায় তার খ্যাতি “ফেরদৌসি” নামে। ফারসী পঞ্জিকার ২৫শে ওরদিবেহেশ্ত-কে ফেরদৌসি স্মরণ দিবস হিসেবে নামকরণ করা হয়েছে। তিনি ফারসী ৩১৯ সনে খোরাসানের তুস অঞ্চলে জন্ম গ্রহণ করেন। শাহনামা হলো ফেরদৌসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ