মহররমের শোক-কথা (৩য় পর্ব)
ইমাম হুসাইন যখন নিজের সঙ্গী সাথীদেরকে বলেছিলেন, “তোমরা সবাই চলে যাও অন্যথায় আগামীকাল কতল হয়ে যাবে।” তখন যদি ইমাম হুসাইনের সঙ্গী-সাথীদের মনে জান্নাত পাওয়ার বিষয়ে সামান্যতম সন্দেহ থাকতো তাহলে তারা ইমাম হুসাইনকে ছেড়ে চলে যেতেন। কিন্তু তারা দেখলেন যে হুসাইনের পদতলে প্রাণ দিলেই জান্নাতের চাবি হস্তগত হবে, আমরা চাবি ফেলে কোথায় যাব? ইমাম হুসাইন বললেন,