তুমি হে ইসলাম রবি

604 0

তুমি হে ইসলাম রবি,
হাবিবুল্লাহ শেষ নবী,
নত শিরে তোমায় সেবি;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

তুমি সত্য উদ্ধারিলে,
মহা তত্ত্ব প্রকাশিলে,
প্রভু বাণী শুনাইলে;
মোহাম্মহ ইয়া রাসুলুল্লাহ।

চন্দ্র সুর্য তারাগণ
ভবে রবে যতক্ষণ
হইবে না বিস্মরণ
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

নাহি কোন কালাকাল,
ইহকাল পরকাল
সর্বশ্রেষ্ঠ চিরকাল
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

তুমি আদি নূর অংশ,
উজ্জলি কোরেশ বংশ,
করিলে পুত্তলি ধ্বংস,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

প্রান- মায়া বিসর্জিলে,
সত্য তত্ত্ব প্রচারিলে,
কত দুঃখ যে সহিলে;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

ধর্মরক্ষা সত্য রক্ষা,
করিতে উম্মতে রক্ষা,
পাশরিলে আত্নরক্ষা;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

সেই এক একেশ্বর,
নাহি কেহ তদুপর,
শুনাইলে এ খবর,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

বিধর্মী কাফের গণ,
শুনে তারা এ বচন,
করে কত জ্বালাতন;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

এলাহি বিপক্ষে যারা
খড়গ হ’ল খাড়া
মানিল না তোমা তারা;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

কথায় কথায় বাদ
প্রতি বাক্যে প্রতিবাদ,
করে কত অপবাদ;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

কেহ ঢিল মারে গায়,
কেহ বা পাগল কয়,
সকলি সহিলে হায়;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

একাত্ন এক দেহ প্রান;
রক্তে রক্তে যোগ টান,
তারাই করে অপমান,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

‘কবার বধিতে এল,
একবারো না পারিল,
হাতের অস্ত্র হাতে রল,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

যদিরে থাকিতে ভবে,
দেখিত রে তারা এবে,
লুটাইত পদে সবে,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

সশরীরে সবাহনে,
বারি তালা সন্নিধানে;
গিয়াছিলে সসন্মানে;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

অঙ্গুলীর এশারায়
চাঁদ দ্বিখন্ডিত হয়,
পাখীরা সুস্বরে গায়
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

পাপিগনে তরাইতে,
ভ্রমাঁধার ঘুচাইতে,
তোমা ছাড়া নাই জগতে
মোহাম্মদ রাসুলুল্লাহ।

সবাই আপন দোষে,
কাঁদিবেন হা হুতাশে;
কাঁদিবেন মহা ত্রাসে,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

মুখেতে ‘ইয়া নাফসি’ বোল,
হায় হায় কি হইল,
তব মুখে শিষ্য দল;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

জয় ডঙ্কা বাজাইলে
জয় ধ্বজা উড়াইলে
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

আরবে বাজিছে ভেরী
হিন্দুস্থানে বাজে তুরী
রুমে শামে সুবাঁশরী
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

ইসাই প্রধান স্থানে
বাজে শিঙ্গা অবিরামে
মত্ত তব গুণ গানে
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

সমগ্র জগত মাঝে
তব ডংকা জোরে বাজে
বিধর্মীরা মরে লাজে
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

গাইব তোমার গান
হৃদে বল কর দান
দাও পদে বিন্দু স্থান
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

দিও অন্তে প্রদাশ্রয়
ওহে নবী দয়াময়
কর জোড়ে কবি কয়
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ

-মীর মোশাররফ হোসেন-

Related Post

এক মহাকা‌লের আবাহন !

Posted by - April 7, 2020 0
এক মহাকা‌লের আবাহন! সে‌দিন উ‌ঠে‌ছিল সামারায় এক নতুন সূর্য , ভো‌রের আ‌লোয় উদ্ভা‌সিত ছিল প্রকৃ‌তি , চণ্চল হাওয়ায় মা‌তোয়ারা ভ্রম‌রে…

প্রিয় হে বার্তাবাহক মুস‌লিম !!

Posted by - September 5, 2019 0
ডা‌কি‌ছে আমায় ক‌রি‌তে বায়াত বস‌তি জন ঐ কুফায়, ‌বিশ্বাস না‌হি লয় ম‌নে জা‌গে কেবলই সংশয় শংকায়! ইমাম‌বিহীন না‌হি জা‌গে প্রাণ…

শোকাবহ ৫ই মহররম

Posted by - September 5, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-২) – নূরে আলম মুহাম্মাদী। ———– হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন নূর! হুসাইন আসমানসমুহ…

হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

Posted by - September 7, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৪) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,…

শোকা‌গ্নির শ্বেতবাস !!

Posted by - September 1, 2019 0
দীর্ঘ পথ প‌রিক্রমা শে‌ষে হঠাৎ ঘ‌রে ডুক‌লেন ! বড়ই ক্লান্ত, শ্রান্ত ,অবসন্ন দেহ ও মন । মর্ম ব্যাথায় কুঁক‌ড়ে থাকা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *