প্রাত্যহিক যিকির

3975 0

🔊 “হে আমার পালনকর্তা! তোমার মহামর্যাদা ও পবিত্র সত্তা এবং মহান গুণাবলী ও নামসমূহের উসিলায় আমি তোমার কাছে মিনতি জানাই, আমার সমস্ত প্রহর, দিবা ও রাত্রি যেন তোমার যিকিরের মধ্য দিয়েই অতিবাহিত হয়।” [দোয়া খিযির(আ:)]

📿শনিবারের যিকির (১০০ বার)

『یا رَبَّ العالَمین』⇚
[ইয়া রাব্বাল আ’লামিন]
অর্থঃ “হে জগতসমূহের প্রতিপালক।”

⇄ এ যিকিরের ফলাফলঃ
[অন্যের প্রতি অমুখোপেক্ষীতা]

 ——————–

📿রবিবারের যিকির (১০০ বার)

‎ ⇚『‎یا ذَالجَلالِ‌ و الاِکرام‎』
‎[ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।]
অর্থঃ ‎”হে মহা সম্মানিত ও মর্যাদাবান।”
‎⇄ এ যিকিরের ফলাফলঃ সফলতা ও বিজয় অর্জন।
———————–

📿সোমবারের যিকির (১০০ বার)

『یٰا قٰاضِیَ الْحٰاجٰات』⇚
[ইয়া ক্বাদ্বিইয়াল হা-জা-ত]
অর্থঃ “হে চাহিদা পূরণকারী।”

⇄এ যিকিরের ফলাফলঃ
[সম্পদের প্রাচুর্য]

————————

📿মঙ্গলবারের যিকির (১০০ বার)‎

『‎یاأرحَمَ الرّٰاحِمین‎』‎⇚
‎[ইয়া আরহামার রাহিমীন]
অর্থঃ “হে অতিশয় দয়ালু ও করুনাময়।”
‎⇄এ যিকিরের ফলাফলঃ ‎[হাজত পূরণ।]
——————-

📿বুধবারের যিকির (১০০ বার)

⇚『یا حَیُّ یا قَیُّوم』
[ইয়া হাইউ ইয়া ক্বাইয়ুম]
অর্থঃ “হে সদা জীবন্ত ও চিরঞ্জীব এবং সবকিছুর ধারক।”
⇄এ যিকিরের ফলাফলঃ স্থায়ী সম্মান অর্জন।
———————-

📿বৃহস্পতিবারের যিকির (১০০ বার)

『لٰا اِلَهَ اِلَّا اللهُ الْمَلِکُ الْحَقُّ الْمُبین』⇚
[লা-ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হ্বাক্বক্বুল  মুবিন]
অর্থঃ “আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নেই যিনি সুস্পষ্ট সত্য শাসনকর্তা।”

⇄ এ যিকিরের ফলাফলঃ
[আয় রোজগার বৃদ্ধি]

—————————-

📿শুক্রবারের যিকির (১০০ বার)

『اللَّهُمَّ صَلِّ عَلَی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ』⇚

🌺[আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ]🌺

✍️অর্থঃ “হে আল্লাহ্! দরুদ ও সালাওয়াত বর্ষন করো মুহাম্মাদ ও তাঁর আল (=বংশের মনোনীত ব্যক্তিবর্গ)-এর উপর।”

⇄ এ যিকিরের ফলাফলঃ

[আল্লাহর অনুগ্রহ ও বরকত লাভ]

Related Post

দোয়া খিজির (আঃ)

Posted by - September 5, 2019 0
❣দোয়া খিজির (আঃ)❣‌ ❣বিসমিল্লা-হির রহমা-নির র-হীম❣ ‌🌹আল্ল-হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ🌹   😰হে আল্লাহ! আমি তোমার কাছে আবেদন…

হাজত পূরণের দোয়া

Posted by - August 11, 2019 0
১। হাজত পূরণের দোয়াঃ 🖊 যদি কেউ ৪০ বার সূরা আদ্ব দ্বুহা, মাঝখানে কোন কথা ছাড়া, কেবলামূখী ও পাক পবিত্র…

দোয়া তাওয়াসসুল

Posted by - April 25, 2020 3
(চৌদ্দ মাসূমের উসিলা ধরে দোয়া) بسم الله الرحمن الرحيم اللّٰهُمَّ إِنِّى أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ نَبِيِّ الرَّحْمَةِ مُحَمَّدٍ صَلَّى اللّٰهُ…

আবে শেফার পবিত্র পানি

Posted by - August 18, 2019 2
🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম🌹  ➡️🔊ইমামিয়া তরীকার সকল ভক্ত, আশেক্বান ও অনুসারীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ইমামিয়া পাক দরবার শরীফের অভ্যন্তরে “আবে…

There are 1 comments

  1. Sheikh Ebrahim Babu |

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। প্রিয় কেবলা, আমাদের #ইমামিয়া পাক দরবার শরীফ# ওয়েবসাইটে প্রচারিত প্রচলিত নামাজের সময়সূচী বাদ দিয়ে, আহলে বাইতের নিয়মের নামাজের সময়সূচী প্রবর্তন করা উচিৎ।
    কারণ:
    ১.যারা এই ওয়েবসাইট পরিদর্শন করে তাদের আহলে বায়াতের নিয়মের নামাজের সময়সূচীই প্রয়োজন হয়।
    ২. অধিকাংশ সময়ই ইমামিয়া পাক দরবার শরীফ গ্রুপে নামাজের সময়সূচী দেওয়া হয় না। সে ক্ষেত্রে ওয়েবসাইট দেখে খুব সহজেই নামাজের সময়সূচি দেখে নেয়া যায়।

    Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *