ইমামিয়া পাক দরবার শরিফ হলো ইমামিয়া তরিকার ভিত্তিতে ইরফানি আধ্যাত্মিক ভক্তি ও প্রেমের শিক্ষাকেন্দ্র। এখানে আগমন করলে, আহলে বাইতের সর্বশেষ কান্ডারী, যামানার ইমাম, রাসুল(সা.) বংশ থেকে আহলে বাইতের শেষ নূর, হযরত ইমাম মাহদী (আ.) (তাঁর জন্যে আমাদের সকল কিছু কুরবান হোক এবং আল্লাহ তার আত্মপ্রকাশ ত্বরান্বিত করুন)-এর সাথে নিবিড় সম্পর্ক তৈরী হয়। এখানে একজন আশেক তার আত্মাকে জীবিত করার খোরাক পায় এবং অন্তরকে পাক সাফ করে নেয়। এক্ষেত্রে সকল মাযহাবের মুসলমানদের জন্য এ দরবার উম্মুক্ত। একজন মুর্শিদের অধিনে দীর্ঘকাল কঠোর রিয়াযাত সাধনের মাধ্যমে যিকরে ইলাহি ও পরম মাহবুবের সাথে মিলনের স্বাদ আস্বাদন এ দরবারের কার্যক্রমের অন্তর্ভুক্ত। যেখানে তাযকিয়াতুন নাফস, রিয়াযাত, সেইর ও সুলুক, মোরাকাবা ওয়া মোশাহাদা, দোয়ায়ে হযরত খিজির, মিলাদে শানে মুস্তাফা ও ক্বিয়াম, শাবে সুরুদ, শাবে দরুদ, কিয়ামুল্লাইল, ইরফান ও ইসলাহের সবক দেয়া হয়।