শোকাবহ ৫ই মহররম

600 0

হুসাইন(আ:) কে?
(পর্ব-২)
– নূরে আলম মুহাম্মাদী।
———–

হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন।

হুসাইন নূর! হুসাইন আসমানসমুহ ও যমিনের নূর!
হুসাইনের আলোতে মুছে যায় নূরের সকল খাদ।
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ্ব।

না, না!!!
হুসাইনের আলোতে আলোকিত হয় আল্লাহর আরশ,
সেখান থেকে কিঞ্চিত আলোতে ধন্য হয়
সামাওয়াত ওয়াল আরদ্ব।

বিশ্ব জগত মহাজগত আর জগতহীন জগত যার আলোতে চলে,
ছায়াপথসমূহ, জগতসমূহ, যার ধ্বনি তোলে,
হুসাইন আমাদের, হুসাইন সকলের,
হর হামেশা যেখানে
ইয়া হুসাইন, ইয়া হুসাইন যিকির চলে।

তাইতো বলি, হুসাইন যমিনী নয়, তিনি আসমানী।
যমিন ও আসমান যার রক্তের কাছে ঋণী।

না, না,!!!
হুসাইন!!!
যমিন ও আসমানের অধিপতি তিনি,
খোদায়ী আরশ তার কাছে, আসমান যমিনের সব কিছুর চেয়ে পরিচিত বেশী।
আসমানী জগতে, খোদায়ী জগতে প্রাণ সঞ্চালন করেছেন যিনি।
তিনি গর্ব সকলের,
আসমানসমূহ ও যমিনের।

যমিন বলে, হুসাইন আমার বুকে দিয়েছে সেজদা, ঢেলেছে রক্ত,
হুসাইন আমার গর্ব।
আসমানসমূহ বলে,
হুসাইনের পথচলা ছিল আমাদের বুকে বেশী,
আমরা দেখেছি, আমরা শুনেছি, হুসাইনের কথা যমিনের চেয়ে আসমানীদের মাঝে বেশী।

আসমানী জগতের সবাই করে গুঞ্জন,
সাত আসমানের প্রতিটি আসমান,
যার নামে হয়েছে নামকরণ।
হুসাইন এক, হুসাইন দুই,
হুসাইন তিন… হুসাইন সপ্তম।
হুসাইন হয়েছে সবার,
হয়েছে সবার আপন।

কারণ, হুসাইনের কাছ থেকেই দেখেছে তারা,
এত বড় ত্যাগ!!!
এত বড় কোরবানি!!!
দিয়েছেন সব, কিছুই রাখেননি তিনি, আল্লাহ ছাড়া।

তাই, আসমানসমূহের গর্ব,
আসমানে উঠেছে রব,
রাহে আল্লাহর, রক্ষা করতে ইসলাম,
দিয়েছেন হুসাইন সব।
তাইতো, আসমানীরা করে
মিছিল, করো শোরগোল, তোলে ধ্বনি,
ইয়া হুসাইন! ইয়া হুসাইন!
______________

Related Post

লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল

Posted by - November 15, 2019 0
লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল। এই কালেমা পড়রে আমার পরান বুলবুল। বল আল্লাহ ছাড়া দোসরা আর মাবুদ…

বিশ্ব শান্তির তুমি যে রবি

Posted by - November 8, 2019 0
বিশ্ব শান্তির তুমি যে রবি, কূল জাহানের তুমি যে ছবি, তব তারিফ শেষ করিতে পারিবে না কোন কবি। আসসালাতু আসসালামু…

ইমাম হুসাইন

Posted by - September 1, 2019 0
সীমানার প্রাচীর পেরিয়ে অসমাপ্ত পথের সন্ধানে নিঃশব্দ নিস্তব্ধতায় সত্য-অসত্যের ফয়সালায় অহর্নিশ একজন চলে অবিচল গতীতে অবরুদ্ধ সত্যকে মুক্তির স্বাধীনতায় প্রিয়জনের…

কোথায় পেয়েছ সেই প্রেম!

Posted by - September 5, 2019 0
সালাম! হে ক্বামার-এ-বনু হাশিম তোমার বিলাশি প্রেমকে সালাম, কি করে এমন বিলাসী হতে পারলে যে, তোমার প্রেমের প্রতি হিংসা করা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *