হায় আফ‌সোস ! হায় !!

652 0

আর কত পথ !
আর কত দূর !
শহর থে‌কে শহ‌রে , গ্রা‌ম থে‌কে গ্রা‌মে !
‌হেঁটে হেঁটে ক্লান্ত !
কত পথ পে‌রি‌য়ে ,কত দেশ পে‌রি‌য়ে !
‌হোচট খাওয়া প‌থে প্রান্ত‌রে !

‌কোথাও একমু‌ঠো প্রশা‌ন্তির ছোঁয়া লা‌গে‌নি ও‌দের চো‌খে মু‌খে !
অন্তর বিদীর্ন মরুর দগ্ধতা নি‌য়ে।
ওষ্ঠাগত দাবদা‌হের তীব্রতা !
কত তুচ্ছ তা‌চ্ছিল্যতার চো‌খে এ সফর !
কত বি‌নিদ্র রজনী
এ কা‌ফেলা !

কখ‌নো বা তীব্র হা‌সির খোরাক পাপাত্না‌দের কা‌ছে!
এরই মা‌ঝে নগর বাসীর ভর্ৎসনা ছ‌লে ঢিল পাট‌কেল ছুঁ‌ড়ে মারা কা‌ফেলার উপর !
হাত উঁচি‌য়ে ঢিল মারা থামা‌নোর প্রয়াস !
আহ্বান জা‌নি‌য়ে থামা‌লেন ইমাম জয়নূল !

বল‌লেন ,‌তোমরা কি মুসলমান ?
হ্যাঁ ! অবশ্যই মুসলমান !
নগর বাসীর উত্তর !
‌কেন মার‌ছো ?

‌তোমরা কি কুরআন পাঠ ক‌রো না ?
অবশ্যই প‌ড়ি !
কখ‌নো কি প‌ড়ো‌নি
কুল্লা …… ফিল কুরবা ?
প‌ড়ে‌ছি !
তাহ‌লে এমন কর‌ছো কেন ?
‌তোমা‌দেরকে কি কুরআ‌নে এই নি‌র্দেশ দি‌য়ে‌ছে ?
‌কেন ?
এই আয়া‌তের সা‌থে তোমা‌দের এই কা‌ফেলা বাসীর কি সম্পর্ক ?
‌কি সম্পর্ক জান‌তে চাও ?
এই দেখ , আমরাই হলাম সেই কুরবা !
আমরাই হলাম রাসু‌লের সন্তান ,স্বজন ,যা‌দের‌কে ভালবাসা কুরআ‌নে ফরজ ক‌রে দি‌য়ে‌ছে !
অথচ সেই তোমরা কর‌ছে এই রকম আচরন ?
হায় আফ‌সোস !
হায় !!

__মাসুদ রানা তরুন ।

Related Post

কুফা থে‌কে দা‌মে‌স্কে কা‌ফেলা !!

Posted by - August 30, 2020 2
কত ক্লা‌ন্তি নি‌য়ে ছু‌টে চলা মরুর বু‌কে ! সাগরসম বিরহ ,ব্যাথাতুর হৃদয় নি‌য়ে ! প্রচন্ড দাবদা‌হে না‌ভিশ্বাস হ‌য়ে উঠ‌ছে কা‌ফেলাবাসী…

খোদার বন্ধু

Posted by - November 15, 2019 0
সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ। করুনাসিন্ধু খোদার বন্ধু নিখিল মানব প্রেমাস্পদ।। আদম নূহ ইবরাহীম দাউদ সলেমান মুসা আর ঈসা,…

প্রিয় হে বার্তাবাহক মুস‌লিম !!

Posted by - September 5, 2019 0
ডা‌কি‌ছে আমায় ক‌রি‌তে বায়াত বস‌তি জন ঐ কুফায়, ‌বিশ্বাস না‌হি লয় ম‌নে জা‌গে কেবলই সংশয় শংকায়! ইমাম‌বিহীন না‌হি জা‌গে প্রাণ…

হযরত ইমাম হুসাইন (আলাইহিস সালাম)-এর মর্যাদাঃ

Posted by - August 28, 2020 0
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম-এর চাচী সাইয়্যেদা হযরত উম্মুল ফযল বিনতে হারিস রাদিয়াল্লাহু তা’আলা আনহা অর্থাৎ হযরত…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »