হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা-র শাহাদাতের দিন তারিখ

616 0
🖤হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা-র শাহাদাতের দিন তারিখ-এর ব্যাপারে তিনটি বর্ণনা বিভিন্ন ইতিহাসের কিতাবে বর্ণিত হয়েছেঃ🖤
 
🖊১। আল্লাহর হাবীব হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর শাহাদাতের চল্লিশ দিন পর হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা শাহাদাত বরণ করেন। সে মোতাবেক তাঁর শাহাদাতের তারিখ হচ্ছে, হিজরী ১১ সনের রবিউস্ সানি মাসের দশম দিন।
 
🖊২। আল্লাহর হাবীব হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর শাহাদাতের পঁচাত্তুর দিন পর হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা শাহাদাত বরণ করেন। সে মোতাবেক তাঁর শাহাদাতের তারিখ হচ্ছে, হিজরী ১১ সনের জামাদিউল উলা মাসের তেরতম দিন।
 
🖊৩। আল্লাহর হাবীব হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর শাহাদাতের পচানব্বই দিন পর হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা শাহাদাত বরণ করেন। সে মোতাবেক তাঁর শাহাদাতের তারিখ হচ্ছে, হিজরী ১১ সনের জামাদিউস্ সানি মাসের তৃতীয় দিন।
 
◼️অধিকাংশ ঐতিহাসিকের মতে এবং ইমামিয়া তরিকার অধিকাংশ আলেমদের মতে তৃতীয় বর্ণনাটি বেশী নির্ভরযোগ্য।
↯↻↯↻↯

Related Post

হযরত ফাতিমা আয্ যাহরা (আঃ)

Posted by - September 20, 2019 0
নাম: ফাতেমা, সিদ্দীকা, মুবারিকাহ্, তাহিরাহ্, যাকিয়্যাহ্, রাযিয়্যাহ্, মারযিয়্যাহ্, মুহাদ্দিসাহ্, এবং যাহরা।১   ডাক নাম: উম্মুল হাসান,উম্মুল হুসাইন,উম্মুল মুহ্সিন,উম্মুল আয়েম্মা এবং…

বিশ্বনবীর প্রেমময় স্ত্রী হযরত খাদিজা (সাঃ আঃ)

Posted by - May 4, 2020 0
💞দশই রমজান ইসলাম গ্রহণকারী প্রথম নারী ও সর্বশেষ্ঠ নবীর প্রিয়তম সহধর্মিনী হযরত খাদিজা (সাঃ আঃ)-র মৃত্যুবার্ষিকী। মক্কাবাসীর কাছে ‘তাহিরা’ বা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *