হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা-র শাহাদাতের দিন তারিখ

617
🖤হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা-র শাহাদাতের দিন তারিখ-এর ব্যাপারে তিনটি বর্ণনা বিভিন্ন ইতিহাসের কিতাবে বর্ণিত হয়েছেঃ🖤
 
🖊১। আল্লাহর হাবীব হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর শাহাদাতের চল্লিশ দিন পর হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা শাহাদাত বরণ করেন। সে মোতাবেক তাঁর শাহাদাতের তারিখ হচ্ছে, হিজরী ১১ সনের রবিউস্ সানি মাসের দশম দিন।
 
🖊২। আল্লাহর হাবীব হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর শাহাদাতের পঁচাত্তুর দিন পর হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা শাহাদাত বরণ করেন। সে মোতাবেক তাঁর শাহাদাতের তারিখ হচ্ছে, হিজরী ১১ সনের জামাদিউল উলা মাসের তেরতম দিন।
 
🖊৩। আল্লাহর হাবীব হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর শাহাদাতের পচানব্বই দিন পর হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা শাহাদাত বরণ করেন। সে মোতাবেক তাঁর শাহাদাতের তারিখ হচ্ছে, হিজরী ১১ সনের জামাদিউস্ সানি মাসের তৃতীয় দিন।
 
◼️অধিকাংশ ঐতিহাসিকের মতে এবং ইমামিয়া তরিকার অধিকাংশ আলেমদের মতে তৃতীয় বর্ণনাটি বেশী নির্ভরযোগ্য।
↯↻↯↻↯

Related Post

হাদীস শরীফে বার ইমাম

Posted by - এপ্রিল ৫, ২০২০
ইতিপূর্বে উল্লেখিত হয়েছে যে, আল-কোরআনে আল্লাহ বলেন, ‘ক্বিয়ামতের ময়দানে প্রত্যেককে তার ইমামের সাথে পুনরুত্থিত করা হবে ।’ আর এটা নিঃসন্দেহে…

নবীর (সাঃ) স্ত্রীগণ

Posted by - আগস্ট ১৫, ২০১৯
হযরত মুহাম্মাদ (সা.) পঁচিশ বৎসর বয়স পর্যন্ত অবিবাহিত ছিলেন এবং সেই বৎসরেই হযরত খাদিজা বিনতে খুওয়াইলাদ-কে বিয়ে করেন। পঞ্চান্ন বৎসর…

সর্বগু‌ণে গুণান্বিতা!!

Posted by - জানুয়ারি ২৫, ২০২০
বয়স পাঁচ কি ছয়, হারা‌লেন জন্মদাত্রী মা কে! ক‌চি ম‌নে পু‌রো আকাশ ভে‌ঙ্গে পড়ার ম‌তো, সান্তনা প্রবোধ স্নেহ সবই পিতার…

নারীকুল শি‌রোম‌নি !!

Posted by - জানুয়ারি ২৫, ২০২০
ওহীর আ‌লোয় স্নাত হ‌য়ে তু‌মি এসে‌ছি‌লে ধরাত‌লে, প‌বিত্র নিঃশ্বা‌সে পে‌তে তু‌মি প‌বিত্রতার সব ঐশীমাখা! শ্রেষ্ঠত‌মের আদর ও পরশ তোমায় বু‌লি‌য়ে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »