হুসাইন(আ:) কে?
(পর্ব-৬)
– নূরে আলম মুহাম্মাদী।




হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন।
হুসাইন!!!
শুনেছি ইউসুফ নবীর সৌন্দর্যের কথা।
অঙ্গুলি কেঁটেছিল মিশরীয় নারীরা,
ইউসুফ নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা।
তবে দয়াল নবীও ছিলেন মুগ্ধ, বিমোহিত,
হুসাইনের সৌন্দর্যে তিঁনি ছিলেন অতি অভিভুত।
তাই, জিবরাঈল এসে বলে,
ইয়া রাসূলাল্লাহ!
আপনি আপনার সন্তান হুসাইনকে ভালবাসেন?
উত্তরে বলেন নবী, দেখেছো কী ভাই জিবরাঈল?
হুসাইন আর আমি
সব দিকেই রয়েছে মিল।
আমি দ্বীনের প্রতিষ্ঠাতা
আর হুসাইন দ্বীনের ত্রানকর্তা।
জিবরাঈল আনলেন কারবালার মাটি,
দিলেন রাসূলের হাতে,
সিক্ত নয়নে রাসূল
ঘ্রাণ নিলেন হুসাইনের হাতে।
কারবালার মাটি হাতে পেয়ে নবী বললেন পত্মী উম্মে সালামাকে
রেখে দিতে শিঁশিতে ভরে।
এই সেই কারবালার মাটি,
চোখের পানি ফেলেন নবীজী
যে মাটিকে দেখে,
বুকে তুলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিলেন সেই হুসাইনকে।
কি সৌন্দর্য দেখেছিলেন নবীজী হুসাইনের মাঝে!!
সেই মহা কুরবানি
আর মহা ত্যাগের বাণী ভেসে উঠেছিল হুসাইনের মাঝে।
এত সুন্দর হুসাইন!
হুসাইনের ত্যাগ ও কুরবানির
সৌন্দর্যের কাছে
হারিয়ে গেছে ইউসুফ নবীর
সকল সৌন্দর্য!
কত সুন্দর ও মহান হুসাইন!!!
বাবা আদম বিতাড়িত হয়ে বেহেশত হতে,
ক্রন্দন করে করে বলতেন তিনি
রাব্বানা যালামনা আনফুসানা
জুলুম করেছি নিজের উপর আমি।
শত হাজার বছর পার হয়ে যায়
প্রভুর মন গলে না যে
তবু রাব্বানা রাব্বানা বলে বলে যায়।
একদা গর্জে ওঠে আকাশ
শব্দ করে বাতাস
বাবা আদম শুনতে পান
রবের কিছু কালেমাত।
দয়াল প্রভু বলেন আদম!
যদি দোয়া করো এই নামগুলোর উসিলায়
কবুল হবে দোয়া
কবুল হবে তাওবা
ফিরে যাবে বেহেশতে
আবার্।
আদম পড়লেন,
উসিলা মুহাম্মাদ, আলী, ফাতেমা, হাসান আর হুসাইনের্।
আল্লাহ বলেনঃ
ইন্নাহু হুওয়াত্ তাওওয়াবুর রাহিম।
কবুল হলো তাওবা বাবা আদমের
উসিলা ছিল এই পঞ্চ তারা
মুহাম্মাদ, আলী, ফাতেমা, হাসান আর হুসাইনের্।
এই সেই হুসাইন!
দ্বীনের সত্যতা প্রমাণ করলেন
নবীজী
নাজরানের খৃষ্টান পাদ্রীদের কাছে,
তবু তারা বেকে বসলো
বুঝে শুনেও অস্বীকার করলো
দ্বীন ইসলাম ও তার ভালবাসাকে।
নবীজী চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন
চলে এসো! খোলা ময়দানে
নিজের জান, নিজের মেয়ে,
নিজের ছেলেদেরকে সাথে নিয়ে।
পাদ্রীরা ঘটনার সিরিয়াসে
মেনে নিল রাসূলের কর্তৃত্বকে।
মুবাহিলার এই পঞ্চ তারার
অন্যতম বিশেষ তারকা,
নবী পুত্র হুসাইন ইবনে আলী
হয়ে গেলেন দ্বীনের ত্রানকর্তা।
ইয়া হুসাইন!! ইয়া হুসাইন!!
____________