গুনাহ থেকে বিরত থাকার উপায়

816 0

•✦✧আমাদের মাওলা ও ইমামের আগমন তরান্বিত করার লক্ষ্যে ✧✦•
•✦✧আর যেনো গুনাহ না করি✧✦•

🌷•°*°••°*°••°*°•🌷

◥★ গুনাহ থেকে বিরত থাকার উপায়ঃ

⇦ মৃত্যুর প্রতি দৃষ্টিপাত
💸 বিলিয়নার ছিল…
🌀 সারা জীবন ধন-সম্পদ জোগাড়ে নিদারুন কষ্ট করেছিল
👤তিনি তার অফিসে বসে ছিলেন। তার একজন অভাবী বন্ধু এসে তার কাছে সাহায্য প্রার্থনা করলো। সে বিভিন্ন অযুহাত দেখিয়ে ঐ বন্ধুকে বিদায় দিল।

😔 বন্ধুটি চলে যাবার পর…

অন্য একজন প্রবেশ করলো…

✖️কিন্তু সে দরজা দিয়ে আসেনি…

✖️আর জানালা দিয়েও না…

অবাক হয়ে তাকিয়ে রইলো

⁉️এটা কে?! কোথুকে আসলো?! আসলে তার কি কাজ?…

উত্তর ভেসে আসলো যে, আমি আজরাঈল। তোমার সময় শেষ।

▪️অনুরোধ করলেন…

শুধু আর একদিন মাত্র

▫️বললেন, হবে না

▪️এক ঘন্টা…

শুধু আর মাত্র এক ঘন্টা

😰এতটাই দুনিয়াতে মজে ছিলাম যে, আখেরাতের সফরের জন্যে কোন পাথেয় সাথে নিতে পারি নাই।

▫️ঐ বন্ধুটি তোমার শেষ সুযোগ ছিল। তুমি পারতে তার সমস্যা সমাধান করে দিয়ে তার সারা জীবনের দোয়ার অংশীদার হতে। কিন্তু সেই সুযোগও হাতছাড়া হয়ে গেল।

▪️আমার জমানো সব সম্পদ দিয়ে দিবো, কল-কারখানা, ঘর-বাড়ি, গাড়ী, ব্যাংকের চেক ও সব সব সব………

▫️না, তোমার সময় শেষ

▪️তাহলে অনুমতি দিন, একটি বাক্য লিখে যাই…

👇🏼লেখলো👇🏼
“এ জীবনের আয়ুর মূল্য বুঝো, আমি চেয়েছিলাম এক ঘন্টা সময়কে হাজার বিলিয়নের বিনিময়ে কিনতে, কিন্তু…

বিক্রি করলো না‌ 

🌷•°*°••°*°••°*°•🌷

#গুনাহ পরিত্যাগ করে ইমামের আবির্ভাবকে তরান্বিত করুন
#আল্লাহর নেয়ামতগুলো গণনা করে দেখুন! কত নেয়ামত আপনার সাথে আছে।

Related Post

তারাবির নামাজ

Posted by - March 24, 2023 0
✔️১. ইসলামে প্রথম বিদআতী নামাজ। (সহীহ্ আল বুখারী,  খণ্ড ২, আধুনিক প্রকাশনী, প্রকাশকাল: আগষ্ট/২০০৮, কিতাবুস সাওম অধ্যায়, অনুচ্ছেদ ৭১, শিরোনামঃ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *