খোদার বন্ধু

1061 0

সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ।
করুনাসিন্ধু খোদার বন্ধু নিখিল মানব প্রেমাস্পদ।।

আদম নূহ ইবরাহীম দাউদ সলেমান মুসা আর ঈসা,
সাক্ষ্য দিল আমার নবীর, তা’দের কালাম হ’ল রদ।।

যাঁহার মাঝে দেখল জগৎ ইশারা খোদার নূরের,
পাপ দুনিয়ায় আনল যে রে পুণ্য বেহেশতী সনদ।।

হায় সেকান্দর খুঁজল বৃথাই আব হায়াত এই দুনিয়ায়
বিলিয়ে দিল আমার নবী সে সুধা মানব সবায়।।

হায় জুলেখা মজল বৃথাই ইউসুফের ওই রূপ দেখে,
দেখলে আমার নবীর সুরত যোগীন হত ভসম মেখে।
শুনলে নবীর শিরীন জবান, দাউদ মাগিত মদদ।।

ছিল নবীর নূর পেশানিতে তাই ডুবল না কিশতী নূহের,
পুড়ল না আগুনে হযরত ইবরাহিম সে নমরুদের,
বাঁচল ইউনুস মাছের পেটে স্মরণ ক’রে নবীর পদ;
দোযখ আমার হারাম হ’ল
পিয়ে কোরানের শিরীন শহদ।।

-কাজী নজরুল ইসলাম-

Related Post

এক মহাকা‌লের আবাহন !

Posted by - April 7, 2020 0
এক মহাকা‌লের আবাহন! সে‌দিন উ‌ঠে‌ছিল সামারায় এক নতুন সূর্য , ভো‌রের আ‌লোয় উদ্ভা‌সিত ছিল প্রকৃ‌তি , চণ্চল হাওয়ায় মা‌তোয়ারা ভ্রম‌রে…

পূর্ণতা

Posted by - September 7, 2019 0
একটি অসম্পূর্ণ ইতিহাসের কথা বলবো আজ যাকে পূর্ণতা দেয়ার প্রয়াসে অগনিত প্রান বলিদান দেয়া হয়েছে ত্যাগের উপর ত্যাগের অবাধ্য ঢেউ…

কে এলো কে এলোরে

Posted by - September 1, 2019 0
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

শোকাবহ ৫ই মহররম

Posted by - September 5, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-২) – নূরে আলম মুহাম্মাদী। ———– হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন নূর! হুসাইন আসমানসমুহ…

প্রিয় হে বার্তাবাহক মুস‌লিম !!

Posted by - September 5, 2019 0
ডা‌কি‌ছে আমায় ক‌রি‌তে বায়াত বস‌তি জন ঐ কুফায়, ‌বিশ্বাস না‌হি লয় ম‌নে জা‌গে কেবলই সংশয় শংকায়! ইমাম‌বিহীন না‌হি জা‌গে প্রাণ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *