হুসাইনের জাগরনে আমরা জেগে থাকবোই

1128 0

ওদের চোখে হুসাইন সবসময় মৃত!
কিন্তু ওরা কি জানে
শাহাদাত হুসাইনকে করেছে আরও ক্ষুরধার
আরও শক্তিশালী।

ওরা শুধু কারবালাকে একটি শহর মনে করে!
কিন্তু ওরা কি জানে পবিত্রতার দেহ ধারন করে
এ মাটি আরও কতো অহংকারি হয়ে উঠেছে?

ওরা ভাবে আশুরার সাথে বিদ্রোহের দাবানল স্তিমিত হয়ে গেছে!
ওরা কখনও দেখেনি
১১ই মহররম থেকে প্রতি মুহূর্ত কতো আজস্র হুসাইনের জাগরনে
আরও কতো বিপ্লবী আরও কতো অকাতরে বুক চিরে দেয়া
আব্বাসের জন্ম হয়েছে আজ?

ওরা ভাবে আজ আর যয়নাব নেই!
দেখেছে কখনও আমাদের আঙিনা,
ইতরাতের ভালোবাসার বাগান দিয়ে সাজানো
বিপ্লবের কারখানা?

ওরা ভাবে আজ আর কোন পতাকা নেই, নেই কোন মিম্বার!
ওরা ভাবে প্রতিবাদের সকল ভাষাকে দাবিয়ে দিতে পেরেছে!
একবারও দেখেনি, কত শত আলোর সন্ধানিরা
হুরের বেশে আজ মুখরিত জনতার মিছিলে।

তবে এসো!
ওদের চোখে তাকিয়ে হুসাইনকে বলি
‘এই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনবোই
তুমি ঘুমাও শান্তিতে হুসাইন
আমরা জেগে থাকবোই’।

(মোস্তফা কামাল সুমন)

Related Post

শোকা‌গ্নির শ্বেতবাস !!

Posted by - September 1, 2019 0
দীর্ঘ পথ প‌রিক্রমা শে‌ষে হঠাৎ ঘ‌রে ডুক‌লেন ! বড়ই ক্লান্ত, শ্রান্ত ,অবসন্ন দেহ ও মন । মর্ম ব্যাথায় কুঁক‌ড়ে থাকা…

লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল

Posted by - November 15, 2019 0
লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল। এই কালেমা পড়রে আমার পরান বুলবুল। বল আল্লাহ ছাড়া দোসরা আর মাবুদ…

কে এলো কে এলোরে

Posted by - September 1, 2019 0
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

ক’ফোটা জল !!

Posted by - August 29, 2020 0
বি‌কেল গ‌ড়ি‌য়ে সন্ধ্যা প্রায়। কোথাও যেন খুঁজে পাওয়া যা‌চ্ছে না। হন্য হ‌য়ে খুঁজ‌ছে সবাই। নাহ… কোথাও নেই? কিন্তু সংখ্যাটা যে…

স‌ত্যের নী‌লিমায় তু‌মি !!!

Posted by - September 10, 2019 0
আ‌জো সদা জাগ্রত তু‌মি চির আকা‌শের নীল, ঐ নী‌লিমায় ছুঁ‌য়ে আছো জা‌নি সদা জাগ্রত হে বীর! দিন যায় মাস আসে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »