হাফেজ্জী হুজুরের শেষ ওসিয়ত

1712
গত কয়েক দশক ( সত্তর-নব্বই) ধরে বাংলাদেশের সকল সুন্নীপন্থি আলেমদের শিরমনি ছিলেন দেওবন্দী আলেম হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর। তিনি রাজনৈতিক অঙ্গনে এসে তাওবার ডাক দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি আন্তর্জাতিক মহলেও সমাদৃত হয়েছিলেন।
 
হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর তার ইন্তেকালের পূর্ব মুহুর্তে আল্লাহর দরবারে শেখ সাদী (রহঃ)-এর কবিতার দুইটি পংতি পাঠ করে মুনাজাত করেছিলেন। পংতিদ্বয় হুবহু উদ্ধৃত করা হলোঃ

“ইলাহী বাহাক্কে বনি ফাতিমা বার কাউলে ঈমান কুনাম খাতিমা।

আগার দাওয়াতাম রাদ কনি ইয়া কাবুল,

মান দস্তো দামানে আলে রাসূল।”

অর্থঃ

“হে আল্লাহ! (নবীর কন্যা) ফাতিমার সন্তানদের উসিলায় আমার ঈমান যেনো আমার জীবনের শেষ কথা হয়।
আমার এ দোয়া কবুল করো বা না-ই করো (সে তোমার ইচ্ছা)
আমি তো আলে রাসূলের আচল আঁকড়ে ধরেছি।”
হাফেজ্জী হুজুরের শেষ ওসিয়ত, পৃঃ নং ২।

Related Post

পীর-মুর্শিদ

Posted by - আগস্ট ২৩, ২০১৯
✍ ফার্সি ভাষায় পীর শব্দের বাংলা অর্থ হচ্ছেঃ বৃদ্ধ, মুরুব্বী, অগ্রণী, নেতা, পথ প্রদর্শক প্রভৃতি। পীর শব্দটি কোরআন পাকে নেই। পীর…

হজ্জ্ব এবং ওমরাহ করা কি মানবিক?

Posted by - সেপ্টেম্বর ২৩, ২০১৯
হজ্জ করা কি মানবিক ? প্রসঙ্গঃ বর্তমান প্রেক্ষাপট মমতাময় আল্লাহর স্মরণ এবং রাসূল ও তাঁর প্রিয়জনদের প্রশান্তি কামনায়.. ১# আপনার…

অ্যালকোহলের ব্যবহার

Posted by - আগস্ট ১১, ২০১৯
👁👁 অনেকে বলেন, অ্যালকোহল যুক্ত বডি-স্প্রে বা পারফিউম ব্যবহার করা হারাম! অথচ অ্যালকোহল খাওয়া আর অ্যালকোহল ব্যবহার করা দুটি সম্পূর্ণ…

মৃত্যু কামনা!?

Posted by - জানুয়ারি ১৫, ২০২০
🌷 জনৈক ব্যক্তি হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর খেদমতে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ! আমাকে কী অনুমতি…

অত্যাবশ্যকীয় আদব

Posted by - আগস্ট ১২, ২০১৯
🌹ইমামিয়া পাক দরবার শরীফের সন্মানিত সকল ভক্ত, আশেকান, মুরিদান ও মুহিব্বিনে আহলু বাইতিন নাবী(সা.)-এর খেদমতে দরবার শরীফের অভ্যন্তরে পালনীয় কতিপয়…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »