হযরত শেখ সাদী (রহঃ) রচিত দরুদঃ

1101 0

🔊 *পারস্যের কবি হযরত শেখ সাদী(রহঃ) রচিত অন্তর ছুঁয়ে যাওয়া চমৎকার দরুদঃ*

*بلغ العلی بکماله*
*کشف الدجی بجماله*
*حَسُنت جمیع خصاله*
*صلوا علیه و آله*

বালাগাল উলা বি – কামালিহী
কাশাফাদ্দুজা বি – জামালিহী
হাসুনাত জামিউ খিসালিহী
সাল্লু আলাইহি ওয়া আলিহী ।

*বাংলা অনুবাদ*–
“যিনি (সাধনায়) পূর্ণতার শেষ প্রান্তে পৌঁছেছেন,
যাঁর সৌন্দর্যের আলোকে দুর হয়েছে অন্ধকার,
যাঁর আচরণ– ব্যবহার ছিল সৌন্দর্যের আকর,
দরুদ তাঁর ও তাঁর আলের উপর।”

বালাগা= পৌঁছানো ।
কামালিহী= পূর্ণতা, পরিপূর্ণতা।
জামালিহী= তাঁর সৌন্দর্য।
খিসালিহী= তাঁর আচরণ– ব্যবহার, চরিত্র।

ইতিহাস থেকে জানা যায়,
হযরত শেখ সাদী (রহঃ) এই দরুদ শরীফের প্রথম দু’লাইন লেখার পর কি লিখবেন তা তিনি ভাবতে ভাবতে হঠাৎ তন্দ্রাছন্ন ভাব আসলে স্বপ্ন দিদারে তিনি রাসুল (সাঃ) এর যিয়ারত পান।
প্রিয় নবীজী (সাঃ) তখন সাদী (রহঃ) কে বলেন –
হে সাদী ! তুমি লিখ –
হাসুনাত জামিউ খিসালিহী,
সাল্লু আলাইহি ওয়া আলিহী।
✳ *ইমামিয়া পাক দরবার শরীফ।*

Related Post

ইমামিয়া তরিকার মিলাদ শরীফ

Posted by - January 10, 2020 0
🔻বিসমিল্লাহির রাহমানির রাহীম।🔻 https://ipdsbd.net/wp-content/uploads/2019/08/মিলাদ-online-audio-converter.com_.mp3 ✔️“লাক্বাদ জা-আকুম রাসুলুম মিন আনফুসিকুম আ’যীযুন আ’লাইহি মা আ’নিত্তুম হারিসুন আ’লাইকুম বিল মু’মিনীনা রউফুর রহীম।” (সূরা…

দুরুদ-এ-ফাতিমা (সাঃ আঃ)

Posted by - January 30, 2020 0
বিসমিল্লাহির রহমানির রাহীম আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ। খোদার ঘরে খুশির জোয়ার আসলো নতুন…

দুরুদ-এ-কারবালা

Posted by - August 26, 2022 0
💞দূরুদে কারবালা💞 মহররমের চাঁদ উঠেছে চেয়ে দেখো মুসলমান (২) ইমাম হুসাইনের আহবান ডাকছে শহীদের ময়দান… চলরে মন যাইরে চল কারবালার…

তিনটি মর্যাদাসম্পন্ন দরুদ

Posted by - September 25, 2019 0
➊সকল গুনাহ থেকে পবিত্র হওয়ার দরুদঃ ❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব (আঃ):“আল্লাহ কসম! (নিচের) এই দরুদের মাধ্যমে একজন মানুষ সদ্য…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *