হযরত ফাতিমা আলাইহাস সালামের প্রতি যিয়ারতনামা

703

হযরত ফাতিমা আলাইহাস সালামের প্রতি যিয়ারতনামাঃ

السَّلاَمُ عَلَیْکِ یَا بِنْتَ أَفْضَلِ أَنْبِیَاءِ اللَّهِ وَ رُسُلِهِ وَ مَلاَئِکَتِهِ‏
আসসালামু আলাইকি ইয়া বিন্তা আফদ্বালি আম্বিয়ায়িল্লাহি ওয়া রুসূলিহি ওয়া মালাইকাতিহ্
السَّلاَمُ عَلَیْکِ یَا بِنْتَ خَیْرِ الْبَرِیَّهِ
আসসালামু আলাইকি ইয়া বিন্তা খাইরিল্ বারিয়্যা
السَّلاَمُ عَلَیْکِ یَا سَیِّدَةَ نِسَاءِ الْعَالَمِینَ مِنَ الْأَوَّلِینَ وَ الْآخِرِینَ‏
আসসালামু আলাইকি ইয়া সাইয়্যিদাতা নিসায়িল আ’লামিনা মিনাল আওয়্যালিনা ওয়াল আখিরিন
السَّلاَمُ عَلَیْکِ یَا زَوْجَةَ وَلِیِّ اللَّهِ وَ خَیْرِ الْخَلْقِ بَعْدَ رَسُولِ اللَّهِ‏
আসসালামু আলাইকি ইয়া যাওজাতা ওয়ালিয়্যিল্লাহি ওয়া খাইরিল খালক্বি বা’দা রাসূলিল্লাহ
السَّلاَمُ عَلَیْکِ یَا أُمَّ الْحَسَنِ وَ الْحُسَیْنِ سَیِّدَیْ شَبَابِ أَهْلِ الْجَنَّهِ
আসসালামু আলাইকি ইয়া উম্মাল হাসানি ওয়াল হুসাইনি সাইয়্যিদাই শাবাবি আহলিল জান্নাহ্
السَّلاَمُ عَلَیْکِ أَیَّتُهَا الصِّدِّيْقَةُ الشَّهِیدَةُ
আসসালামু আলাইকি আইয়্যাতুহাস্ সিদ্দিক্বাতুশ্ শাহিদাহ্
السَّلاَمُ عَلَیْکِ أَیَّتُهَا الرَّضِیَّهُ الْمَرْضِیَّهُ
আসসালামু আলাইকি আইয়্যাতুহার্ রাদ্বিয়্যাতুল্ মারদ্বিয়্যা
السَّلاَمُ عَلَیْکِ أَیَّتُهَا الْفَاضِلَةُ الزَّکِيَّةُ
আসসালামু আলাইকি আইয়্যাতুহাল ফাদ্বিলাতুয্ যাকিয়্যা
السَّلاَمُ عَلَیْکِ أَیَّتُهَا الْحَوْرَاءُ الْإِنْسِیَّهُ
আসসালামু আলাইকি আইয়্যাতুহাল হাওরাউল্ ইনসিয়্যা
السَّلاَمُ عَلَیْکِ أَیَّتُهَا التَّقِیَّةُ النَّقِیَّةُ
আসসালামু আলাইকি আইয়্যাতুহাত্ তাক্বিয়্যাতুন্ নাক্বিয়্যা
السَّلاَمُ عَلَیْکِ أَیَّتُهَا الْمُحَدَّثَةُ الْعَلِیمَةُ
আসসালামু আলাইকি আইয়্যাতুহাল মুহাদ্দিসাতুল্ ইলমিয়্যা
السَّلاَمُ عَلَیْکِ أَیَّتُهَا الْمَظْلُومَةُ الْمَغْصُوبَةُ
আসসালামু আলাইকি আইয়্যাতুহাল মাযলুমাতুল মাগ্বসুবাহ্
السَّلاَمُ عَلَیْکِ أَیَّتُهَا الْمُضْطَهَدَةُ الْمَقْهُورَةُ
আসসালামু আলাইকি আইয়্যাতুহাল্ মুদ্বত্বহাদাতুল্ মাক্বহুরাহ্
السَّلاَمُ عَلَیْکِ یَا فَاطِمَةُ بِنْتَ رَسُولِ اللَّهِ وَ رَحْمَةُ اللَّهِ وَ بَرَکَاتُهُ
আসসালামু আলাইকি ইয়া ফাতিমাতু বিন্তা রাসূলিল্লাহ্ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্
صَلَّی اللَّهُ عَلَیْکِ وَ عَلَی رُوحِکِ وَ بَدَنِکِ‏
সাল্লাল্লাহু আলাইকি ওয়া আ’লা রুহিকি ওয়া বাদানিকি
أَشْهَدُ أَنَّکِ مَضَیْتِ عَلَی بَیِّنَهٍ مِنْ رَبِّکِ وَأَنَّ مَنْ سَرَّکِ
আশহাদু আন্নাকি মাদ্বাইতি আ’লা বাইয়্যিনাতিম্ মির্ রাব্বিকি ওয়া আন্না মান্ সার্রাকি
فَقَدْ سَرَّ رَسُولَ اللَّهِ صَلَّی اللَّهُ عَلَیْهِ وَ آلِهِ‏
ফাক্বাদ সার্রা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহ্
وَ مَنْ جَفَاکِ فَقَدْ جَفَا رَسُولَ اللَّهِ صَلَّی اللَّهُ عَلَیْهِ وَ آلِهِ‏
ওয়া মান্ জাফাকি ফাক্বাদ জাফা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহ্
وَ مَنْ آذَاکِ فَقَدْ آذَی رَسُولَ اللَّهِ صَلَّی اللَّهُ عَلَیْهِ وَ آلِهِ‏
ওয়া মান্ আযাকি ফাক্বাদ আযা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহ্
وَ مَنْ وَصَلَکِ فَقَدْ وَصَلَ رَسُولَ اللَّهِ صَلَّی اللَّهُ عَلَیْهِ وَ آلِهِ‏
ওয়া মান্ ওয়াসালাকি ফাক্বাদ ওয়াসালা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহ্
وَ مَنْ قَطَعَکِ فَقَدْ قَطَعَ رَسُولَ اللَّهِ صَلَّی اللَّهُ عَلَیْهِ وَ آلِهِ‏
ওয়া মান্ ক্বাত্বাআ’কি ফাক্বাদ ক্বাত্বাআ’ রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহ্
لِأَنَّکِ بِضْعَةٌ مِنْهُ وَ رُوحُهُ الَّذِی بَیْنَ جَنْبَیْهِ کَمَا قَالَ صَلَّی اللَّهُ عَلَیْهِ وَ آلِهِ‏
লি-আন্নাকি বিদ্বআ’তুম্ মিনহু ওয়া রুহুহুল্লাযি বাইনা জান্বাইহি কামা ক্বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহ্
أُشْهِدُ اللَّهَ وَ رُسُلَهُ وَ مَلاَئِکَتَهُ أَنِّی رَاضٍ عَمَّنْ رَضِیتِ عَنْهُ سَاخِطٌ عَلَی مَنْ سَخِطْتِ عَلَیْهِ‏
উশহিদুল্লাহা ওয়া রুসূলাহু ওয়া মালাইকাতাহু আন্নি র-দ্বিন্ আম্মান্ র-দ্বাইতি আ’নহু সা-খিতুন্ আ’লা মান্ সাখিত্বতি আলাইহি
مُتَبَرِّئٌ مِمَّنْ تَبَرَّأْتِ مِنْهُ مُوَالٍ لِمَنْ وَالَیْتِ مُعَادٍ لِمَنْ عَادَیْتِ‏ مُبْغِضٌ لِمَنْ
মুতাবার্রিউম্ মিম্মান্ তাবার্রাতি মিনহু মুওয়ালিল্ লিমান্ ওয়ালাইতি মুআ’দিন্ লিমান্ আ’দাইতি মুবগ্বিদ্বুল্ লিমান্
أَبْغَضْتِ مُحِبٌّ لِمَنْ أَحْبَبْتِ وَ کَفَی بِاللَّهِ شَهِیداً وَ حَسِیباً وَ جَازِیاً وَ مُثِیباً
আবগ্বাইতি মুহিব্বুল্ লিমান্ আহবাবতি ওয়া কাফা বিল্লাহি শাহিদাও ওয়া হাসিবাও ওয়া জাযিয়াও ওয়া মুসিবা।

Related Post

মা আয়শার বিয়ের বয়স

Posted by - আগস্ট ১৬, ২০১৯
হযরত আয়েশার সাথে আল্লাহর রাসূলের বিয়ের তারিখ সমন্ধে ১। ঐতিহাসিক ও হাদিসের ইমামরা বলেছেনঃ দৃষ্টান্তস্বরূপঃ মা আয়েশা থেকে বর্ণিতঃ حدثنا…

নবী ন‌ন্দিনী!!

Posted by - জানুয়ারি ২১, ২০২০
নবী ন‌ন্দিনী!! তু‌মি এসে‌ছি‌লে, তাই সে‌দিন সে‌জে‌ছি‌লো পৃ‌থিবী বর্ণচ্ছটায়! আন‌ন্দের নাচন আর প্রকৃ‌তির কুহু কলতা‌নে ‌ যেন জীবন্ত হ‌য়ে উঠেকছিল…

সর্বগু‌ণে গুণান্বিতা!!

Posted by - জানুয়ারি ২৫, ২০২০
বয়স পাঁচ কি ছয়, হারা‌লেন জন্মদাত্রী মা কে! ক‌চি ম‌নে পু‌রো আকাশ ভে‌ঙ্গে পড়ার ম‌তো, সান্তনা প্রবোধ স্নেহ সবই পিতার…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »