🌹হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
⬅يا فَاطِمَةُ ، مَنْ صَلَّى عَلَيْكِ غَفَرَ اللَّهُ لَهُ وَ أَلْحَقَهُ بِي حَيْثُ كُنْتُ مِنَ الْجَنَّةِ
✍“হে ফাতিমা! যে তোমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং আমি বেহেশ্তের যে স্থানেই থাকি না কেন, আল্লাহ তাকে আমার সাথে সাক্ষাত করাবেন।”
📚বিহারুল আনওয়ার, খণ্ড ৪৩, পৃঃ নং ৫৫।
🔳হযরত ফাতিমা আলাইহাস সালাম-এর প্রতি দরুদঃ
اللَّهُمَّ صَلِّ عَلَی فَاطِمَةِ وَ اَبِيهَا وَ بَعلِيهَا وَ بَنِيهَا وَ سِرِّ المُستَودَعِ فِيهَا بِعَدَدِ مَا اَحَاطَ بِهِ عِلمُكَ.
▶উচ্চারণঃ
“আল্লাহুম্মা সাল্লি আ’লা ফাতিমাতা ওয়া আবিহা ওয়া বা’লিহা ওয়া বানিহা ওয়া সির্ রিল মুসতাওদিঈ’ ফিহা বিআদাদি মা আহ্বাত্বা বিহি ইল্-মুক্।”
▶অর্থঃ
“হে আল্লাহ! দরুদ পাঠাও ফাতিমার উপর, তাঁর পিতা, তাঁর স্বামী ও তাঁর সন্তানদের উপর এবং (সেই পরিমান দরুদ পাঠাও) যে পরিমান গোপন রহস্যাবলী তাঁর মধ্যে নিহিত আছে এবং তোমার জ্ঞানের পরিধি যে সংখ্যক বিষয়কে ঘিরে রেখেছে।”
📚ম’জামু সাহিফাতুয্ যাহরা, লেখকঃ শেইখ জাওয়াদ ক্বাইউমী।
↯↻↯↻↯https://www.youtube.com/watch?v=cn-4YqlVrBo
