সুখী জীবনের ১৬টি ফর্মুলা

697 0

1⃣•নিজের লক্ষ্য স্থির রাখুন। ঘন ঘন জীবনের মোড় পরিবর্তন করার চেষ্টা করবেন না।

2⃣•প্রিয়জনের সঙ্গে প্রতিদিন গুণগত কিছুক্ষণ সময় কাটান।

3⃣•আপনি প্রতিদিন একটু করে নিজেকে সময় দিন।

4⃣•আপনার আশপাশের নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষদের এড়িয়ে চলুন।

5⃣•মলিন, বিষাদময় আবেগাক্রান্ত মানুষের দ্বারা প্রভাবিত হবেন না।

6⃣•যে বিষয়টি সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা নেই, সে বিষয়ে শ্রম বা অর্থ বিনিয়োগের আগে বিস্তারিত জানে নিন।

7⃣•আরেকজনের সুখের সঙ্গে নিজেকে কখনোই তুলনা করবেন না। আপনি হয়তো তার জীবনের দুঃখ বেদনার খবর রাখেন না।

8⃣•একা থাকার অভ্যাস পরিত্যাগ করুন। উজ্জ্বল, প্রাণোচ্ছল মানুষের সান্নিধ্যে বেশী বেশী থাকার চেষ্টা করুন।

9⃣•আপনার ভেতরের গুণগুলো খুঁজে বের করুন। নিজের গুণের চর্চা করতে থাকুন।

1⃣0⃣•আত্মসমালোচনা করুন।

1⃣1⃣•কিন্তু কখনোই আত্মগ্লানিতে ভুগবেন না। মাথা উঁচু করে বাঁচুন।

1⃣2⃣•সততা আর নৈতিকতাকে জীবনে সুখী থাকার অন্যতম উপাদান হিসেবে যুক্ত করুন।

1⃣3⃣•বেশী বেশী পেছনে ফিরে তাকাবেন না। মনে রাখবেন, আমাদের চোখ দুটো সামনে। সব সময় সামনের দিকে তাকাবেন। বর্তমানকে উপভোগ করবেন আর আগামী নিয়ে স্বপ্ন দেখবেন।

1⃣4⃣•সফলতার মতো ব্যর্থতাও যে জীবনের এক অনুসঙ্গ, তা বুঝতে শিখুন। ব্যর্থতাকে মেনে নেওয়ার চেষ্টা করুন।

1⃣5⃣•যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলুন।

1⃣6⃣•শিশুদের ভালোবাসুন। আপনার সন্তানসহ সব শিশুকে ভালোবাসতে শিখলে সুখ আপনাকে ধরা দেবেই।

••●✦✦●••

Related Post

হাফেজ্জী হুজুরের শেষ ওসিয়ত

Posted by - August 23, 2019 0
গত কয়েক দশক ( সত্তর-নব্বই) ধরে বাংলাদেশের সকল সুন্নীপন্থি আলেমদের শিরমনি ছিলেন দেওবন্দী আলেম হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর। তিনি…

আল্লাহর উপর ভরসা

Posted by - August 14, 2019 0
🍃ছুরি হযরত ইসমাঈল 🌺🍃আলাইহিস সালাম-কে হত্যা করতে পারেনি…   🌹আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম-কে পোড়াতে পারেনি…   🌹হাঙ্গর হযরত ইউনুস…

উপদেশ প্রার্থী এক ব্যক্তি

Posted by - August 31, 2019 0
🌹উপদেশ প্রার্থী এক ব্যক্তি🌹 ✍️[এক আরব বেদুঈন মদীনা শহরে এসে রাসূলে আকরাম (সা.)-এর খেদমতে হাজির হয়ে আবেদন করলো, “হে আল্লাহর…

উপদেশ প্রার্থী এক ব্যক্তি

Posted by - August 14, 2019 0
✍️[এক আরব বেদুঈন মদীনা শহরে এসে রাসূলে আকরাম (সা.)-এর খেদমতে হাজির হয়ে আবেদন করলো, “হে আল্লাহর রাসূল (সাঃ)! আমাকে কিছু…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *