সালাম হে জামানার ইমাম

595 0

সালাম সালাম হে জামানার ইমাম।।
লাখো সালাম তোমায় লাখো সালাম।।

তোমারি আগমনে ধন্য ধরা,
তোমারি পরশে জাতি হবে যে সেরা,
তোমারি সঙ্গী বানাও আমায়।।
লাখো সালাম তোমায় লাখো সালাম।

সালাম সালাম হে জামানার ইমাম।।
লাখো সালাম তোমায় লাখো সালাম।।

জুলুমাতে যখন হবে পূর্ণ ধরা,
তুমি দিবে আমাদের আলোর দিশা,
তোমারি পরশে ধন্য ধরা।।
লাখো সালাম তোমায় লাখো সালাম।

সালাম সালাম হে জামানার ইমাম।।
লাখো সালাম তোমায় লাখো সালাম।।

তোমারি প্রেম যদি থাকে অন্তরে,
সফলতা পাব মোরা জীবনে মরনে,
হে খোদা ইমামের সঙ্গী বানাও,
লাখো সালাম তোমায় লাখো সালাম।

সালাম সালাম হে জামানার ইমাম।।
লাখো সালাম তোমায় লাখো সালাম।।

Related Post

স‌ত্যের নী‌লিমায় তু‌মি !!!

Posted by - September 10, 2019 0
আ‌জো সদা জাগ্রত তু‌মি চির আকা‌শের নীল, ঐ নী‌লিমায় ছুঁ‌য়ে আছো জা‌নি সদা জাগ্রত হে বীর! দিন যায় মাস আসে…

অভি‌যোগ ও অনু‌যো‌গে সাজ্জাদ !!!

Posted by - September 12, 2019 0
পর্ব~১  অভি‌যোগ ও অনু‌যোগের স্পৃহার দগ্ধতায় ভে‌সে চ‌লে‌ছি ‌সেই ক‌বে, লালে লাল মরুর লা‌লিমা হ‌তে। মম  ম‌র্মে বিধুর বা‌ষ্পে চরম…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - July 30, 2022 0
পর্ব একঃ কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ 🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান…

বল‌বো না আর পিপাসার্ত !!

Posted by - October 11, 2019 0
আর বল‌বো না , বল‌বো না আমার পিপাসার কথা , চরম তৃষ্ণার্ততার কথা ! ‌তৃষ্ণার্ততায় পা‌নি ব‌ন্দি হ‌য়ে কেঁ‌দে‌ছিল ফোরাতকুল…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »