সদকা

1241

🌹 হযরত মুহাম্মাদ (সাঃ) –

قال رسول الله
اَلصَّدَقَةُ عَلى ‏وَجهِها وَاصطِناعُ المَعروفِ وَبِرُّ الوالِدَينِ وَ صِلَةُ الرَّحِمِ تُحَوِّلُ الشِّقاءَ سَعادَةً وَ تَزيدُ فِى العُمرِ وَ تَقى مَصارِعَ السُّوءِ؛
 হযরত মুহাম্মাদ (সাঃ)
✍️“সঠিক স্থানে সদকা প্রদান করা, নেক কাজ করা, পিতা-মাতার প্রতি এহসান করা এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার কারণে দূর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেয়, আয়ু বৃদ্ধি এবং ভবিষ্যত অমঙ্গলকে প্রতিহত করে।”
 
📚 নাহজুল ফাসাহা, পৃঃ নং ৫৪৯, হাদিস নং ১৮৬৯।
 
ইমাম আলী আলাইহিস সালামঃ
كَفِّروا ذُنوبَكُم وَ تَحَبَّبوا اِلى ‏رَبِّكُم بِالصَّدَقَةِ وَ صِلَةِ الرَّحِمِ
 “সদকা প্রদান করে এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে তোমাদের গুনাহগুলোকে দূর করে দাও এবং নিজেদেরকে আল্লাহর প্রিয়ভাজন করে নাও।”
📚 তাসনিফু গুরারুল হিকাম ওয়া দুরারুল কালিম, পৃঃ নং ৩৯৫, হাদিস নং ৯১৫২।
 
হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
الصَّدَقَةُ تَدْفَعُ الْبَلَاءَ وَ هِيَ أَنْجَحُ دَوَاءً وَ تَدْفَعُ الْقَضَاءَ وَ قَدْ أُبْرِمَ إِبْرَاماً وَ لَا يَذْهَب ُبِالْأَدْوَاءِ إِلَّا الدُّعَاءُ وَ الصَّدَقَة
“সদকা বালা-মুসিবত দূর করে দেয় এবং তা সবচেয়ে সফল ঔষুধ। এ সদকা পূর্ব নির্ধারিত আযাব সরিয়ে দেয়। আর সকল ব্যথা-বেদনা ও ব্যাধি, দোয়া ও সদকা দিয়েই দূর হয়।”
📚 বিহারুল আনওয়ার, খণ্ড ৯৩, পৃঃ ১৩৭, হাদিস নং ৭১, বৈরুত প্রিন্ট।
 
ইমাম জাফার ইবনে মুহাম্মাদ আস সাদিক্ব(আঃ):
إستَنزلوا الرِّزقَ بِالصَّدَقَةِ
“সদকা প্রদানের মাধ্যমে তোমরা রিযিক অবতীর্ণ করো।”
 
📚 মান লা ইয়াহ্-দ্বারুহুল ফাক্বিহ, খণ্ড ২, পৃঃ নং ৬৬, হাদিস নং ১৭৩০; আল কাফি, খণ্ড ৪, পৃঃ নং ৩, হাদিস নং ৫, ইসলামিয়া প্রকাশনা, তেহরান; তুহাফল উক্বুল, পৃঃ নং ৬০।
 
ইমাম জাফার ইবনে মুহাম্মাদ আস সাদিক্ব(আঃ):
“এক দিরহাম [=সর্ব নিম্ন পরিমান অর্থ] সদকা দেয়া একদিন রোজা রাখার চেয়েও উত্তম।”
📚 মান লা ইয়াহ্-দ্বারুহুল ফাক্বিহ, খণ্ড ২, পৃঃ নং ৮৪, হাদিস নং ১৭৯৪; সাওয়াবুল আ’মাল, পৃঃ নং ৮২।
 
হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ
أُمِرْتُ أَنْ آخُذَ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِكُمْ فَأَرُدَّهَا فِي فَقُرَائِكُم
“আমি (আল্লাহর পক্ষ থেকে) আদিষ্ট হয়েছি, তোমাদের মধ্যকার ধনীদের কাছ থেকে সদকা ও অনুদান নিয়ে তোমাদের মধ্যকার গরীবদের মধ্যে বিতরণ করবো।”
📚 মুসতাদরাকুল ওয়াসায়িল ওয়া মুসতানবিতুল মাসায়িল, খণ্ড ৭, পৃঃ নং ১০৫, হাদিস নং ৭৭৬২।
 
হযরত ইমাম জাফার আস সাদিক্ব (আঃ):
مَنْ تَصَدَّقَ فى يَوْمٍ اَو لَيْلَةٍ اِنْ كَانَ يَوْمٌ فَيَوْمٌ وَ اِنْ كانَ لَيْلَةٌ فَلَيْلٌ دَفَعَ اللّه ‏ُعَزَّ وَ جَلَّ عَنْهُ الْهَمَّ وَ السَّبُعَ وَ ميتَةَ السُّوءِ؛
“যে ব্যক্তি দিনে অথবা রাতে সদকা প্রদান করে, যদি দিনে হয় তো দিনে আর যদি রাতে হয় তো রাতে, আল্লাহ তার কাছ থেকে দুশ্চিন্তা ও মনঃকষ্ট, হিংস্র প্রাণীর আক্রমন এবং অপমৃত্যু দূর করে দিবেন।”
📚 সাওয়াবুল আমাল, পৃঃ নং ১৪০।
↯↻↯↻↯↻↯↻↯
কেনো ইমামিয়া পাক দরবার শরীফে  সদকাসহ অন্যান্য দান করবেন?
ইমামিয়া পাক দরবার শরীফের আয়ের উৎস ও ব্যয়ের খাত জেনে নিতে ক্লিক করুন 

আপনার নিয়ত মানত, দান ও সদকা প্রদানে ক্লিক করুন

Related Post

ইমাম আলী (আঃ) সম্পর্কে রাসূলুল্লাহ (সা.)-এর কতিপয় হাদীস

Posted by - ফেব্রুয়ারি ১৬, ২০২২
ইমাম আলী(আঃ)সম্পর্কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম)-এর কতিপয় হাদীসঃ عُنْوَانُ صَحِيفَةِ الْمُؤمِنِ حُبُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ. ১.…

নামাজের দশটি গুণাগুণ

Posted by - জানুয়ারি ১০, ২০২০
দো-জাহানের সর্দার নবী পাক হযরত মুহাম্মাদ মুস্তফা(দঃ): “নামাজ দ্বীন ইসলামের খুটি এবং এর মধ্যে দশটি বৈশিষ্ট বিদ্যমানঃ ❶ নামাজী ব্যক্তির…

ইমামের আগমন সন্নিকটে❗

Posted by - আগস্ট ২৮, ২০১৯
ইমামের আগমন সন্নিকটে❗জেগে ওঠো মুমিন মুসলমান…✊ ⚠ কাফিররা যতই ইমামের আগমন ঠেকানোর চেষ্টা করুক না কেন, তিনি সকল অন্ধকারের পর্দা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »