শিক্ষনীয় উক্তি

1171

নীচের উক্তিগুলো শিক্ষনীয় 

তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করুনঃ
1⃣ কলম
2⃣ কদম
2⃣ জিহ্বা

 তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়ঃ
1⃣ নদীর পাড়ের বাড়ি
2⃣ ব্রেক ছাড়া গাড়ি
3⃣ ঘর ছাড়া নারী।

 তিনটি জিনিস একবারই আসেঃ
 মাতা-পিতা
সৌন্দর্য্য
 যৌবন।

 তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় নাঃ
 বন্দুকের গুলি
 মুখের বুলি
 রূহ।

 তিনটি জিনিস মৃত্যুর পরও উপকারে আসেঃ
 নেক সন্তান
 নেক কাজ
 ইলম।

 তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
 চুরি
 চোগলখুরী
 মিথ্যা।

 তিনটি জিনিস নিজের কাছ থেকে দূরে রাখুন
 হিংসা
 অভাব
 সন্দেহ।

 তিনটি জিনিসকে সর্বদা মনে রাখুনঃ
 উপদেশ
 উপকার
 মৃত্যু।

 তিনটি বিষয়কে আয়ত্বে রাখুনঃ
1⃣ রাগ
2⃣ জিহ্বা
3⃣ মন।

 তিনটি বিষয়ের অভ্যাস করুনঃ
1⃣ সততা
1⃣ ভক্তি
1⃣ ভালবাসা

তিনটি বিষয় থেকে দূরে থাকুনঃ
 মিথ্যা
 অহংকার
 অভিশাপ।

মনে রাখবেনঃ
নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়েই হয় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে হয়।

মনে রাখবেনঃ
যে ব্যক্তি আপনার দোষ আপনাকে সরাসরী, একাকী ও গোপনে ধরিয়ে দেয় সে আসল বন্ধু। আর যে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়ায় সে আপনার প্রকৃত শত্রু।

••●✦✦●••

Related Post

অ্যালকোহলের ব্যবহার

Posted by - আগস্ট ১১, ২০১৯
👁👁 অনেকে বলেন, অ্যালকোহল যুক্ত বডি-স্প্রে বা পারফিউম ব্যবহার করা হারাম! অথচ অ্যালকোহল খাওয়া আর অ্যালকোহল ব্যবহার করা দুটি সম্পূর্ণ…

পীর-মুর্শিদ

Posted by - আগস্ট ২৩, ২০১৯
✍ ফার্সি ভাষায় পীর শব্দের বাংলা অর্থ হচ্ছেঃ বৃদ্ধ, মুরুব্বী, অগ্রণী, নেতা, পথ প্রদর্শক প্রভৃতি। পীর শব্দটি কোরআন পাকে নেই। পীর…

প্রশান্তিময় জীবনের সুত্র

Posted by - আগস্ট ২৯, ২০১৯
✍ সুখ মানে অর্থ কিংবা বাড়ী গাড়ীর মালিক হওয়া নয়। সুখ মানে প্রশান্তিময় জীবন। 🍀প্রশান্তিময় জীবনের সুত্রঃ ❓কোন এক বুযুর্গ…

অত্যাবশ্যকীয় আদব

Posted by - আগস্ট ১২, ২০১৯
🌹ইমামিয়া পাক দরবার শরীফের সন্মানিত সকল ভক্ত, আশেকান, মুরিদান ও মুহিব্বিনে আহলু বাইতিন নাবী(সা.)-এর খেদমতে দরবার শরীফের অভ্যন্তরে পালনীয় কতিপয়…

আলাইহিস সালাম ও রাদিআল্লাহু আনহু প্রসঙ্গ

Posted by - আগস্ট ১৮, ২০১৯
আলাইহিস সালাম-এর অর্থ তার উপর সালাম। এ শব্দটা যে শুধুমাত্র নবী-রাসূলদের জন্যে নির্দিষ্ট এর কোন দলীল-প্রমাণ নেই। আমরা সকল ফেরেস্তাদের…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »