শিক্ষনীয় উক্তি

1163 0

নীচের উক্তিগুলো শিক্ষনীয় 

তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করুনঃ
1⃣ কলম
2⃣ কদম
2⃣ জিহ্বা

 তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়ঃ
1⃣ নদীর পাড়ের বাড়ি
2⃣ ব্রেক ছাড়া গাড়ি
3⃣ ঘর ছাড়া নারী।

 তিনটি জিনিস একবারই আসেঃ
 মাতা-পিতা
সৌন্দর্য্য
 যৌবন।

 তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় নাঃ
 বন্দুকের গুলি
 মুখের বুলি
 রূহ।

 তিনটি জিনিস মৃত্যুর পরও উপকারে আসেঃ
 নেক সন্তান
 নেক কাজ
 ইলম।

 তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
 চুরি
 চোগলখুরী
 মিথ্যা।

 তিনটি জিনিস নিজের কাছ থেকে দূরে রাখুন
 হিংসা
 অভাব
 সন্দেহ।

 তিনটি জিনিসকে সর্বদা মনে রাখুনঃ
 উপদেশ
 উপকার
 মৃত্যু।

 তিনটি বিষয়কে আয়ত্বে রাখুনঃ
1⃣ রাগ
2⃣ জিহ্বা
3⃣ মন।

 তিনটি বিষয়ের অভ্যাস করুনঃ
1⃣ সততা
1⃣ ভক্তি
1⃣ ভালবাসা

তিনটি বিষয় থেকে দূরে থাকুনঃ
 মিথ্যা
 অহংকার
 অভিশাপ।

মনে রাখবেনঃ
নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়েই হয় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে হয়।

মনে রাখবেনঃ
যে ব্যক্তি আপনার দোষ আপনাকে সরাসরী, একাকী ও গোপনে ধরিয়ে দেয় সে আসল বন্ধু। আর যে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়ায় সে আপনার প্রকৃত শত্রু।

••●✦✦●••

Related Post

হাফেজ্জী হুজুরের শেষ ওসিয়ত

Posted by - August 23, 2019 0
গত কয়েক দশক ( সত্তর-নব্বই) ধরে বাংলাদেশের সকল সুন্নীপন্থি আলেমদের শিরমনি ছিলেন দেওবন্দী আলেম হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর। তিনি…

হযরত ইব্রাহিম (আঃ) কাকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন?

Posted by - August 11, 2019 0
বিসমিল্লাহির রাহমানির রাহিম।   🔊 কোন কোন মুসলমান ইসলামের বিরোদ্ধে ইহুদীদের অপপ্রচারের ফলশ্রুতিতে এ কথা প্রচার করেন যে, হযরত ইব্রাহীম(আ.),…

উপদেশ প্রার্থী এক ব্যক্তি

Posted by - August 31, 2019 0
🌹উপদেশ প্রার্থী এক ব্যক্তি🌹 ✍️[এক আরব বেদুঈন মদীনা শহরে এসে রাসূলে আকরাম (সা.)-এর খেদমতে হাজির হয়ে আবেদন করলো, “হে আল্লাহর…

অ্যালকোহলের ব্যবহার

Posted by - August 11, 2019 0
👁👁 অনেকে বলেন, অ্যালকোহল যুক্ত বডি-স্প্রে বা পারফিউম ব্যবহার করা হারাম! অথচ অ্যালকোহল খাওয়া আর অ্যালকোহল ব্যবহার করা দুটি সম্পূর্ণ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *