রাসূলের শেষ বংশপ্রদ্বীপ

1106

আল্লাহ’র শেষ প্রমান–
তুমি মাহদী ——
রাসূলের শেষ বংশপ্রদ্বীপ —
তুমি মাহদী ——
হুসাইনের শেষ রক্তধারা —
তুমি মাহদী ——
ইমামতের শেষ ইমাম–
তুমি মাহদী —- (!!)

ফরিয়াদ শোন! হে ইমাম আমার —
ডাকছি তোমায়!হে মাওলা আমার-(!!)

মাহদী, মাহদী, মাহদী
মাহদী, মাহদী, মাহদী

👉জন্মে ছিলে শুক্রবারে —-
ইরাকের সামেরায়….
সেদিনও শুক্রবার হবে —-
যেদিন আসবে এ ধরায়…..(!!)

👉ফাতিমা হতে মাহদী……
বলে গেছেন নবীজি–
করে যদি কেউ অস্বীকার….
ঈমান তাহার রবে কি ? –(!!)

ইমাম আলীর আশীর্বাদ!
হে মাওলা আমার —
আসকারীর পুত্র তুমি! হে ইমামআমার–(!!)

মাহদী, মাহদী, মাহদী
মাহদী, মাহদী, মাহদী

👉আছো তুমি গায়েবাতে….
আল্লা’র ই ইচ্ছায় —
তাহারই হুকুম হলে….
আসবে তুমি এ ধরায় –(!!)

👉বেড়ে গেছে পৃথিবীতে —-
জালেমের শক্তি….
এসে তুমি শেষ করে দাও —-
সকল অপশক্তি.. (!!)

অসহায়ের সহায়! হে ইমাম আমার —
আলোর দিশা! হে মাওলা আমার -(!!)

মাহদী, মাহদী, মাহদী
মাহদী, মাহদী, মাহদী

👉কাঁদো বসে নিরবে ——
কারবালার’ই প্রান্তরে….
প্রকাশিত হবে তুমি—-
ক্বাবা ঘর প্রাঙ্গণে —–(!!)

👉হাতে নিয়ে জুলফিকার…..
দেবে যখন হুংকার —
ধ্বংস হবে অত্যাচার…….
দাজ্জাল-ইয়াজিদ- সিমার–(!!)

দ্রুত এসো ! হে মাওলা আমার –
ফিরে এসো ! হে ইমাম আমার -(!!)

মাহদী, মাহদী, মাহদী
মাহদী, মাহদী, মাহদী

👉আল্লাহ’র শেষ প্রমান…..
তুমি মাহদী ——
রাসূলের শেষ বংশ প্রদ্বীপ…..
তুমি মাহদী ——
হুসাইনের শেষ রক্তধারা……
তুমি মাহদী ——
ইমামতের শেষ ইমাম…..
তুমি মাহদী —–(!!)

ফরিয়াদ শোন ! হে মূর্শীদ আমার–
ডাকছি তোমায়!হে ইমাম আমার–(!!)

মাহদী, মাহদী, মাহদী
মাহদী, মাহদী, মাহদী
মাহদী, মাহদী, মাহদী
মাহদী, মাহদী, মাহদী

ইয়া ইমামে জামান —————

– আজমল হুসাইন জিতু

Related Post

র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

Posted by - সেপ্টেম্বর ৩, ২০১৯
র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !! হঠাৎ ঘোড়ার পা থে‌মে গেল ! এক পাও আর এগু‌চ্ছেনা ! তীব্র দাবদাহ ! মরুর শুষ্কতায়…

ওহী গৃ‌হে আগুন ও প‌রিক্রমা !!

Posted by - জানুয়ারি ৩১, ২০২০
সদ‌্য বি‌য়োগান্ত পিতা ম‌র্মে বিষা‌দের পীড়ন ক্রন্দন ধ্ব‌নি আর প‌বিত্র অশ্রু ফোটার বর্ষণ ! সান্ত্বনার প্রবোধ নেই , কেবলই হতবাক…

অভি‌যোগ ও অনু‌যো‌গে সাজ্জাদ !!!

Posted by - সেপ্টেম্বর ১২, ২০১৯
পর্ব~১  অভি‌যোগ ও অনু‌যোগের স্পৃহার দগ্ধতায় ভে‌সে চ‌লে‌ছি ‌সেই ক‌বে, লালে লাল মরুর লা‌লিমা হ‌তে। মম  ম‌র্মে বিধুর বা‌ষ্পে চরম…

তাঁর শেষ সেজদা

Posted by - আগস্ট ২৬, ২০২০
বলবো তাঁর শেষ সেজদার কথা। তাঁর অন্তর্নিহিত ধ্যান এর কথা। খোদায়ী গোলামীত্তের সে সার কথা। অথচ তোমরা তা বুঝলে না!!…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »