মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না!

1007 0
🚫মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না
 
১. হারাম খাদ্য ভক্ষণকারী।
📚সুনানে বাইহাকী, হাদিস নং ৫৫২০।
 
২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।
📚সহি বুখারী, হাদিস নং ৫৫২৫।
 
৩. প্রতিবেশীকে কষ্ট দানকারী।
📚সহি মুসলিম, হাদিস নং ৬৬।
 
৪. ভাল ও ন্যায় কাজে মাতা- পিতার অবাধ্য সন্তান, দাইউস (পুরুষের বেশ ধারনকারীনি মহিলা)।
📚মুসতাদরাকে হাকিম, হাদিস নং ২২৬।
 
৫. অশ্লীলভাষী ও উগ্রমেজাজী।
📚আবু দাউদ, হাদিস নং ৪১৬৮।
 
৬. অধীনস্থদেরকে ধোঁকা দেয় যে শাসক।
📚সহি বুখারী, হাদিস নং ৬৬১৮।
 
৭. অন্যের সম্পদ আত্মসাৎকারী।
📚সহি মুসলিম, হাদিস নং ১৯৬।
 
৮. উপকার করে খোটা দানকারী, অবাধ্য সন্তান ও
মদ্যপানকারী।
📚সুনানে নাসাঈ, হাদিস নং ৫৫৭৭।
 
৯. চোগলখোর ও গীবতকারী।
📚সহি মুসলিম, হাদিস নং ১৫১।
 
১০. অন্যের পিতাকে নিজের পিতা বলে পরিচয়দানকারী ।
📚সহি বুখারী, হাদিস নং ৬২৬৮।
 
১১. অহংকারী।
📚সহি মুসলিম, হাদিস নং ১৩১।
 
১২. রাসূলুল্লাহ (সা.)- এর আনুগত্য বর্জনকারী।
📚সহি বুখারী, হাদিস নং ৬৭৩৭।
 
১৩. অকারণে তালাক কামনাকারীনি নারী।
📚সুনানে তিরমিজি, হাদিস নং ১১০৮।
 
১৪. দুনিয়াবী উদ্দেশ্যে জ্ঞান অর্জনকারী।
📚আবু দাউদ, হাদিস নং ৩১৭৯।
 
১৫. রিয়াকারী (লোক দেখানো আমলকারী)!
📚সহি মুসলিম, হাদিস নং ৩৫২৭।
 
১৬. ওয়ারিশ থেকে বঞ্চিতকারী।
📚সুনানে ইবনে মাজা, হাদিস নং ২৬৯৪।
↯↻↯↻↯

Related Post

উপদেশ প্রার্থী এক ব্যক্তি

Posted by - August 14, 2019 0
✍️[এক আরব বেদুঈন মদীনা শহরে এসে রাসূলে আকরাম (সা.)-এর খেদমতে হাজির হয়ে আবেদন করলো, “হে আল্লাহর রাসূল (সাঃ)! আমাকে কিছু…

পনেরটি কঠোর আযাব

Posted by - August 16, 2019 0
দয়াল নবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সাঃ) এরশাদ করেছেনঃ ✍“যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা করে তার জন্যে পনেরটি কঠোর আযাব নির্ধারিত…

নফস

Posted by - September 23, 2019 0
বিসমিল্লাহির রাহমানির রাহিম একটি বিখ্যাত হাদিসে উল্লেখ আছেঃ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ  অর্থঃ “যে ব্যক্তি তার নফসকে চিনলো…

হাদিস বর্ণনাকারীদের সম্পর্কে বেলায়েতের সম্রাট ইমাম আলীর বক্তব্য

Posted by - August 18, 2019 0
হাদিস বর্ণনাকারীদের সম্পর্কে ইমাম আলী সালামুল্লাহি আলাইহি-র বক্তব্যঃ ইমাম আমিরুল মুমিনিন আলি ইবনে আবি তালিব সালামুল্লাহি আলাইহি-র কিছু ঐতিহাসিক বক্তৃতা,…

ধর্মীয় জ্ঞানের প্রকারভেদ

Posted by - August 17, 2019 0
বিসমিল্লাহির রাহমানির রাহিম। رسول(ص): العلم علمان علم الادیان و علم الابدان হযরত মুহাম্মাদ (সা.): “ জ্ঞান দুই প্রকার। একঃ ইলমুল…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *