মহররম

583 0

এ হৃদয়ের গহীনে

আছে আরেকটি হৃদয়
সেই হৃদয়ের অস্তীত্ব
আমার স্বপ্ন প্রতিক্ষমান
আমার মূগ্ধতা
তন্ময়ে অবরুদ্ধ।
 
অমিহীন আমিতে
মিশে আছ
শুধুই তুমি।
বিরহ নীলে তুমি অম্লান।
 
হে মহররম,
আবার এসেছো
ফিরে এ ধরায়
স্বপ্নহীনার চোখে
আজ স্বপ্ন জাগে
পাষান হৃদয়েও আজ
ঝর্না ঝরে।
 
হে মহররম,
আবার এসেছো ফিরে
এ ধরায়
তোমার পরাজয়ে আজ
সৃষ্ট হয়েছে জয়
লেবানন থেকে মিশর
লিবিয়া থেকে তিউনিশিয়া
এতো তোমারই অবদান।
 
হে মহররম, আবার এসেছো ফিরে
এ ধরায়
তোমাতেই দেখি আজ
হাজারো বিপ্লব
নিগৃহীত নারীতে
ফিরে আসো তুমি
সাকিনারূপে বারবার।
 
অন্যায়ের বিরুদ্ধে
নারীদের বিক্ষোভে
উন্মাতাল রাজপথ
জয়নাব রূপে
ফিরে আসো তুমি
হে মহররম বারবার।
 
পাশ্চাত্য, জায়নাবাদী
শোষনের বিরুদ্ধে
যখন দেখি
ফিলিস্তিনিদের আত্মদান
তখন তুমি ফিরে আসো
হে মহররম,
আলী আসগার, আলী আকবর
দিয়েছিল তেমনি
তোমাতে আত্মদান।
 
যখন দেখি অত্যাচারি মানুষ
নির্বিচারে নির্যাতিত হয়
স্তুপ জমে লাশের পর লাশ
কাশ্মীরী মুসলমানের
তখন তুমি ফিরো আসো
হে মহররম
উমাইয়্যা, আব্বাসীদের
শোষণের নগ্ন তলোয়ার।
 
যখন দেখি ক্রুসেডের সীমারে
বারবার মার খায় মুসলমান
তখন কেন জাগেনা ঈমান
প্রতিশোধ স্পৃহায়।
হে মহররম,
তখন তুমি কেন
আসনা ফিরে
জিহাদী চেতনায়।
 
যখন দেখি এজিদের ইসলাম
মাথা তোলে বাংলায় তখন কেন আসোনা মহররম
আসোনা কারবালা
হোসেনের বেশে,
এই পিশাচ কবলিত বাংলায়।
হে মহররম,
তোমার বাণী
তোমার শিক্ষা
এ-তো লিখিত হবার নয়।
 
এ বাণী
হৃদয়ের কাগজে লিখিত
চির অবিনাশী
ক্ষয় হবার নয়।
এ বাণী রক্ত মিশ্রিত
তাজা রক্ত দিয়ে লেখা
লাল টকটকে লাল।
 
মরে যাও জীবিত হওয়ার লক্ষ্যে
এ বাণী নিয়ে আসে
মহররম।
হে মহররম,
তুমি আবার এসো
আবার এসো ফিরে
যতদিন রবে
পৃথিবী বহমান।
(আশিক পারভেজ মিনার)

Related Post

বাদশার ও বাদশাহ

Posted by - November 15, 2019 0
বাদশার ও বাদশাহ মোহাম্মদ মোস্তফা সাল্লেআলা তুমি বাদশারও বাদশাহ কামলিওয়ালা।। পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া হ’ল পূন্য বেহেশতী নূরে উজালা।। গুনাহগার…

রাসূলের শেষ বংশপ্রদ্বীপ

Posted by - November 8, 2019 0
আল্লাহ’র শেষ প্রমান– তুমি মাহদী —— রাসূলের শেষ বংশপ্রদ্বীপ — তুমি মাহদী —— হুসাইনের শেষ রক্তধারা — তুমি মাহদী ——…

হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

Posted by - September 7, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৪) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,…

আযর কি হযরত ইবরাহীমের পিতা ছি‌লেন?

Posted by - September 6, 2019 0
বিসমিল্লা‌হির রাহমা‌নির রা‌হিম আল্লাহ তায়ালা সৃ‌ষ্টির এই দু‌নিয়া‌তে তাঁর প্র‌তি‌নি‌ধি স্বরুপ মানব জা‌তি‌কে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন আশরাফুল মাখলুকাত তথা সৃ‌ষ্টির সেরা জীব…

স্মৃতিতে মহররম

Posted by - September 6, 2019 0
স্মৃতিতে মহররম – আশিক পারভেজ মিনার   মহররম নিয়ে লিখতে বসেছি কি লিখবো মহররম নিয়ে আমার কলম স্থির, স্তব্ধ, নির্বাক।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »