মদিনা লুণ্ঠন

870
ইয়াযিদের নির্দেশে ও তার জল্লাদ সেনাবাহিনীর হাতে মদীনা নগরী আক্রমন, লুন্ঠন ও মদীনাবাসীদের নিধন এবং মদীনার কয়েক হাজার নারীকে ধর্ষন, যার ফলে হাজার হাজার জারয সন্তান জন্মলাভ করে, তার ইতিহাস নিচের সুন্নী ঐতিহাসিক গ্রন্থগুলোতে পাওয়া যায়ঃ
 
১। আল কামেল ফিত তারিখ, ইবনে আসির(৫৫৫- ৬৩০ হি.), খন্ড ৪, পৃ. ১১২, ১১৭, ১১৮, ১২০।
 
২। তারিখুল উমাম ওয়াল মুলুক, মুহাম্মাদ ইবনে জারীর তাবারী(মৃত্যু ৩১০ হি.), খন্ড ৪, পৃ. ৩৭৪, ৩৮১, ।
 
৩। আল ইমামাহ ওয়াস সিয়াসাহ, ইবনে কুতাইবা দিনাভারী (২১৩-২৭৬হি.), খন্ড ১, পৃ. ২৩১, ২৩৮, ২৩৯, খন্ড ২, পৃ. ১৫।
 
৪। মুরুজুয যাহাব ওয়া মায়াদিনুল জাওহার, আলী ইবনে হুসাইন মাসউদী (২৮৩-৩৪৬হি.(, খন্ড ৩, পৃ. ৬৯, ৭০।
 
৫। মু’জামুল বুলদান, ইয়াকুত হিমাভী(574-626হি.), খন্ড ২, পৃ. ২৪৯। হাররা শব্দ দ্র.।
 
৬। ইয়াযিদ ও তার নিকৃষ্ট কর্মকান্ডের জন্যে লানত দেয়া যে একটি সওয়াবের কাজ, তা রাসূল(সা.)-এর পবিত্র উক্তি থেকেই স্পষ্ট হয়ে যায়। রাসূল(সা.) বলেছেন: مَنْ أَخَافَ أَهْلَ الْمَدِینَةِ أَخَافَهُ اللهُ وَ عَلَیْهِ لَعْنَةُ اللهِ وَ الْمَلاَئِکَةِ وَ النَّاسِ أَجْمَعِینَ
 
অর্থাত: “যারা মদীনাবাসীদের ভয়-ভীতি দেখাবে তারা যেনো আল্লাহকে ভয় করে এবং তাদের উপর আল্লাহ্, ফেরেস্তা ও সমগ্র মানবতার পক্ষ থেকে লানত বর্ষন হোক।”
 
দেখুন: তারিখুল খুলাফা, আল্লামা জালালুদ্দিন সূযুতি(৮৪৯-৯১১হি.), পৃ. ২৩৩।
 
৭। সাহিহ মুসলিম, কিতাবুল হাজ্ব ,বাবু ফাদলিল মাদিনা, হাদিস নং ১০ ও ১৬।
 
৮। মুসনাদ আহমাদ বিন হাম্বাল, খন্ড ৪, পৃ. ৫৫।
 
৯। কানযুল উম্মাল, আলী ইবনে হিসাম মুত্তাকী হিন্দী(মৃত্যু:৯৭৫হি.), খন্ড ১২, পৃ. ২৪৬, ২৪৭
 
ইয়াযিদের সেনাবাহিনীর মাধ্যমে মদিনা লুন্ঠনের ইতিহাস সমন্ধে আরো বিস্তারিত জানার জন্যে দেখুন:
 
১। তারিখুল মুলক ওয়াল উমাম, মুহাম্মাদ ইবনে জারির তাবারি, খন্ড ৪, পৃ. ৩৭০-৩৮১।
 
২। আল কামেল ফিত্ তারিখ, ইবনে আসির, খন্ড ৪, পৃ. ১১১-১২১।
 
৩। আনসাবুল আশরাফ, আহমাদ ইবনে ইয়াহিয়া বালাযুরী(হিজরী দ্বিতীয় শতাব্দির শেষের দিকে জন্মগ্রহণ করেছেন), খন্ড ৫, পৃ. ৩৩৭-৩৫৫।

Related Post

ইয়ামানে জাসনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

Posted by - নভেম্বর ১০, ২০১৯
দীর্ঘ পাঁচ বছর সৌ‌দি-আমেরিকা জো‌টের চা‌পি‌য়ে দেয়া য‌ুদ্ধ-অব‌রোধের কার‌ণে সৃষ্ট ক্ষুধা-কষ্ট নবী প্রে‌মিক ইয়া‌মেনীদের দমা‌তে পা‌রে‌নি। তাঁরা প্র‌তি বছ‌রের ন্যায়…

সৌদি আরব, আমেরিকা ও ইসরাইলের স্বার্থ রক্ষা করছে

Posted by - আগস্ট ১, ২০১৯
🔊সৌদি আরব, আমেরিকা ও ইসরাইলের স্বার্থ রক্ষা করছে।⬅️   টেলিভিশনে দেয়া এক ভাষণে ইয়েমেনের ইসলামী বিপ্লবের নেতা আব্দুল মালিক হাওসি…

ইরান যে কারণে সিরিয়া কে সমর্থন দিচ্ছে

Posted by - আগস্ট ১৪, ২০১৯
➡️ইরান যে কারণে সিরিয়া কে সমর্থন দিচ্ছে⬅️   👉ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, “সিরিয়া বর্তমানে প্রতিরোধ সংগ্রামের ফ্রন্ট…

ইরানের গণ বিষ্ফোরণ ও তৃতীয় বিপ্লব

Posted by - জানুয়ারি ১২, ২০২০
বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রথম বিপ্লবঃ তাগুতী ও মার্কিনীদের দোসর রেজা শাহ পাহলাভীর রাজত্ব উৎখাত করে ইসলামী বিপ্লবকে সফলতায় পৌছানো। দ্বিতীয়…

ইয়েমেনে সৌদির সামরিক আগ্রাসন

Posted by - আগস্ট ১৪, ২০১৯
👆👆👆ঐতিহাসিক ইয়েমেন দেশটির সামাজিক ও মানবিক সকল অবকাঠামোর উপর আক্রমন চালাচ্ছে হিজাজ দখলকৃত অভিশপ্ত সোউদ পরিবারের শাসিত সরকার সৌদী আরব।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »