???? ওযুর অঙ্গসমূহের কোনটিতে যদি ব্যান্ডিস থাকে তাহলে ব্যান্ডিসের আশ পাশ ধোয়ার পর যদি ব্যান্ডিস পাক থাকে তাহলে হাত ভিজিয়ে তার উপর মাসেহ করতে হবে, তা না হলে ব্যান্ডিস পাক করে নিয়ে তার উপর ভিজা হাতে মুছে নিতে হবে। ব্যান্ডিসের উপর হাত টানার সময় যদি পানি প্রবাহিত করা সম্ভব হয় তাহলে পানি প্রবাহিত করা কর্তব্য। অবশ্য অঙ্গটি ধোয়া বা মাসেহ করার নিয়ত করতে হবে না। কিন্তু যদি পাক করা সম্ভব না হয় তাহলে তার উপর একটা পাক কাপড় রেখে শুধু ভিজা হাত টানতে হবে।
ওযুর অঙ্গসমূহের কোনটি ক্ষত হলে অথবা কোন হাড় ভেঙ্গে গেলে যদি তাতে পানি ঢাললে ক্ষতি না হয় তাহলে ওযু এমনভাবে করতে হবে যেমনটি সুস্থ অবস্থায় করা হয়ে থাকে। মাসেহ করার স্থানে যদি ক্ষত থাকার কারণে মাসেহ করা সম্ভব না হয় তাহলে কোন পাক কাপড় তার উপর রেখে মাসেহ করতে হবে। আর সতর্কতার জন্য সাথে তাইয়াম্মুমও করতে হবে। ????
↯↻↯↻↯
