বিসমিল্লাহ সম্পর্কে জানুন!

1389

•✦✨ আল্লাহর কালাম ✨✦•

❖✨ ﷽ ✨❖

☑ বিসমিল্লাহ আল্লাহর প্রতি ভালবাসা ও নির্ভরতার মূর্ত প্রতীক।
☑ বিসমিল্লাহ শয়তানকে বিতাড়িত করার প্রতীক।
☑ বিসমিল্লাহ মানুষের জীবনের নিরাপত্তা বিধানকারী।
☑ বিসমিল্লাহ কর্মসমূহকে সৌন্দর্যমন্ডিত করে।
☑ বিসমিল্লাহ পবিত্র কোরআনের সূরা সমূহের মুকুট।
☑ বিসমিল্লাহ পুলসিরাত অতিক্রম করার লাইসেন্স।
☑ বিসমিল্লাহ নরকের অগ্নিশিখা সমূহকে নির্বাপিত করে।
☑ বিসমিল্লাহ ব্যাথাসমূহের নিরাময়ক।
☑ বিসমিল্লাহ সমস্যা সমাধানের চাবিকাঠি।
☑ বিসমিল্লাহ কোরআনের চাবিকাঠি।
☑ বিসমিল্লাহ আল্লাহ তা’আলার মহিমান্বিত নাম।
☑ বিসমিল্লাহ প্রার্থনা কবুল হওয়ার শর্ত । [রাসূল(সা.) থেকে বর্ণিত হয়েছে: “যে ব্যক্তির দোয়া বিসমিল্লাহ দ্বারা শুরু হয় তা প্রত্যাক্ষিত হয় না।”]
☑ বিসমিল্লাহ প্রতিটি আসমানী গ্রন্থের সূচনায় রয়েছে।
☑ বিসমিল্লাহ মানুষের অন্তরকে আলোকিত করে।
☑ বিসমিল্লাহ আল্লাহর পূর্ণাঙ্গ নাম।
☑ বিসমিল্লাহ মানুষের আত্মিক রোগ সমূহের নিরাময়ক।
☑ বিসমিল্লাহ আল্লাহর দাসত্ব এবং তার প্রতি নির্ভরশীলতার প্রতীক।
☑ বিসমিল্লাহ আসমানের তালা সমূহের চাবি।

তাই, আসুন! আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ-কর্ম, যেমন: কথাবার্তা, খাওয়া- দাওয়া, লেখাপড়া, ভ্রমন, ঘুম ইত্যাদি কাজগুলো আল্লাহর নাম দিয়ে শুরু করি এবং নিজেদের দেহ ও মনকে তা দ্বারা আলোকিত করি।

Related Post

মুবাহিলার আয়াত

Posted by - আগস্ট ১৪, ২০১৯
•✦✨ ‎بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ‎ ✨✦•‎ فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ…

আয়াতুল কুরসী

Posted by - সেপ্টেম্বর ২৮, ২০১৯
বিসমিল্লাহির রাহমানির রাহিম اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَیُّ الْقَیُّومُ لاَ تَأْخُذُهُ سِنَهٌ وَ لاَ نَوْمٌ لَّهُ مَا فِی السَّمَاوَاتِ…

আল্লাহর ইসমে আযম

Posted by - সেপ্টেম্বর ১৭, ২০১৯
✍️‎[হযরত বারায়া ইবনে আযিব(রাঃ) বলেন, আমি আমিরুল মুমিনিন আলী ‌‎(সালাওয়াতুল্লাহি আলাইহি)-এর ‎খেদমতে‎ আল্লাহর কসম দিয়ে আরজ করলাম, ‎আমাকে আল্লাহর ইসমে…

দরুদ ও সালাম প্রসঙ্গে আল্লাহর কালাম

Posted by - সেপ্টেম্বর ৭, ২০১৯
বিসমিল্লাহির রাহমানির রাহীম। لَقَدْ جَاءكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَّحِيمٌ আরবি উচ্চারণঃ লাক্বাদ জা-আকুম…

তাৎপর্যপূর্ণ কালাম ও আয়াতের শিক্ষা

Posted by - অক্টোবর ৯, ২০১৯
•✦✨ আল্লাহর কালাম ✨✦•   ❖✨بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ ✨❖ 〖أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَٰنُ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »