বাক স্বাধীনতার অধিকার

915 0

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেনঃ

وَ لَقَدْ كَرَّمْنَا بَنِيْ آدَمَ

“নিশ্চয় আমরা আদম সন্তানদেরকে সম্মানিত করেছি।”
(সূরা ইসরা/বনি ইসরাঈল, সূরা নং ১৭, আয়াত নং ৭০)

এখান থেকে আমরা বুঝতে পারি, মানুষকে মানুষ হিসেবে সম্মান করা প্রত্যেক মানুষের মানবীয় দায়িত্ব। এখানে কোন ধর্ম, বর্ণ, গোত্র ও জাতি মুখ্য নয়। মূল বিষয়টি হচ্ছে মানুষ। মানুষ প্রকৃতগতভাবেই সম্মানিত। আর এ সম্মান, যে ব্যক্তি-গোষ্ঠী ভুলণ্ঠিত করে সে মানবতাকেই অসম্মান করে। আর এ অসম্মানের সর্বোচ্চ পর্যায় হচ্ছে হত্যা।

আর স্বাধীনতা হচ্ছে মানবতার ভুষণ। এটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি নেয়ামত। তন্মধ্যে বাক স্বাধীনতা অন্যতম। মত প্রকাশের স্বাধীনতা আধুনিক সভ্যতার অন্যতম উপহার। আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ না থাকলে স্বাধীনতা ও গণতন্ত্রের চর্চা হয় না।

আমরা বুয়েটের ছাত্র আবরারের হত্যাকান্ডকে পর্যবেক্ষনে নিয়ে সকল পক্ষকে স্বাধীনভাবে মত প্রকাশের সুন্দর পরিবেশ সৃষ্টি করা এবং যে কোন কাজের সমালোচনা আমলে নিয়ে দেশ ও জাতিকে সঠিকভাবে উন্নতি ও অগ্রগতির পানে এগিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি।

Related Post

বাংলা নতুন বছরের শুভেচ্ছাবানী ||১৪২৯ বঙ্গাব্দ

Posted by - April 14, 2022 0
বিসমিল্লাহির রাহমানির রাহিম। “ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুবি ওয়াল আবসার ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার ইয়া মুহাও-উইলাল হাওলি ওয়াল আহওয়াল হাওউইল হালানা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *