নারীকুল শি‌রোম‌নি !!

549 0

ওহীর আ‌লোয় স্নাত হ‌য়ে
তু‌মি এসে‌ছি‌লে ধরাত‌লে,
প‌বিত্র নিঃশ্বা‌সে পে‌তে তু‌মি
প‌বিত্রতার সব ঐশীমাখা!
শ্রেষ্ঠত‌মের আদর ও
পরশ তোমায় বু‌লি‌য়ে দি‌তে
জাগ‌তো নবী স্বতঃস্ফুর্তরূ‌পে।
প্রস্ফু‌টিত গোলাপ কুঁ‌ড়ির ম‌তো
সদায় বিলাও সুগন্ধছ‌ড়ি !

তোমারই গর্ভ থে‌কে
আস‌বে যারা শ্রেষ্ঠ হ‌য়ে,
ধন্যা হ‌বে এই পৃ‌থিবী
ভূ‌লোক দ্যূ ‌লোক সব ছা‌ড়ি‌য়ে!
শ্রেষ্ঠত্বের ম‌হিমা ল‌য়ে
জাগ‌বে মা গো বীরকুল সব
তোমা‌রি গৃ‌হে!
ইসলা‌মের ঐ নিগূঢ়তায়
তু‌মি আছো চুপ‌টি ক‌রে,
জ্ঞা‌নের ঐ প্রস্রব‌নের ধারা বইবে,
তা যে তোমা‌ হ‌তে!
নাজাত পা‌বে নারীকুল সব
ধ‌রে য‌দি তোমার আদ‌র্শের ছ‌ড়ি।
নারীকু‌লের শ্রেষ্ঠ তু‌মি
খাতু‌নে জান্নাত ফা‌তেমা জননী!!

*__মাসুদ রানা তরুন।*

Related Post

আশুরার বিপ্লবে নারীদের গৌরবজ্জ্বোল ভুমিকা

Posted by - August 25, 2020 0
ইসলাম নারী ও পুরুষের সন্মিলিত ইতিহাস। ইসলাম গ্রহণকারী প্রথম ব্যাক্তি ছিলেন একজন নারী তথা উন্মুল মুমিনিন হযরত খাদিজা (সা.আ.)। প্রায়…

হযরত ফাতেমা (আ.)-এর শাহাদাত

Posted by - February 3, 2020 0
মহানবী (সা.) ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ-কষ্ট হযরত ফাতেমার অন্তরে প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনাপ্রবাহ তাঁর জীবনটাকে তিক্ত…

হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা-র শাহাদাতের দিন তারিখ

Posted by - September 2, 2019 0
🖤হযরত ফাতিমাতুয্ যাহরা সালামুল্লাহি আলাইহা-র শাহাদাতের দিন তারিখ-এর ব্যাপারে তিনটি বর্ণনা বিভিন্ন ইতিহাসের কিতাবে বর্ণিত হয়েছেঃ🖤   🖊১। আল্লাহর হাবীব…

ইমাম হাসান ইবনে আলী আল আসকারী (আঃ)-এর পবিত্র শাহাদাতঃ

Posted by - November 6, 2019 0
হযরত ইমাম হাসান ইবনে আলী আল আসকারী আলাইহিমাস সালামের পবিত্র শাহাদাতঃ আব্বাসীয় খলিফারা ও তাদের উচ্চ পদস্থ কর্মকর্তারা অবগত ছিল…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »