ধর্মীয় জ্ঞানের প্রকারভেদ

883 0

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

رسول(ص): العلم علمان علم الادیان و علم الابدان

হযরত মুহাম্মাদ (সা.): “ জ্ঞান দুই প্রকার। একঃ ইলমুল আদ্-ইয়ান অর্থাৎ দ্বীনি জ্ঞান বা ফিক্বাহগত জ্ঞান। দুইঃ ইলমুল আব্-দান অর্থাৎ শারিরীক বিদ্যা বা চিকিৎসা বিদ্যা।” (আল হুকমুয্ যাহিরা, পৃঃ নং ৪৯)।

হযরত রাসূলে আকরাম (সা.) বলেছেনঃ “মানব দেহে এ টুকরা মাংশপিন্ড বিদ্যমান (যা সুস্থ থাকলে সমস্ত দেহ তার সুস্থতার মাধ্যমে সুস্থ থাকে এবং যা অসুস্থ হয়ে গেলে সমস্ত দেহ তার অসুস্থতার জন্যে অসুস্থ হয়ে যায়), তার নাম হৃৎপিন্ড।”
(কানযুল উম্মাল, খন্ড ১, পৃঃ নং ২৪৩, হাদিস নং ১২২৩)।

তিনি আরো বলেছেনঃ “মানব দেহে তিনশত ষাটটি শিরা বিদ্যমান।এর মধ্যে একশত আশিটি শিরা চলমান আর বাকি একশত আশিটি শিরা স্থির অবস্থায় আছে। যদি গতিশীল শিরাগুলো স্থির হয়ে যায় তাহলে মানুষ নিশ্চিত দেহত্যাগ করবে এবং তদ্রুপ যদি ঐ স্থির শিরাগুলো চলমান হয়ে যায় তাহলেও মানুষ মৃত্যুবরণ করবে।”
(আল আমালি লি তুসি, পৃঃ নং ৫৯৭, হাদিস নং ১২৪০)।
↯↻↯↻↯‎

Related Post

পনেরটি কঠোর আযাব

Posted by - August 16, 2019 0
দয়াল নবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সাঃ) এরশাদ করেছেনঃ ✍“যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা করে তার জন্যে পনেরটি কঠোর আযাব নির্ধারিত…

উপদেশ প্রার্থী এক ব্যক্তি

Posted by - August 14, 2019 0
✍️[এক আরব বেদুঈন মদীনা শহরে এসে রাসূলে আকরাম (সা.)-এর খেদমতে হাজির হয়ে আবেদন করলো, “হে আল্লাহর রাসূল (সাঃ)! আমাকে কিছু…

নফস

Posted by - September 23, 2019 0
বিসমিল্লাহির রাহমানির রাহিম একটি বিখ্যাত হাদিসে উল্লেখ আছেঃ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ  অর্থঃ “যে ব্যক্তি তার নফসকে চিনলো…

হাদিস বর্ণনাকারীদের সম্পর্কে বেলায়েতের সম্রাট ইমাম আলীর বক্তব্য

Posted by - August 18, 2019 0
হাদিস বর্ণনাকারীদের সম্পর্কে ইমাম আলী সালামুল্লাহি আলাইহি-র বক্তব্যঃ ইমাম আমিরুল মুমিনিন আলি ইবনে আবি তালিব সালামুল্লাহি আলাইহি-র কিছু ঐতিহাসিক বক্তৃতা,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *