দরুদ ও সালাম প্রসঙ্গে আল্লাহর কালাম

2179

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

لَقَدْ جَاءكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَّحِيمٌ

আরবি উচ্চারণঃ লাক্বাদ জা-আকুম রাসুলুম মিন আনফুসিকুম আ’যীযুন আ’লাইহি মা আ’নিত্তুম হারিসুন আ’লাইকুম বিল মু’মিনীনা রউফুর রাহীম”।

 বাংলা অনুবাদঃ তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।
[সুরা তাওবা আ: নং ১২৮]

مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

আরবি উচ্চারণঃ মা কানা মুহাম্মাদুন আবা~ আহাদিম মির রিজালিকুম ওয়ালা-কির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিনা ওয়া কানাল্লাহু বি-কুল্লি শাইয়িন আ’লিমা।”

 বাংলা অনুবাদঃ মুহাম্মদ (সা.) তোমাদের কোন পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।”
[সূরা আহযাব, আঃ নং ৪০]

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

আরবি উচ্চারণঃ ইন্নাল্লহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আ’লান নাবী ইয়া আইয়্যুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।

বাংলা অনুবাদঃ আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান। হে মুমিনরা! তোমরাও নবীর জন্যে দরুদ পাঠাও এবং তাঁর প্রতি সালাম পেশ কর ও তাঁর নির্দেশের অনুগত হও।”
[সূরা আহযাব আ: নং ৫৬]

 

তিনটি মর্যাদাসম্পন্ন দরুদ
➊ সকল গুনাহ থেকে পবিত্র হওয়ার দরুদঃ
✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব(আ:):
*”আল্লাহ কসম! (নিচের) এই দরুদের মাধ্যমে একজন মানুষ সদ্য ভুমিষ্ট শিশুর ন্যায় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়।”*

*〖 صَلَواتُ اللهِ وَ صَلَواتُ مَلائِکَتِهِ وَ أنْبِیائِهِ وَ رُسُلِهِ وَ جَمیعِ خَلْقِهِ عَلی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ السَّلامُ عَلَیْهِ وَ رَحَمهُ اللهِ وَ بَرَکاتُهُ〗*

*উচ্চারণঃ*
〖সালাওয়াতুল্ল-হি ওয়া সালাওয়াতু মালাইকাতিহি ওয়া আম্বয়াইহি ওয়া রুসূলিহি ওয়া জামিয়ি’ খালক্বিহি আলা মুহাম্মাদিউ ওয়া আলে মুহাম্মাদ। ওয়াস্ সালামু আলাইহি ওয়া রাহমাতুল্ল-হি ওয়া বরাকাতুহুহ্ 〗
মাআনিল আখবার, খণ্ড ২, পৃঃ নং ৩৬২।

➋ *যে দরুদ পাঠ করলে এক সপ্তাহ পর্যন্ত একজন মানুষ নিরাপদে থাকেঃ*

❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব(আ:):
*”যে ব্যক্তি শুক্রবারের দিন জুম্মা (অথবা যোহর) নামাজ বাদ তিন বার (নিচের দরুদটি) পড়বে,*

*〖 اَللهمَّ اجْعَلْ صَلَواتَ وَ صَلَواتَ مَلائِکَتِکَ وَ رُسُلِکَ عَلیَ مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ〗*
〖আল্ল-হুম্মাজ্আল সালাওয়াতা ওয়া সালাওয়াতা মালাইকাতিকা ওয়া রুসূলিকা আ’লা মুহাম্মাদিউ ওয়া আলে মুহাম্মাদ 〗
*সে পরের শুক্রবার পর্যন্ত নিরাপদে থাকবে।”*
বিহারুল আনওয়ার, খণ্ড ৯০, পৃঃ নং ৫৬।

➌ *যে দরুদ পাঠ করলে এক সপ্তাহ পর্যন্ত ফেরেস্তারা আপনার জন্যে দরুদ পাঠ করতে থাকেঃ*

❥✦হযরত ইমাম মুহাম্মাদ ইবনে আলী আল বাক্বির(আ:) ও হযরত ইমাম জাফার আস সাদিক্ব(আ:):
*”যে ব্যক্তি শুক্রবারের দিন আসর নামাজ বাদ দশ বার (নিচের দরুদটি) পড়বে,*

*〖 اَللهمَّ صَلِّ عَلی مُحَمَّدٍ الْأوْصِیاءِ الْمَرْضییّنَ بِأَفْضَلِ صَلَواتِکَ وَ بارِکْ عَلَیْهِمْ بِأَفْضَلِ بَرَکاتِکَ وَ عَلَیْهِ وَ عَلَیْهِمُ السَّلامُ وَ عَلی اَرْواحِهِمْ وَ أَجْسادِهِمْ وَ رَحْمَهُ الله وَ بَرَکاتُهُ〗*
〖আল্ল-হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিনিল আওসিয়াইল মারদ্বি-ই-না বিআফদ্বালি সালাওয়াতিকা ওয়া বারিক আলাইহিম। বিআফদ্বালি বারাকাতিকা ওয়া আলাইহি ওয়া আলাইহিমুস্ সালাম। ওয়া আ’লা আরওয়াহ্বিহিম ওয়া আজসাদিহিম ওয়া রাহমাতুল্ল-হি ওয়া বারাকাতুহুহ্〗
*ফেরেস্তারা ঐ ব্যক্তির জন্যে এই শুক্রবার থেকে পরের শুক্রবারের এই সময় পর্যন্ত দরুদ পড়তে থাকে।”*
জামালুল উসবুহ কিতাব দ্রঃ, সাওয়াবুল আ’মাল ওয়া ইক্বাবুল আ’মাল, হাদিস নং ৫৯৮।

‎↯↻↯↻↯‎

Related Post

জুম’আর দিন যামানার ইমামের আত্মপ্রকাশের দিন

Posted by - সেপ্টেম্বর ২০, ২০১৯
•✦✨ আল্লাহর কালাম ✨✦• ❖✨بسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ ✨❖ 〖فَلَمَّا دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوا مِصْرَ إِنْ…

আল্লাহর কালাম

Posted by - আগস্ট ১৩, ২০১৯
•✦ ✨‎بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ‎ ✨‎✦•‎ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ ۖ‎ ‎ ✎বঙ্গানুবাদঃ‎【হে ঈমানদাররা! তোমাদের নিজেদের ব্যাপারে সতর্ক থাকা…

আল্লাহর ইসমে আযম

Posted by - সেপ্টেম্বর ১৭, ২০১৯
✍️‎[হযরত বারায়া ইবনে আযিব(রাঃ) বলেন, আমি আমিরুল মুমিনিন আলী ‌‎(সালাওয়াতুল্লাহি আলাইহি)-এর ‎খেদমতে‎ আল্লাহর কসম দিয়ে আরজ করলাম, ‎আমাকে আল্লাহর ইসমে…

•✦✨ আল্লাহর কালাম ✨✦•

Posted by - জানুয়ারি ২১, ২০২০
❖✨بسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ ✨❖ 〖 *وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »