তু‌মি আছ অস্তিত্বে!!

932

তু‌মি আছ অস্তিত্বে!!

ওরা ব‌লে তু‌মি নেই !
ব‌লে তোমার জন্মই হয়‌নি !
হ‌্যাঁ,বল‌বেই তো !
ওরা তো তোমা‌কে এক ফুৎকা‌রে নি‌ভি‌য়ে দি‌তে চে‌য়ে‌ছি‌লো !
যেম‌নি ক‌রে ও‌দের ধামাচাপায় পিষ্ট হ‌য়ে আ‌ছে সব সত‌্য !
ওরা যে দেয়‌নি রেহাই সর্বশ্রেষ্ঠ সৃ‌ষ্টি মুহাম্মাদ‌কেও !
ফা‌তেমা,আলী,হাসান ,হো‌স‌েইন পে‌রে‌ছি‌লো কি রেহাই পে‌তে?

নির্মমতার শেষ ধাপ‌টি কি প্রয়োগ ক‌রে‌নি ওরা ?
নীল বি‌ষের পেয়ালা আর তাজা রক্তই তো তা‌দের প্রমান!
জয়নুল থে‌কে আসকা‌রিকে  কতটা যন্ত্রনায় বি‌ষের জ্বালায় দগ্ধ ক‌রে পাকা‌পোক্ত ক‌রে‌ছি‌লো ওদের মসনদ তা অ‌ন্ধেরা জা‌নে না ব‌লে তু‌মি মৃত !
তোমার জন্ম হয়‌নি!

প‌বিত্র সত্ত্বাগু‌লোকে দাফন প‌ড়ি‌য়েই তো
নব‌্য ইসলা‌মী লেবাসের সূচনা !

বাঈজীর জলসায় ইসলা‌মের কান্ডারী নামক নেতার চ‌লে শরা‌বের সা‌কি‌তে সা‌কি‌তে বি‌ভোর !
মসন‌দের চেয়া‌রে কত জুলুমর দাগ যে লে‌গে আ‌ছে তা তো গু‌নে শেষ করা যা‌বে না ।
কচুকাঁটা হ‌য়ে‌ছি‌লো কত যে নিরপরাধ উম্মাহ !
সে হিসাব ওরা জা‌নে না !
সিদ্ধ হ‌স্ত‌েই রাঙা মসন‌দের ক্ষমতা চ‌লে !
আর সত‌্য ইসলাম নিভু নিভু করা আতুড় ঘ‌রে !
তেম‌নি করে জয় জয়কা‌রে চল‌ছে ও‌দের ক্ষমতার বিস্তীর্নতা পৃ‌থিবী জু‌ড়ে !

‌কিন্তু ওরা যে জা‌নে না, স‌ত্যের নেই কোন মৃত‌্যু !
ছাইচাপা  দি‌য়ে যতই তা ঢে‌কে রাখা হোক না কেন ,তূ‌ষের আগু‌নের ম‌তো তার তীব্রতা থ‌াকেই!

যেমন ক‌রে ফেরাউ‌ন বা‌হিনী সবত্র প্রহরায় মূসার জন্ম ও বে‌ঁচে যাওয়ার সত‌্য ই‌তিহাস !
যেমন ক‌রে ঈসার দীর্ঘকাল অন্তরা‌লে থাকা !
ঈ‌দ্রিস, খি‌জির ও ই‌লিয়া‌সের মহাকা‌লের  গা‌য়েবাত !
ঠিক তেম‌নি ক‌রে তোমার সে অন্তরা‌লে থাকা !

তু‌মি তেমন ,ঠিক মে‌ঘে ঢাকা আকা‌শে সূর্য যেমন !
প্রবাহ‌বিহীন বাতা‌সেও অ‌ক্সি‌জেন যেমন তু‌মি ঠিক তেমন।

দৃ‌ষ্টির সীমায়ও  ওরা বাঁধ‌তে পা‌রে‌নি তোমায় !
নিঃসীমায় কিভা‌বে বাঁধ‌বে ?
তাই মে‌ঘের আড়া‌লের সূর্যটা র‌য়ে যায় ও‌দের অ‌গোচ‌রে !
অ‌ক্সি‌জেন কি বু‌ঝে না ব‌লে ওরা প্রবা‌হিত বাতাস খু‌ঁজে !
ওরা অন্ধ , মুক ও ব‌ধির !
তাই ও‌দের চো‌খে তু‌মি মৃত !
কিংবা হয়‌নি তোমার জন্ম !!

মাসুদ রানা তরুন ।।
১৬ই শাবান ১৪৪১।

Related Post

এক মহাকা‌লের আবাহন !

Posted by - এপ্রিল ৭, ২০২০
এক মহাকা‌লের আবাহন! সে‌দিন উ‌ঠে‌ছিল সামারায় এক নতুন সূর্য , ভো‌রের আ‌লোয় উদ্ভা‌সিত ছিল প্রকৃ‌তি , চণ্চল হাওয়ায় মা‌তোয়ারা ভ্রম‌রে…

প্রিয় হে বার্তাবাহক মুস‌লিম !!

Posted by - সেপ্টেম্বর ৫, ২০১৯
ডা‌কি‌ছে আমায় ক‌রি‌তে বায়াত বস‌তি জন ঐ কুফায়, ‌বিশ্বাস না‌হি লয় ম‌নে জা‌গে কেবলই সংশয় শংকায়! ইমাম‌বিহীন না‌হি জা‌গে প্রাণ…

চির নিদ্রায় ইমাম হো‌সেইন ও সঙ্গী বাহাত্তর !!

Posted by - সেপ্টেম্বর ২১, ২০১৯
১১ মহররম ! বালুকাময় বিস্তীর্ন মরুভূ‌মি ! শ‌ু‌ষে নেওয়া তাজা র‌ক্তের মা‌ঝে  প‌ড়ে থাকা মস্তক‌বিহীন বাহাত্তরের ‌ছিন্ন‌ভিন্ন দেহ ! ধূলার…

শোকার্ত মায়ের প্রতিক্ষা…

Posted by - সেপ্টেম্বর ৯, ২০১৯
তপ্ত রোদে খোলা আকাশের নিচে সেই কবে থেকে বসে আছে মা, হিসেব মেলানো দুঃসাধ্য। কিই বা আর করবেন আর মা।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »