তিনটি মর্যাদাসম্পন্ন দরুদ

915 0

➊সকল গুনাহ থেকে পবিত্র হওয়ার দরুদঃ

❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব (আঃ):
“আল্লাহ কসম! (নিচের) এই দরুদের মাধ্যমে একজন মানুষ সদ্য ভুমিষ্ট শিশুর ন্যায় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়।” 
〖 صَلَواتُ اللهِ وَ صَلَواتُ مَلائِکَتِهِ وَ أنْبِیائِهِ وَ رُسُلِهِ وَ جَمیعِ خَلْقِهِ عَلی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ السَّلام عَلَیْهِ وَ رَحَمهُ اللهِ وَ بَرَکاتُهُ〗
〖সালাওয়াতুল্ল-হি ওয়া সালাওয়াতু মালাইকাতিহি ওয়া আম্বয়াইহি ওয়া রুসূলিহি ওয়া জামিয়ি’ খালক্বিহি আলা মুহাম্মাদিউ ওয়া আলে মুহাম্মাদ। ওয়াস্ সালামু আলাইহি ওয়া রাহমাতুল্ল-হি ওয়া বরাকাতুহুহ্ 〗
মাআনিল আখবার, খণ্ড ২, পৃঃ নং ৩৬২ 

••●✦✨✦✨✦●••

➋যে দরুদ পাঠ করলে এক সপ্তাহ পর্যন্ত একজন মানুষ নিরাপদে থাকেঃ

❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব(আ:):
“যে ব্যক্তি শুক্রবারের দিন যোহর নামাজ বাদ তিন বার (নিচের দরুদটি) পড়বে,

〖 اَللهمَّ اجْعَلْ صَلَوات وَ صَلَوات مَلائِکَتِکَ وَ رُسُلِکَ عَلی مُحَمَّدٍ وَ آلَ مُحَمَّدٍ〗
〖আল্ল-হুম্মাজ্আল সালাওয়াতা ওয়া সালাওয়াতা মালাইকাতিকা ওয়া রুসূলিকা আ’লা মুহাম্মাদিউ ওয়া আলে মুহাম্মাদ 〗

সে পরের শুক্রবার পর্যন্ত নিরাপদে থাকবে।”
বিহারুল আনওয়ার, খণ্ড ৯০, পৃঃ নং ৫৬ 
••●✦✨✦✨✦●••

➌যে দরুদ পাঠ করলে এক সপ্তাহ পর্যন্ত ফেরেস্তারা আপনার জন্যে দরুদ পাঠ করতে থাকেঃ

❥✦হযরত ইমাম জাফার আস সাদিক্ব(আ:) ও ইমাম মুহাম্মাদ ইবনে আলী আল বাক্বির(আ:):
“যে ব্যক্তি শুক্রবারের দিন আসর নামাজ বাদ দশ বার (নিচের দরুদটি) পড়বে,

〖 اَللهمَّ صَلِّ عَلی مُحَمَّدٍ الْأوْصِیاءِ الْمَرْضییّنَ بِأَفْضَلِ صَلَواتِکَ وَ بارِکْ عَلَیْهِمْ بِأَفْضَلِ بَرَکاتِکَ وَ عَلَیْهِ وَ عَلَیْهِمُ السَّلامُ وَ عَلی اَرْواحِهِمْ وَ أَجْسادِهِمْ وَ رَحْمَهُ الله وَ بَرَکاتُهُ〗
〖আল্ল-হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিনিল আওসিয়াইল মারদ্বি-ই-না বিআফদ্বালি সালাওয়াতিকা ওয়া বারিক আলাইহিম। বিআফদ্বালি বারাকাতিকা ওয়া আলাইহি ওয়া আলাইহিমুস্ সালাম। ওয়া আ’লা আরওয়াহ্বিহিম ওয়া আজসাদিহিম ওয়া রাহমাতুল্ল-হি ওয়া বারাকাতুহুহ্〗

ফেরেস্তারা ঐ ব্যক্তির জন্যে এই শুক্রবার থেকে পরের শুক্রবারের এই সময় পর্যন্ত দরুদ পড়তে থাকে।”
 জামালুল উসবুহ কিতাব দ্রঃ, সাওয়াবুল আ’মাল ওয়া ইক্বাবুল আ’মাল, হাদিস নং ৫৯৮।
••●✦✨✦✨✦●••
‎↯↻↯↻↯

Related Post

দুরুদ-এ-কারবালা

Posted by - August 26, 2022 0
💞দূরুদে কারবালা💞 মহররমের চাঁদ উঠেছে চেয়ে দেখো মুসলমান (২) ইমাম হুসাইনের আহবান ডাকছে শহীদের ময়দান… চলরে মন যাইরে চল কারবালার…

নাহ্জুল বালাগ্বা থেকে আল্লাহর পরিচয়

Posted by - December 6, 2019 0
আল্লাহর অস্তিত্বের বিষয়ে হযরত আলী বিন আবি তালিবের একটি বক্তব্য প্রণিধানযোগ্য। বিষয়ের গুরুত্বের কারণে নাহ্জুল বালাগ্বা গ্রন্থে সংকলিত উক্ত বক্তব্যের…

ইমামিয়া তরিকার মিলাদ শরীফ

Posted by - January 10, 2020 0
🔻বিসমিল্লাহির রাহমানির রাহীম।🔻 https://ipdsbd.net/wp-content/uploads/2019/08/মিলাদ-online-audio-converter.com_.mp3 ✔️“লাক্বাদ জা-আকুম রাসুলুম মিন আনফুসিকুম আ’যীযুন আ’লাইহি মা আ’নিত্তুম হারিসুন আ’লাইকুম বিল মু’মিনীনা রউফুর রহীম।” (সূরা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *