তাহাজ্জুদ নামাজ

1008 0

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

✳️তাহাজ্জুদ নামাজ সর্বমোট ১১ রাকাত= ৮ রাকাত তাহাজ্জুদের নফল নিয়ত করে + ২ রাকাত শাফ’-এর নিয়তে +১ ‎রাকাত বেতের নিয়ত করে আদায় করা।

✳️তাহাজ্জুদ নামাজের এই ১১ রাকাতের পুরোটাই নফল নামাজ। তাই, নিয়তের সময় মনে রাখতে হবে যে, আপনি ‎তাহাজ্জুদের নফল নামাজ পড়ছেন।

✳️আপনি প্রথমে দুই দুই রাকাত করে মোট আট রাকাত তাহাজ্জুদের নফল নামাজের নিয়ত করে আদায় করবেন।
অতঃপর দুই রাকাত শাফ’-এর নিয়ত করে আদায় করবেন।
সর্বশেষে এক রাকাত বেতেরের নিয়ত করে আদায় করবেন।

✳️সকল দুই রাকাত, তিন রাত ও চার রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে রুকুতে যাবার পূর্বে কুনুত (দাড়িয়ে হাত তুলে ‎মুনাজাত করা) করতে হয়। কিন্তু বেতের নামাজের ঐ প্রথম রাকাতেই রুকুতে যাবার পূর্বে কুনুত করতে হয়।

✳️আর জুম্মা নামাজের দুই রাকাতের উভয় রাকাতেই কুনুত আছে। প্রথম রাকাতে রুকুতে যাবার পূর্বে এবং দ্বিতীয় ‎রাকাতে রুকু থেকে উঠার পর ও সেজদাতে যাবার পূর্বে কুনুত করতে হয়।

✳️আর মনে রাখবেন, নামাজের মধ্যে কুনুত করা ফরজ নয়। এটি একটি মুস্তাহাব কাজ।

আল্লাহ আমাদের সঠিকভাবে রাসূলের নির্দেশিত পথে ইবাদত করার তৌফিক দিন।

বি. দ্র.: তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত মধ্য রাত থেকে ফজর নামাজের ওয়াক্ত ‎শুরুর আগ পর্যন্ত। মধ্য রাতের অর্থ রাত বারটা নয়। বরং সূর্যাস্ত থেকে ফজর নামাজের শুরুর এই সময়কে দুই ভাগ করলে তার ‎মধ্যবর্তি সময়কে শরীয়তের দৃষ্টিতে বলা হবে মধ্যরাত। ‎
‎↯↻↯↻↯‎

Related Post

আখেরাতের ব্যাংকে ব্যালেন্স

Posted by - August 17, 2019 0
সময়ের মূল্য বুঝে আখেরাতের ব্যাংকে ব্যালেন্স বাড়ানোর কিছু উপায়ঃ ★১ বছরের মূল্য বুঝতে চান ? 🔸-তাকে জিজ্ঞেস করুন, যে পরীক্ষায় পাশ…

প্রাত্যহিক বিশেষ নফল নামাজ

Posted by - September 20, 2019 0
🌻শনিবার দিনের বিশেষ নফল নামাজ🌻 ‎🌸✨ যে ব্যক্তি নিম্ন নিয়মে চার রাকাত নামাজ শনিবারের দিনে আদায় করবে ‎আল্লাহ তায়ালা তাকে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *