তশ‌রি‌ফে মাওলা আলী (আঃ)

1170

🌹 তশ‌রি‌ফে মাওলা আলী (আঃ) !! ❤

আকা‌শে ঘণ‌ঘোর পুল‌কের র‌শ্মি
ধরণী‌তে ব‌হে হর‌ষের নাচন ,
শুভ মহর‌তে কাঁপ‌ছে প্রাচীর
কাঁপ‌ছে দ‌খিন কো‌ণের প‌বিত্র ঘর !
ঘণ প্রস্তর প্রাচীর ঘে‌ষে ঘে‌ষে মা
তওয়া‌ফে তওয়া‌ফে খু‌ঁজে ফে‌রে নীড়
প্রসব বেদনার্ত মা পায় আশ্রয় হ‌য়ে কাবা ব‌্যাকুল ও অধীর !

স্ব‌র্গের দ‌্যাূতি ‌দোলা‌নো ছ‌ন্দে
কো‌লে ক‌রে মা আ‌লো‌কিত মুখ,
ঊষার র‌ঙে রাঙা‌য়িত আজ অনুরণ‌নে সব মাখলুক !
রৌশ‌নে জ্বলসা‌নো দ‌্যাূ‌তিময় সত্তার হ‌লো তশ‌রিফ,
রাঙা র‌বি হে‌সে উ‌ঠে ক‌রি‌লো সব প্রাণবন্ত সজীব !

ত‌ন্ত্রে ম‌ন্ত্রে মু‌মিন অন্ত‌রে জা‌গে হর‌ষের নাচন,
বিষা‌দের আঁধার কে‌ঁটে ব‌হে আনন্দ আ‌লোর প‌রিস্ফুটন!
উজ্জ্বী‌বিত নূর প্রিয় মুহাম্মাদ জা‌গে পুল‌কিত শিখার শীর্ষ বিন্দু‌তে,
একই নূ‌র হ‌তে সৃ‌ষ্টি যে আজ মিল‌বে  মিলন স‌ন্ধি‌তে!
এ‌তো আর কিছু নয়‌ যে তা একই বৃ‌ন্তে ফোটা দু‌টি ফুল ,
ওয়া‌হি‌দের নূর যে সেথা আলী ও মুহাম্মাদ রাসুল!

মু‌মিন অন্তর জাগে সদা জ‌পে আলী ও রাসুল,
কও‌মে কও‌মে জা‌গে স্পৃহা হ‌য়ে বলীয়ান ও ব‌্যাকুল!
আলী‌তেই বিভা‌জিত  মু‌মিন মুনা‌ফিক ক‌হে প্রিয় রাসুল,
আলী যে দি‌কে যায় সত‌্য সে দি‌কেই রয়
ইহা‌তে নয়‌কো কোন ভুল !

আলী‌তে আরশ আলী‌তে হাশর
আলী‌তে পুল‌সিরাত ,
এক লহমায় দি‌বে পা‌ড়ি য‌দি ধ‌রো আলীর দরজায় !
আলীর মদদ বি‌নে কভূ হয়‌নি ইসলাম প্রতি‌ষ্টিত প‌রিপূর্ণ ,
তাই‌তো আজ আলী বি‌নে  উম্মতের ঈমান হ‌য়ে‌ছে বিদীর্ন!
আলী কভূ নয়‌কো মৃত নয়‌কো কভূ নির্জীব
মু‌মি‌নের অন্তরে  রয় সদা  আলীর বুলন্দ তশ‌রিফ !!

____মাসুদ রানা তরুন ।।

Related Post

তাঁর শেষ সেজদা

Posted by - আগস্ট ২৬, ২০২০
বলবো তাঁর শেষ সেজদার কথা। তাঁর অন্তর্নিহিত ধ্যান এর কথা। খোদায়ী গোলামীত্তের সে সার কথা। অথচ তোমরা তা বুঝলে না!!…

রাসূলের শেষ বংশপ্রদ্বীপ

Posted by - নভেম্বর ৮, ২০১৯
আল্লাহ’র শেষ প্রমান– তুমি মাহদী —— রাসূলের শেষ বংশপ্রদ্বীপ — তুমি মাহদী —— হুসাইনের শেষ রক্তধারা — তুমি মাহদী ——…

খ‌রি‌দে কারবালা !!

Posted by - সেপ্টেম্বর ৭, ২০১৯
ও‌হে , বনু আসাদ ! কি‌নতে চাই মোর সমা‌ধির চৌহ‌দ্দি ‌দে‌বে কি আমায় ? ষাট হাজার দিরহা‌মের কেনা দা‌মে সাজা‌বো…

হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

Posted by - সেপ্টেম্বর ৭, ২০১৯
হুসাইন(আ:) কে? (পর্ব-৪) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,…

There are ২ comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »