কয়েকটি ফলপ্রসূ বিশেষ আমল

2023 0

🔳বিশেষ🤲আমল ১

প্রাচুর্য ও আয় রোজগার বৃদ্ধির জন্যে নিচের আমলটি ফলপ্রসূঃ*
দুই রাকাত নামাজ পড়বে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর পনের বার সূরা ক্বুরাইশ তিলাওয়াত করবে। অতঃপর সালাম পাঠের পর দশ বার মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দরুদ পাঠাবে। দরুদের পর সেজদায় গিয়ে বলবেঃ
“আল্ল-হুম্মা আগ্বনিনি বি-ফাদ্বলিকা আ’ন খালক্বিক।”
(বিহারুল আনওয়ার, খন্ড ৮৮, পৃঃ নং
৩৫৯)।
‎↯↻↯↻↯‎

🔳বিশেষ🤲আমল ২

🌺 মুদ্ব্-ত্বার ও কুন ফাইয়াকুন-এর নামাজঃ

🌹 খুবি গুরুত্বপূর্ণ ও বড় বড় হাজত পূরণের জন্যে দুই দুই রাকাত করে মোট চার রাকাত নামাজ আদায় করুনঃ
🌷 প্রথম রাকাতে সূরা ফাতিহার পর পঁচিশ বার বলুনঃ
🌸 اُفَوِّضُ امری اِلَی اللهِ اِنَّ اللهَ بصیرٌ بِالعِبادِ
“উফাও-উইদ্বু আম্-রি ইলাল্লহি ইন্নাল্লহা বাসিরুম বিল-ইবা-দ।”
🌷 দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর পঁচিশ বার পড়ুনঃ
لا اِلهَ اِلّا اَنتَ سُبحانَکَ انّیِ کُنتُ مِنَ الظَّالِمینَ فَاستَجناهُ لَهُ وَ نَجَّیناهُ مِنَ الغَمِّ وَ کَذلِکَ نُنجِی المُؤمنینَ
“লা-ইলাহা ইল্লা আন্তা সুব্-হানাকা ইন্নি কুন্তু মিনায্ যলিমিন। ফাস্তাজাবনাহু লাহু ওয়া নাজ্জাইনা-হু মিনাল্ গ্বাম্মি ওয়া কাযালিকা নুন্-জিল মুমিনিন।”
🌻তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর পঁচিশ বার পড়ুনঃ
حَسبِیَ اللهُ وَ نِعمَ الوَکیلُ
“হাসবিয়াল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।”
💐 চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর পঁচিশ বার পড়ুনঃ
لا حول وَ لا قُوَّةَ اِلّا بِاللهِ العَلیِّ العَظیمِ
“লা-হাওলা ওয়া লা ক্বু-ওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযিম।”
নামাজের সালামের পর পঁচিশ বার দরুদ পাঠ করে হাজত কামনা করুন। ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে।
📚খুতুম ওয়া আযকার, খণ্ড ১, পৃঃ নং ২৩০।
↯↻↯↻↯

Related Post

সন্তান লাভের তদবির

Posted by - September 17, 2019 2
✔”সূরা আলে ইমরান-এর ৩৭ নং আয়াত এবং ✔সূরা আল্ আন্বিয়া-এর ৮৯ নং আয়াত নামাজের সিজদাতে পাঠ করুন। 🤲আল্লাহ অতি দ্রুত…

শুক্রবার দিনের বিশেষ আমল

Posted by - February 28, 2020 0
আবারো ঘুরে এলো, আরেকটি শুক্রবার। দয়াল ইমামের আত্মপ্রকাশের পবিত্র দিন। ইমামের বিরহে ভক্তদের বেদনাসিক্ত মনের কথা ব্যক্ত করার দিন।  ❤ একদিকে…

ঋণ আদায় ও পরিশোধের দোয়া

Posted by - January 27, 2020 0
✳ হযরত আল্লামা তাবারসী(রহঃ) বলেছেন, হযরত হুসাইন ইবনে খালিদ বলেনঃ *“আমি মানুষের কাছে তিন লক্ষ দেরহাম পাই এবং অনেকে মোট…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *