- ফজর, মাগরিব ও এশার নামাজে জোরে জোরে কেরআত পড়তে হয়। যোহর ও আসর নামাজে আস্তে আস্তে পড়তে হয়।
- ক্বাজা নামাজের নিয়তে শুধু ক্বাজা শব্দ যোগ হবে, আর অন্য সব কিছু ঠিক থাকবে। তাকবিরাতুল ইহরাম ও অন্যান্য তকবির তো অবশ্যই দিতে হবে। তবে ক্বাজা নামাজের পূর্বে আযান ও ইক্বামত দেয়া যাবে না।
- ক্বাজা নামাজের ক্বেরাআত (জোড়ে ও আস্তে পড়ার ক্ষেত্রে) ওয়াক্তের মধ্যে নামাজের মতই হবে। কোন পার্থক্য নেই।
