ক্বাজা নামাজ আদায়ের নিয়ম

1476 0
  • ফজর, মাগরিব ও এশার নামাজে জোরে জোরে কেরআত পড়তে হয়। যোহর ও আসর নামাজে আস্তে আস্তে পড়তে হয়।
  • ক্বাজা নামাজের নিয়তে শুধু ক্বাজা শব্দ যোগ হবে, আর অন্য সব কিছু ঠিক থাকবে। তাকবিরাতুল ইহরাম ও অন্যান্য তকবির তো অবশ্যই দিতে হবে। তবে ক্বাজা নামাজের পূর্বে আযান ও ইক্বামত দেয়া যাবে না।
  • ক্বাজা নামাজের ক্বেরাআত (জোড়ে ও আস্তে পড়ার ক্ষেত্রে) ওয়াক্তের মধ্যে নামাজের মতই হবে। কোন পার্থক্য নেই।

Related Post

আযানের মাসআলা

Posted by - October 6, 2019 0
মাসআলাঃ আযান ও ইক্বামত, জামায়াত অথবা ফুরাদা, কোন নামাজের জন্যেই ফরজ নয়। মূলতঃ আযান ও ইক্বামত নামাজের অংশ নয়। জামায়াত…

আল-কোরআন ও হাদীসের আলোকে ইফতারের সহিহ্ সময়সীমা

Posted by - March 24, 2023 0
রোযা সম্পর্কে কয়েকটি তাৎপর্যপূর্ণ আয়াত: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ…

যাকাত আদায়

Posted by - February 16, 2022 0
নয়টি বস্তুর উপর যাকাত আদায় করা ফরজ। এগুলোর প্রত্যেকটির পৃথক পৃথক নেসাব আছে, যা পূর্ণ হলেই মাত্র যাকাত দেয়া ফরজ।…

হারাম ও মাকরুহ রোযা

Posted by - June 1, 2022 0
হারাম ও মাকরুহ রোযাঃ👇 ☆ ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন রোযা রাখা হারাম এবং যেদিন কেউ জানে না যে,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »