কোরআন পড়ার সহজ উপায়

722 0

তিনটি বিষয়ের ব্যবহার জানলে কোরআন পড়া সহজ হয়

  • হরফ
  • হরকত
  • মোরাককাব

উপরের কথাগুলোর প্রতিধ্বনি এখনো আমাদের কানে রণিত হয়। আমাদের সেই প্রিয় মানুষটি মুনির সাহেব আর আমাদেরকে পড়াতে পারবেন না। কিন্তু তার রেখে যাওয়া শিক্ষার আলো নিয়ে অনাদিকাল পর্যন্ত বর্তমান ও অনাগত প্রজন্ম এগিয়ে যাবে কোরআন শিক্ষার আলো নিয়ে। এ আলো বাংলার ঘরে ঘরে পৌছে যাবে কোন একদিন ইনশাআল্লাহ। তাঁর আশা ও ইচ্ছা ছিল এটা। তিনি আসমানের উচ্চ স্থান থেকে আমাদের অবলোকন করছেন। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন। *তাঁর রেখে যাওয়া পথে চলার জন্যে কোরআন শিক্ষার প্রতি তাঁর সকল ভক্তদের আহ্বান করছি।*


তাঁর সাথে শেষ সাক্ষাতের সময় তাঁর সুস্থ হবার ব্যাপারে একটা কথা তিনি বারবার বলেছেনঃ*“আপনারা আমাকে না, আল কোরআনকে বাঁচান, আল কোরআনকে বাঁচান।”*


খুব তাড়াতাড়িই চলে গেলেন তিনি। তাঁর নিষ্ঠুর ও পাষাণ স্ত্রী ও সন্তাররা ইয়াযিদী উম্মাদনায় তাঁর প্রতি যে অকথ্য ও নিষ্ঠুর নির্যাতন ও নিপিড়নের মাধ্যমে তাঁকে উদ্দেশ্যমূলকভাবে যথেষ্ঠ চিকিত্‍সা সেবা থেকে বঞ্চিত করেছিল, আমরা তার নিন্দা জ্ঞাপন করছি।*চীরকালের জন্যে চলে গেলেন তিনি।* এ নশ্বর পৃথিবীর এটাই পরিণতি। কেউ না চিনলেও আমাদের মত ভক্তরা তাঁর অভাব অনুভব করবো চীরদিন।

Related Post

সূরা “আল কাওসার”-এর অনুবাদ

Posted by - September 2, 2019 0
(আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে)।…

সূরা আল-মাসাদ

Posted by - August 15, 2019 0
সূরা “আল মাসাদ”- এর অনুবাদঃ (আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম…

সূরা আন-নাস

Posted by - August 15, 2019 0
সূরা “আন নাস”-এর অনুবাদঃ (আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান…

সূরা আল মাউন-এর অনুবাদ

Posted by - February 25, 2020 0
 بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ   (বলো! আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রহিম (অসীম…

There are 1 comments

  1. মহান আল্লাহ উনাকে জন্নাত নসীব করুন এবং আমাদের কোরআনিক শিক্ষার মাধ্যমে উনার স্বপ্নকে বাস্তবায়ন করুন।

    Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *