কে এলো কে এলোরে

594

কে এলো কে এলোরে

ছুটলো খুশির ফোয়ারা ||

আজ দুনিয়া হোলো যে রঙিন,

আসমান মাতোয়ারা |||

বেহেশতের ই ফুল মা ফাতেমা জাহারা |||

রাসুল আর খাদিজার নয়নমনি ||

মারেফাতের গুপ্ত খনি,

এই এ দিনে জন্ম নিয়ে খুলে দিল নুরেই ধারা।

আজ দুনিয়া হোলো যে রঙিন,

আসমান মাতোয়ারা |||

বেহেশতের ই ফুল মা ফাতেমা জাহারা |||

মাওলা আলীর মুকুট মনি ||

ইমামতের ধারনকারিনী

এই এ ধরায় খুলে দিল হেদায়েতের ধারা।

আজ দুনিয়া হোলো যে রঙিন,

আসমান মাতোয়ারা |||

বেহেশতের ই ফুল মা ফাতেমা জাহারা |||

সৃষ্টি ও স্রষ্টার মধ‍্যমনি ||

আল্লাহ তায়ালার কাউসার তিনি।

দূর্গতীনাশিনী, মহাবিজয়া সকল প্রাপ্তির ধারা।

আজ দুনিয়া হোলো যে রঙিন,

আসমান মাতোয়ারা |||

বেহেশতের ই ফুল মা ফাতেমা জাহারা |||

_মোঃ ফয়েজ ইবনে জাফর

 

Related Post

হায় আফ‌সোস ! হায় !!

Posted by - অক্টোবর ৬, ২০১৯
আর কত পথ ! আর কত দূর ! শহর থে‌কে শহ‌রে , গ্রা‌ম থে‌কে গ্রা‌মে ! ‌হেঁটে হেঁটে ক্লান্ত !…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - জুলাই ৩০, ২০২২
এক: কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান হয়ে যান।…

ইমাম হুসাইন

Posted by - সেপ্টেম্বর ১, ২০১৯
সীমানার প্রাচীর পেরিয়ে অসমাপ্ত পথের সন্ধানে নিঃশব্দ নিস্তব্ধতায় সত্য-অসত্যের ফয়সালায় অহর্নিশ একজন চলে অবিচল গতীতে অবরুদ্ধ সত্যকে মুক্তির স্বাধীনতায় প্রিয়জনের…

চেতনার কথা !!

Posted by - সেপ্টেম্বর ৮, ২০১৯
আজ বল‌বো সে কথা , বল‌বো সে চেতনার কথা ! ‌যে চেতনার আগু‌নে জ্বল‌সিত, ‌যে প্র‌তি‌শো‌ধের স্পৃহায় প্র‌তি‌নিয়ত দগ্ধ আজ…

ক’ফোটা জল !!

Posted by - আগস্ট ২৯, ২০২০
বি‌কেল গ‌ড়ি‌য়ে সন্ধ্যা প্রায়। কোথাও যেন খুঁজে পাওয়া যা‌চ্ছে না। হন্য হ‌য়ে খুঁজ‌ছে সবাই। নাহ… কোথাও নেই? কিন্তু সংখ্যাটা যে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »