কিছু বিশেষ বৈশিষ্ট যা এককভাবে ইমাম হুসাইনের জন্যেই নির্দিষ্ট

991
🌗১. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি মাত্র ছয় মাস মায়ের গর্ভে ছিলেন।
 
🌗২. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি কোন নারীর দুগ্ধ পান করেন নাই। তাঁর খাদ্য একমাত্র রাসূলে আকরাম (সা.)-এর মাধ্যমেই সম্পন্ন হতো।
 
🌗৩. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যার জন্মেতে তাঁর সম্মানিত পিতা-মাতা, নানাজান ও অন্যান্য নিকটবর্তি লোকেরা ক্রন্দন করেছেন।
 
🌗৪. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি যুদ্ধের ময়দানে শাহাদাতের সুধা পান করেছেন।
 
🌗৫. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যাঁকে “দোয়া তাওয়াসসুল”-এ (ایّها الشهید) (আইয়্যুহাশ শাহিদ)=(হে মহান শহীদ!) নামে আহ্বান করা হয়। যদিও আমাদের সকল ইমামরা শহীদ হয়েছেন।
 
🌗৬. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি তাঁর জীবদ্দশায় দুই শহীদ পুত্রের পিতা হয়েছিলেন। একজন আলী আকবার আর অন্যজন আলী আসগার।
 
🌗৭. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম যাঁর চল্লিশা এবং চল্লিশার যিয়ারতনামা আছে।
 
🌗৮. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার পবিত্র কবর দশ বারেরও বেশী বিভিন্ন জালেম শাসকদের হাতে বিনষ্ট হয়েছে, যেনো এ কবরের কোন চিহ্ন অবশিষ্ট না থাকে। কিন্তু এত কিছুর পরও তা মাথা উঁচু করে দাড়িয়ে আছে।
 
🌗৯. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যাকে জানাযার গোসল ও কাফনের কাপড় ছাড়াই দাফন করা হয়েছে।
 
🌗১০. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার পবিত্র মাথা তাঁর পবিত্র দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল।
 
🌗১১. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যিনি পিপাষার্ত অবস্থায়, হাজারো তলোয়ার, তীর, বল্লম ও পাথরের আঘাতে জর্জরিত হয়ে শাহাদাত বরণ করেছেন।
 
🌗১২. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার শাহাদাতের পর তাঁর পরিবার ও স্বজনদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।
 
🌗১৩. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার পিতা-মাতা উভয়েই ছিলেন ইসমতের অধিকারী এবং যার বংশ থেকে ইমামতের ধারা অব্যাহত আছে।
 
🌗১৪. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যিনি আরবী যে মাসে জন্মগ্রহণ করেছেন সে মাসে অন্য কোন মাসুম ব্যক্তির শাহাদাত হয়নি। আবার যে মাসে তিনি শাহাদাত বরণ করেছেন সে মাসে অন্য কোন মাসুম ব্যক্তির জন্ম হয়নি।
 
🌗১৫. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার কবরস্থ ভুমির মাটি খাওয়াতে কোন আপত্তি নেই।
 
🌗১৬. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার মাযারের গম্বুজের নীচে দোয়া অবশ্যই কবুল হয়।
 
🌗১৭. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যাঁর জন্যে যামানার ইমাম দৈনিক অন্তঃতপক্ষে দুইবার করে কাঁদেন!
 
🌗১৮. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যাঁর নাজাতের কিস্তির গতি ও বিস্তৃতি অন্যান্য সকল ইমামদের চেয়ে বেশী।
 
🌗১৯. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, বেহেস্তের একটি দরজা যাঁর নামে নামকরণ করা হয়েছে। নামটি হচ্ছে (باب الحسین) (বাবুল হুসাইন)= (হুসাইনের দ্বার)।
 
🌗২০. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যিনি ক্বিয়ামতের দিনে অন্য সব নবী-রাসূল ও ইমামদের চেয়ে বেশী মানুষের শাফায়াত করবেন।

Related Post

হজ্জ্ব এবং ওমরাহ করা কি মানবিক?

Posted by - সেপ্টেম্বর ২৩, ২০১৯
হজ্জ করা কি মানবিক ? প্রসঙ্গঃ বর্তমান প্রেক্ষাপট মমতাময় আল্লাহর স্মরণ এবং রাসূল ও তাঁর প্রিয়জনদের প্রশান্তি কামনায়.. ১# আপনার…

পবিত্র মাথা মুবারকগুলোর সাথে রক্ত পিপাসুরা…

Posted by - সেপ্টেম্বর ১৩, ২০১৯
আশুরার দিনে ইয়াযিদ (লানাতুল্লাহি আলাহি) ও ইয়াযিদী (লানাতুল্লাহি আলাহি) বাহিনী, রাসূলের পবিত্র আহলে বাইত ও তাঁদের খাস অনুসারীদেরকে নির্মমভাবে খুন…

ইয়াজিদ কি চেয়েছিল?

Posted by - আগস্ট ২, ২০২৩
মহররমের শোক-কথা (পর্ব-এক) সে তো সব কিছুই নিতে চেয়েছিল। ‘তাজ’ অর্থাৎ মুকুট পাওয়ার পর সে বলল, “এবার সিংহাসন চাই।” সিংহাসন…

মহররমের দশ রাত এবং শামে গারীবার প্রোগ্রাম

Posted by - আগস্ট ৩০, ২০১৯
আসসালামু আ’লাইকুম। বছর ঘুরে আবারো আমাদের সামনে আরো একটি মহররম। মাওলা হুসাইনের উসিলায় আবারো কিছু দ্বীনি ভাই-বোনদের সমাবেশ, মাওলার স্মরণ,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »