কিছু বিশেষ বৈশিষ্ট যা এককভাবে ইমাম হুসাইনের জন্যেই নির্দিষ্ট

894 0
🌗১. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি মাত্র ছয় মাস মায়ের গর্ভে ছিলেন।
 
🌗২. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি কোন নারীর দুগ্ধ পান করেন নাই। তাঁর খাদ্য একমাত্র রাসূলে আকরাম (সা.)-এর মাধ্যমেই সম্পন্ন হতো।
 
🌗৩. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যার জন্মেতে তাঁর সম্মানিত পিতা-মাতা, নানাজান ও অন্যান্য নিকটবর্তি লোকেরা ক্রন্দন করেছেন।
 
🌗৪. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি যুদ্ধের ময়দানে শাহাদাতের সুধা পান করেছেন।
 
🌗৫. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যাঁকে “দোয়া তাওয়াসসুল”-এ (ایّها الشهید) (আইয়্যুহাশ শাহিদ)=(হে মহান শহীদ!) নামে আহ্বান করা হয়। যদিও আমাদের সকল ইমামরা শহীদ হয়েছেন।
 
🌗৬. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি তাঁর জীবদ্দশায় দুই শহীদ পুত্রের পিতা হয়েছিলেন। একজন আলী আকবার আর অন্যজন আলী আসগার।
 
🌗৭. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম যাঁর চল্লিশা এবং চল্লিশার যিয়ারতনামা আছে।
 
🌗৮. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার পবিত্র কবর দশ বারেরও বেশী বিভিন্ন জালেম শাসকদের হাতে বিনষ্ট হয়েছে, যেনো এ কবরের কোন চিহ্ন অবশিষ্ট না থাকে। কিন্তু এত কিছুর পরও তা মাথা উঁচু করে দাড়িয়ে আছে।
 
🌗৯. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যাকে জানাযার গোসল ও কাফনের কাপড় ছাড়াই দাফন করা হয়েছে।
 
🌗১০. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার পবিত্র মাথা তাঁর পবিত্র দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল।
 
🌗১১. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যিনি পিপাষার্ত অবস্থায়, হাজারো তলোয়ার, তীর, বল্লম ও পাথরের আঘাতে জর্জরিত হয়ে শাহাদাত বরণ করেছেন।
 
🌗১২. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার শাহাদাতের পর তাঁর পরিবার ও স্বজনদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।
 
🌗১৩. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার পিতা-মাতা উভয়েই ছিলেন ইসমতের অধিকারী এবং যার বংশ থেকে ইমামতের ধারা অব্যাহত আছে।
 
🌗১৪. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যিনি আরবী যে মাসে জন্মগ্রহণ করেছেন সে মাসে অন্য কোন মাসুম ব্যক্তির শাহাদাত হয়নি। আবার যে মাসে তিনি শাহাদাত বরণ করেছেন সে মাসে অন্য কোন মাসুম ব্যক্তির জন্ম হয়নি।
 
🌗১৫. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার কবরস্থ ভুমির মাটি খাওয়াতে কোন আপত্তি নেই।
 
🌗১৬. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যার মাযারের গম্বুজের নীচে দোয়া অবশ্যই কবুল হয়।
 
🌗১৭. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যাঁর জন্যে যামানার ইমাম দৈনিক অন্তঃতপক্ষে দুইবার করে কাঁদেন!
 
🌗১৮. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যাঁর নাজাতের কিস্তির গতি ও বিস্তৃতি অন্যান্য সকল ইমামদের চেয়ে বেশী।
 
🌗১৯. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, বেহেস্তের একটি দরজা যাঁর নামে নামকরণ করা হয়েছে। নামটি হচ্ছে (باب الحسین) (বাবুল হুসাইন)= (হুসাইনের দ্বার)।
 
🌗২০. সকল ইমামদের মধ্যে তিনিই একমাত্র ইমাম, যিনি ক্বিয়ামতের দিনে অন্য সব নবী-রাসূল ও ইমামদের চেয়ে বেশী মানুষের শাফায়াত করবেন।

Related Post

আশুরার দিনে ইমাম হুসাইন (আঃ)- এর হৃদয়স্পর্শী বক্তৃতা

Posted by - August 29, 2020 0
ঈমাম হুসাইন (আঃ)- শাহাদাতবরণ করার পূর্বে ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে এক হূদয়স্পর্শী আবেগধর্মী ভাষণ প্রদান করেছিলেন। যে ভাষণটি প্রত্যেক মুমিন…

৫০টি কবিরা গুনাহ্

Posted by - August 15, 2019 0
বিসমিল্লাহির রাহমানির রাহিম। গুনাহ্ দুই ভাগে বিভক্ত। ছোট ছোট গুনাহকে বলা হয় সগীরা গুনাহ। আর বড় বড় গুনাহকে বলে কবীরা…

উপদেশ প্রার্থী এক ব্যক্তি

Posted by - August 14, 2019 0
✍️[এক আরব বেদুঈন মদীনা শহরে এসে রাসূলে আকরাম (সা.)-এর খেদমতে হাজির হয়ে আবেদন করলো, “হে আল্লাহর রাসূল (সাঃ)! আমাকে কিছু…

প্রশান্তিময় জীবনের সুত্র

Posted by - August 29, 2019 0
✍ সুখ মানে অর্থ কিংবা বাড়ী গাড়ীর মালিক হওয়া নয়। সুখ মানে প্রশান্তিময় জীবন। 🍀প্রশান্তিময় জীবনের সুত্রঃ ❓কোন এক বুযুর্গ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *