কা‌ফেলায় বিষা‌দের অলৌ‌কিকতা !!

711 0

বর্শার আগায় দোলা‌নো শির!
দুল‌ছে হাটার দোলায় !
এক‌টি নয় দু‌টি নয় ,
গু‌ণে গু‌ণে পুরো বাহাত্তর‌টি !
হঠাৎ এক‌টি প‌বিত্র শির
বর্শা থে‌কে প‌ড়ে যায় !
বর্শা‌টিও এমনভা‌বে মা‌টি‌তে পু‌ঁতে যায় যা মা‌টি থে‌কে বের করা সম্ভব হ‌লো না !

স্ত‌ম্ভিত পাপাত্নারা !
অবাক !
‌কেন মা‌টি থে‌কে তোলা যা‌চ্ছে না  বর্শা‌টি !
‌শিমর হতবাক !
এ‌গি‌য়ে গি‌য়ে বল‌লেন ইমাম জয়নূল‌কে , কেন এমন‌টি হ‌লো ?
ইমাম পিতার শির মোবার‌কে কা‌ছে গি‌য়ে বিষয়‌টি উপল‌ব্দি ক‌রে জি‌জ্ঞেস কর‌লেন ,
‌হে পিতা !
‌কি হ‌য়ে‌ছে ?
‌কেন প‌ড়ে গে‌লেন ?
ক‌র্তিত মস্তক থে‌কে আওয়াজ আস‌লো ,
আমার ছোট্ট সা‌কিনা যে আমার বু‌কে ঘু‌মি‌য়ে আছে !
হঠাৎ বুক থে‌কে প‌ড়ে গেল !!

খবর শু‌নে এগি‌য়ে এলেন মা যয়নাব !
সা‌কিনা !
ও সা‌কিনা ,ব‌লে পেছ‌নে দি‌লেন ছুট !
‌কিছুদুর গি‌য়ে দেখ‌তে পে‌লেন ,
‌শ্বেত শুভ্র হিজাব প‌রি‌হিত এক ম‌হিলা !
‌বে‌হে‌স্তের রৌশ‌নি ও সুঘ্রাণ নি‌য়ে ,
‌ছোট্ট সা‌কিনা ঘু‌মো‌চ্ছে তাঁর কো‌লে !
মা যয়নাব  সা‌কিনা‌কে কো‌লে নি‌য়ে জি‌জ্ঞেস কর‌লেন
‌কে আপ‌নি ?

সা‌কিনা যখন কা‌ফেলা থে‌কে ছিট‌কে প‌ড়ে যায় ,আ‌মিও  তখন কা‌ফেলার পিছু নেই ,
‌কো‌লে তু‌লে নেই সা‌কিনা‌কে !
আর আমি !
আ‌মি তোমার মা ফা‌তিমা !!

কান্নার বিরহ সমু‌দ্রে ডু‌বে গে‌লেন মা যয়নাব ,
মা ফা‌তিমা !!
‌বেদনার ও ক‌ষ্টের গ্লা‌নি নি‌য়ে আবা‌রো ছু‌টে চলা কা‌ফেলা ,
আবা‌রো বিভী‌ষিকাময় সে সফর ,
‌নিষ্ঠুর গন্ত‌ব্য !!

__মাসুদ রানা তরুন ।

Related Post

বিমূর্ত প্রেম প্রতিশোধ

Posted by - September 1, 2019 0
আমি তোমাকে ভালোবাসিকিন্তু আমি তোমার দায়িত্ব নেবোনা ,আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমায় উদ্ধার করতে বিপদ থেকেআমি কোন চেষ্টা করবোনা । একে…

তাঁর শেষ সেজদা

Posted by - August 26, 2020 0
বলবো তাঁর শেষ সেজদার কথা। তাঁর অন্তর্নিহিত ধ্যান এর কথা। খোদায়ী গোলামীত্তের সে সার কথা। অথচ তোমরা তা বুঝলে না!!…

র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

Posted by - September 3, 2019 0
র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !! হঠাৎ ঘোড়ার পা থে‌মে গেল ! এক পাও আর এগু‌চ্ছেনা ! তীব্র দাবদাহ ! মরুর শুষ্কতায়…

লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল

Posted by - November 15, 2019 0
লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল। এই কালেমা পড়রে আমার পরান বুলবুল। বল আল্লাহ ছাড়া দোসরা আর মাবুদ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »