কা‌ফেলায় বিষা‌দের অলৌ‌কিকতা !!

730 0

বর্শার আগায় দোলা‌নো শির!
দুল‌ছে হাটার দোলায় !
এক‌টি নয় দু‌টি নয় ,
গু‌ণে গু‌ণে পুরো বাহাত্তর‌টি !
হঠাৎ এক‌টি প‌বিত্র শির
বর্শা থে‌কে প‌ড়ে যায় !
বর্শা‌টিও এমনভা‌বে মা‌টি‌তে পু‌ঁতে যায় যা মা‌টি থে‌কে বের করা সম্ভব হ‌লো না !

স্ত‌ম্ভিত পাপাত্নারা !
অবাক !
‌কেন মা‌টি থে‌কে তোলা যা‌চ্ছে না  বর্শা‌টি !
‌শিমর হতবাক !
এ‌গি‌য়ে গি‌য়ে বল‌লেন ইমাম জয়নূল‌কে , কেন এমন‌টি হ‌লো ?
ইমাম পিতার শির মোবার‌কে কা‌ছে গি‌য়ে বিষয়‌টি উপল‌ব্দি ক‌রে জি‌জ্ঞেস কর‌লেন ,
‌হে পিতা !
‌কি হ‌য়ে‌ছে ?
‌কেন প‌ড়ে গে‌লেন ?
ক‌র্তিত মস্তক থে‌কে আওয়াজ আস‌লো ,
আমার ছোট্ট সা‌কিনা যে আমার বু‌কে ঘু‌মি‌য়ে আছে !
হঠাৎ বুক থে‌কে প‌ড়ে গেল !!

খবর শু‌নে এগি‌য়ে এলেন মা যয়নাব !
সা‌কিনা !
ও সা‌কিনা ,ব‌লে পেছ‌নে দি‌লেন ছুট !
‌কিছুদুর গি‌য়ে দেখ‌তে পে‌লেন ,
‌শ্বেত শুভ্র হিজাব প‌রি‌হিত এক ম‌হিলা !
‌বে‌হে‌স্তের রৌশ‌নি ও সুঘ্রাণ নি‌য়ে ,
‌ছোট্ট সা‌কিনা ঘু‌মো‌চ্ছে তাঁর কো‌লে !
মা যয়নাব  সা‌কিনা‌কে কো‌লে নি‌য়ে জি‌জ্ঞেস কর‌লেন
‌কে আপ‌নি ?

সা‌কিনা যখন কা‌ফেলা থে‌কে ছিট‌কে প‌ড়ে যায় ,আ‌মিও  তখন কা‌ফেলার পিছু নেই ,
‌কো‌লে তু‌লে নেই সা‌কিনা‌কে !
আর আমি !
আ‌মি তোমার মা ফা‌তিমা !!

কান্নার বিরহ সমু‌দ্রে ডু‌বে গে‌লেন মা যয়নাব ,
মা ফা‌তিমা !!
‌বেদনার ও ক‌ষ্টের গ্লা‌নি নি‌য়ে আবা‌রো ছু‌টে চলা কা‌ফেলা ,
আবা‌রো বিভী‌ষিকাময় সে সফর ,
‌নিষ্ঠুর গন্ত‌ব্য !!

__মাসুদ রানা তরুন ।

Related Post

বিজয়ের চেতনায়

Posted by - August 29, 2020 0
আজ থেকে হাজার বছর পূর্বের ঘটনা। এক পিতার সম্মুখেই তাঁর যুবক পুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো। সেখানে পিতা ছিলেন অসহায়।…

স‌ত্যের নী‌লিমায় তু‌মি !!!

Posted by - September 10, 2019 0
আ‌জো সদা জাগ্রত তু‌মি চির আকা‌শের নীল, ঐ নী‌লিমায় ছুঁ‌য়ে আছো জা‌নি সদা জাগ্রত হে বীর! দিন যায় মাস আসে…

শোকাবহ ৯ই মহররম

Posted by - September 9, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৬) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! শুনেছি ইউসুফ নবীর সৌন্দর্যের…

রাসূলের শেষ বংশপ্রদ্বীপ

Posted by - November 8, 2019 0
আল্লাহ’র শেষ প্রমান– তুমি মাহদী —— রাসূলের শেষ বংশপ্রদ্বীপ — তুমি মাহদী —— হুসাইনের শেষ রক্তধারা — তুমি মাহদী ——…

কোথায় পেয়েছ সেই প্রেম!

Posted by - September 5, 2019 0
সালাম! হে ক্বামার-এ-বনু হাশিম তোমার বিলাশি প্রেমকে সালাম, কি করে এমন বিলাসী হতে পারলে যে, তোমার প্রেমের প্রতি হিংসা করা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *