কা‌ফেলায় বিষা‌দের অলৌ‌কিকতা !!

823

বর্শার আগায় দোলা‌নো শির!
দুল‌ছে হাটার দোলায় !
এক‌টি নয় দু‌টি নয় ,
গু‌ণে গু‌ণে পুরো বাহাত্তর‌টি !
হঠাৎ এক‌টি প‌বিত্র শির
বর্শা থে‌কে প‌ড়ে যায় !
বর্শা‌টিও এমনভা‌বে মা‌টি‌তে পু‌ঁতে যায় যা মা‌টি থে‌কে বের করা সম্ভব হ‌লো না !

স্ত‌ম্ভিত পাপাত্নারা !
অবাক !
‌কেন মা‌টি থে‌কে তোলা যা‌চ্ছে না  বর্শা‌টি !
‌শিমর হতবাক !
এ‌গি‌য়ে গি‌য়ে বল‌লেন ইমাম জয়নূল‌কে , কেন এমন‌টি হ‌লো ?
ইমাম পিতার শির মোবার‌কে কা‌ছে গি‌য়ে বিষয়‌টি উপল‌ব্দি ক‌রে জি‌জ্ঞেস কর‌লেন ,
‌হে পিতা !
‌কি হ‌য়ে‌ছে ?
‌কেন প‌ড়ে গে‌লেন ?
ক‌র্তিত মস্তক থে‌কে আওয়াজ আস‌লো ,
আমার ছোট্ট সা‌কিনা যে আমার বু‌কে ঘু‌মি‌য়ে আছে !
হঠাৎ বুক থে‌কে প‌ড়ে গেল !!

খবর শু‌নে এগি‌য়ে এলেন মা যয়নাব !
সা‌কিনা !
ও সা‌কিনা ,ব‌লে পেছ‌নে দি‌লেন ছুট !
‌কিছুদুর গি‌য়ে দেখ‌তে পে‌লেন ,
‌শ্বেত শুভ্র হিজাব প‌রি‌হিত এক ম‌হিলা !
‌বে‌হে‌স্তের রৌশ‌নি ও সুঘ্রাণ নি‌য়ে ,
‌ছোট্ট সা‌কিনা ঘু‌মো‌চ্ছে তাঁর কো‌লে !
মা যয়নাব  সা‌কিনা‌কে কো‌লে নি‌য়ে জি‌জ্ঞেস কর‌লেন
‌কে আপ‌নি ?

সা‌কিনা যখন কা‌ফেলা থে‌কে ছিট‌কে প‌ড়ে যায় ,আ‌মিও  তখন কা‌ফেলার পিছু নেই ,
‌কো‌লে তু‌লে নেই সা‌কিনা‌কে !
আর আমি !
আ‌মি তোমার মা ফা‌তিমা !!

কান্নার বিরহ সমু‌দ্রে ডু‌বে গে‌লেন মা যয়নাব ,
মা ফা‌তিমা !!
‌বেদনার ও ক‌ষ্টের গ্লা‌নি নি‌য়ে আবা‌রো ছু‌টে চলা কা‌ফেলা ,
আবা‌রো বিভী‌ষিকাময় সে সফর ,
‌নিষ্ঠুর গন্ত‌ব্য !!

__মাসুদ রানা তরুন ।

Related Post

তু‌মি আছ অস্তিত্বে!!

Posted by - এপ্রিল ১০, ২০২০
তু‌মি আছ অস্তিত্বে!! ওরা ব‌লে তু‌মি নেই ! ব‌লে তোমার জন্মই হয়‌নি ! হ‌্যাঁ,বল‌বেই তো ! ওরা তো তোমা‌কে এক…

কে এলো কে এলোরে

Posted by - সেপ্টেম্বর ১, ২০১৯
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

হায় আফ‌সোস ! হায় !!

Posted by - অক্টোবর ৬, ২০১৯
আর কত পথ ! আর কত দূর ! শহর থে‌কে শহ‌রে , গ্রা‌ম থে‌কে গ্রা‌মে ! ‌হেঁটে হেঁটে ক্লান্ত !…

অব‌রুদ্ধ ফোরাত !!

Posted by - সেপ্টেম্বর ৮, ২০১৯
৭ মহররম ! দূ‌র্যো‌গের ঘণঘটার ডাক ! প্রকৃ‌তির বিলা‌পের সুর বে‌জে উঠার প্রস্তু‌তি ! ব‌য়ে যাওয়া ফোরা‌তের আর্তনাদ! সে আর্তনাদ…

মহররমের শোকগাথা

Posted by - সেপ্টেম্বর ৫, ২০১৯
ইয়া হুসাইন তোমার পরাজয় নাই কন্ঠ – ফয়েজ ইবনে জাফর ও আব্দুল আউয়াল মাসুদ মন কাঁদে প্রান কাঁদে ইয়া আবি…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »