ওহী গৃ‌হে আগুন ও প‌রিক্রমা !!

857 0

সদ‌্য বি‌য়োগান্ত পিতা

ম‌র্মে বিষা‌দের পীড়ন
ক্রন্দন ধ্ব‌নি আর প‌বিত্র অশ্রু ফোটার বর্ষণ !
সান্ত্বনার প্রবোধ নেই ,
কেবলই হতবাক আর  দি‌শেহারায় অ‌চেতন  !

পা‌শে রাজচক্র ও দোসরদের আনা‌গোনা ,
ক্ষমতার লে‌া‌ভে জে‌গে‌ছে সব মুনা‌ফিক!
তিন‌দিন ধ‌রে প‌বিত্র দেহ মোবারক ফে‌লে
সা‌কিফায় চল‌ছে ক্ষমতা কু‌ক্ষিগত করার
কসরত !
বায়াতের রঙ্গমঞ্চ  শুরু হ‌য়ে গেল,
ভীরু কাপুরুষগু‌লো হাত মি‌লি‌য়ে দিল সে রাজচ‌ক্রে।
সে রঙ্গ ম‌ঞ্চে !

রই‌লো বা‌কি মওলা ও মা ফা‌তিমাসহ
গোটা ক‌য়েকজন।
বায়া‌তের জন‌্যে প্রথম বাহাদুর পাঠা‌লেন দ্বিতীয় বাহাদুর‌কে,
দলবলসহ হা‌জির
মা ফা‌তিমার বা‌ড়ি‌তে,
হয় বায়াত না হয় আগুন !
ঘর থে‌কে বের হ‌য়ে যাওয়ার হুংকার !
বায়া‌তের অস্বীকৃ‌তি‌তে দরজায় লা‌থি দি‌য়ে ভে‌ঙ্গে ফেলল বাহাদুর !
কার্পন‌্যও ক‌রে‌নি ওহী গৃ‌হে আগুন জ্বা‌লি‌য়ে পু‌ড়ি‌য়ে দি‌তে।
একটুও হাত ও‌দের কা‌ঁপে‌নি!
দরজার আঘা‌তে মা ফা‌তিমার বক্ষ পিন্জর ভে‌ঙ্গে
শুরু হয় রক্ত ক্ষরণ,
গর্ভস্থ সন্তা‌ন মোহ‌সিনের মৃত‌্যু  ! পৃ‌থিবীর আ‌লো দেখার সে ভাগ‌্যও হয়‌নি !
তীব্র যন্ত্রনা নি‌য়ে
জগত জননীর আ‌স্তে আ‌স্তে অসুস্থ হ‌য়ে মৃত‌্যু দি‌কে এ‌গি‌য়ে যাওয়া!
মওলা আলী‌কে র‌শি দি‌য়ে বেঁধে প্রথম রাজ বাহাদু‌রের কা‌ছে নি‌য়ে যাওয়া বায়া‌তের জ‌ন্যে!!

ওহ ! কতটা নির্মমতার ছাপ এ‌ঁকে‌ছি‌লো সে‌দিন থে‌কে !
কতটা দম্ভ অহংকা‌রে মে‌তে‌ছি‌লো মুনা‌ফি‌কেরা !
শেষ পর্যন্ত রাসু‌লের দেওয়া মা ফা‌তেমা‌কে উপহার বা‌গে ফাদাকও কে‌ঁড়ে নি‌লো রাজ বাহাদুর প্রথম !

ওরা চায়‌নি নবীর উত্তরা‌ধিকার থাকুক !
ওরা চায়‌নি শিশু ইসলাম সত‌্য প‌রিচর্যায় মহীরুপ ধারন করুক ,
ওরা চায়‌নি আহ‌লে বা‌য়ে‌ত তথা নবীর উত্তরা‌ধিকা‌রের হা‌তে সত‌্য ইসলাম বিরা‌জিত হোক !

ক্ষমতার দাপ‌টে শিশু ইসলা‌মের আশু ক্ষ‌তি ভে‌বে
নিশ্চুপ হ‌য়ে রই‌লেন প‌ড়ে মওলা আলী,
নিশ্চুপ হ‌য়ে রই‌লেন প‌ড়ে রাসু‌লের দেওয়া ভ‌বিষ‌্যতের বানী  এ‌হেন কর্মযজ্ঞতায় !
নই‌লে শে‌রে খোদার হা‌ত হ‌তে নিস্তার পে‌তো না কোন রাজ বাহাদুর !
কোন রাজচক্র !
জুল‌ফিকা‌রের কা‌ছে সবই হ‌তো পরাভূত !

ক্ষমতা লো‌ভীরা ‌কি ক‌রে নাই সে‌দিন থে‌কে !
ইসলা‌মের বু‌কে প্রথম ছু‌রি‌টি ব‌সি‌য়ে ক্রমাগত ভা‌বে সে রক্তাক্ত কা‌লো ই‌তিহাসই রোপন ক‌রে‌ছি‌লো যা সা‌কিফা হ‌তে কারবালা হ‌য়ে আ‌জো বিরাজমান।
তা‌দের দোসর দাঁড়োয়া‌নের হা‌তেই অং‌কিত
বিচ‌্যুত ইসলাম !

প‌বিত্র কোরা‌নের মূলমন্ত্র ও‌দের হৃদ‌য়ে ধারন ক‌রে‌নি,
শুধু লেবাস প‌ড়ি‌য়ে‌ছে মাত্র!
রাসু‌লের বানী ও সুন্নাহ ছি‌লো কেবলই লোকদেখা‌নো বাতুলতা !
ক্ষমতার মসন‌দের নীল নকশায় ছি‌লো বি‌ভোর !
তাই প‌বিত্র সত্তায় আঘা‌তেও ও‌দের বিন্দুমাত্র কুণ্ঠা‌বোধ হয়‌নি !
ওরা জা‌নে আহ‌লে বা‌য়েত কি !
ওরা জা‌নে প‌বিত্র সত্ত্বাগু‌লোর সা‌থে আচরনই নির্ভর ক‌রে ঈমা‌নের শর্ততা !
তবুও শঠতা মুনা‌ফে‌কি রাজচক্রগু‌লোর হা‌তে প‌বিত্র আত্নাগু‌লো‌কে নির্মমভা‌বে বলী হ‌তে হ‌য়ে‌ছে !!
তেম‌নি মহীয়সী ,জগত শ্রেষ্ঠ নারী মা ফ‌তেমার
অকাল প্রয়াণ ঘটা‌লো ঘৃ‌নিত মুনা‌ফে‌কিরা !!

______মাসুদ রানা তরুন ।।

Related Post

কারবালা থে‌কে কুফায় কা‌ফেলা !!

Posted by - August 30, 2020 0
‌বিদঘূ‌টে অন্ধকারাচ্ছন্ন রা‌ত্রি ! সারারাত খোলা আকা‌শের নি‌চে ! পা‌য়ে বে‌ড়ি পড়া ,হা‌তে হাতকড়া ! কখ‌নো হে‌টে কখ‌নো বা ঘোড়ার…

চেতনার কথা !!

Posted by - September 8, 2019 0
আজ বল‌বো সে কথা , বল‌বো সে চেতনার কথা ! ‌যে চেতনার আগু‌নে জ্বল‌সিত, ‌যে প্র‌তি‌শো‌ধের স্পৃহায় প্র‌তি‌নিয়ত দগ্ধ আজ…

তু‌মি আছ অস্তিত্বে!!

Posted by - April 10, 2020 0
তু‌মি আছ অস্তিত্বে!! ওরা ব‌লে তু‌মি নেই ! ব‌লে তোমার জন্মই হয়‌নি ! হ‌্যাঁ,বল‌বেই তো ! ওরা তো তোমা‌কে এক…

বিজয়ের চেতনায়

Posted by - August 29, 2020 0
আজ থেকে হাজার বছর পূর্বের ঘটনা। এক পিতার সম্মুখেই তাঁর যুবক পুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো। সেখানে পিতা ছিলেন অসহায়।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *