এক মহাকা‌লের আবাহন !

829 0

এক মহাকা‌লের আবাহন!

সে‌দিন উ‌ঠে‌ছিল সামারায় এক নতুন সূর্য ,
ভো‌রের আ‌লোয় উদ্ভা‌সিত ছিল প্রকৃ‌তি ,
চণ্চল হাওয়ায় মা‌তোয়ারা ভ্রম‌রে ভ্রম‌রে গুন্জন ,
স্রষ্টার শ্রেষ্টতম সৃ‌ষ্টির সেই আ‌বির্ভাব ,
প্রিয়তম হে ! তোমার প‌বিত্র জন্ম‌দিন!
তোমার দ‌্যূ‌তির দ্যোতনায় পাগল পারা ধরা ,
অ‌স্থির ধ্রবতারার পুল‌কের নাচন !

মহাপ্রভুর এ কোন ইশারায় !
ধুম‌কেতুর ম‌তো হঠাৎ তু‌মি ,
সে কোথায় হারা‌লে ?
মানুষরু‌পি নর পিশা‌চের বিষ বা‌ষ্পের আড়া‌লে
কোন হি‌মের ধুম্র কুন্ডলী‌তে!
এক মহাকা‌লের অন্তরা‌লে!
ফের নি‌ষ্চিত সাঁ‌জোয়া বহর যা‌নে ফির‌বে ব‌লে,
অধঃপ‌তিত জাতি‌কে ‌তোমার কি‌স্তি‌তে আ‌রোহন কব‌রে ব‌লে!
তাই ব‌সে আ‌ছি !
ব‌সে আ‌ছি প্রতি‌টি প্রহর গু‌নে গু‌নে !

স্তি‌মিত হ‌তে যাওয়া রাঙা প্রদিপ,
নি‌স্পে‌ষিত হ‌তে চলা মানবতা ,
প‌বিত্র ইসলা‌মের বু‌কে এ‌ফোঁড় ও‌ফোঁড় করা বিষাক্ত ছু‌রির
বিদ্ধতা,
হাজা‌রো ভা‌গে লন্ডভন্ড করা লা শা‌রি‌কের পতাকা ,
ধূসর মরু‌তে জে‌গে জে‌গে  বি‌স্ফো‌রিত হন্তাকা‌রি‌দের
আস্ফালন!
ক্ষ‌ণে ক্ষ‌ণে তাজা র‌ক্তের বাণ ,
অস্ফুট শিশু‌দের ক‌চি রক্তাক্ত মুখের দৃ‌ষ্টি
তন্দ্রাহারা হ‌য়ে অসহায়‌ত্বে তীব্র যাতনা ,
অনাহা‌রে কংকালসার ম‌লিন দেহখা‌নি এ‌লি‌য়ে পড়া ,
ধূলার ধু‌লোয় মি‌শে গড়াগ‌ড়ি ক‌রা তীব্র হাহাকা‌রে!

কত যু‌গের , কত কা‌লের সে প্রতিধ্ব‌নিত কান্নাগু‌লো কা‌নে লা‌গে ,চো‌খে ভা‌সে বেদনার্ত ছোঁরা হ‌য়ে।
সেসব নির্যাত‌নের ছাপ ও গ্লা‌নি নি‌য়ে ব‌য়ে যাওয়া রক্তাক্ত তোমার উম্মাহ্ ।
খু‌ঁজে ফে‌রে তোমায় !
গু‌নে গু‌নে সব দায় ঘুচা‌বে ব‌লে !
নির্মতার সব শোধ নি‌বে ব‌লে !
আশা জাগা‌নিয়া হ‌য়ে আ‌জো ব‌সে আ‌ছে
বির‌হের তীর ঘে‌ষে ,সাঁ‌জোয়া বহ‌রের পা‌শে !
তোমার মিলন মোহনায় !

তোমার প‌বিত্র স্ব‌রে গগন ফাঁটা আবাহ‌নের ডাক ,
ত‌ন্ত্রে ত‌ন্ত্রে যোগা‌বে বাসনার তীব্র নিনাদ !
মন ম‌ন্দি‌রে চেতনা দীপ্ত হ‌য়ে বাজ‌বে প্রল‌য়ের শ্লোগান !
শকু‌নির নাগপাশ উপ‌ড়ে ফে‌লে উড্ডীন হ‌বে লা শা‌রি‌কের
বিজয় নিশান !

তাই আজ বিজ‌য়ের বন্ধনায় বা‌জি‌ছে বা‌ঁশি
নির্যা‌তিত জনতার আকন্ঠ স্বর ,
তোমার আবাহ‌নের প্রতি‌টি ধ্ব‌নি‌তে প্রতিধ্ব‌নিত হ‌য়ে
প্রহর গুন‌ছে সে ক্ষ‌ণের ,‌
সে আবাহ‌নের !
তু‌মি এ‌সো !
ত‌ু‌মি এ‌সো হে প্রিয় !!

মাসুদ রানা তরুন ।।
১৩ই শাবান ১৪৪১।

Related Post

শোকাবহ ৯ই মহররম

Posted by - September 9, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৬) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! শুনেছি ইউসুফ নবীর সৌন্দর্যের…

কোথায় পেয়েছ সেই প্রেম!

Posted by - September 5, 2019 0
সালাম! হে ক্বামার-এ-বনু হাশিম তোমার বিলাশি প্রেমকে সালাম, কি করে এমন বিলাসী হতে পারলে যে, তোমার প্রেমের প্রতি হিংসা করা…

রাসূলের শেষ বংশপ্রদ্বীপ

Posted by - November 8, 2019 0
আল্লাহ’র শেষ প্রমান– তুমি মাহদী —— রাসূলের শেষ বংশপ্রদ্বীপ — তুমি মাহদী —— হুসাইনের শেষ রক্তধারা — তুমি মাহদী ——…

মহররম

Posted by - September 2, 2019 0
এ হৃদয়ের গহীনে আছে আরেকটি হৃদয় সেই হৃদয়ের অস্তীত্ব আমার স্বপ্ন প্রতিক্ষমান আমার মূগ্ধতা তন্ময়ে অবরুদ্ধ।   অমিহীন আমিতে মিশে…

খোদার বন্ধু

Posted by - November 15, 2019 0
সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ। করুনাসিন্ধু খোদার বন্ধু নিখিল মানব প্রেমাস্পদ।। আদম নূহ ইবরাহীম দাউদ সলেমান মুসা আর ঈসা,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *