এক নজরে চৌদ্দ মাসূম

1010 0

একঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামঃ📣

🌹 নামঃ  মুহাম্মাদ (সা.)।

🌹 ডাক নামঃ  আবুল ক্বাসেম।

🌹 উপাধিঃ খাতামুল আম্বিয়া, সাইয়েদুর রুসুল, রাহমাতুললিল আলামিন, সিদ্দিক, আমিন, ত্বাহা, ইয়াসিন।

🌹 পিতার নামঃ  আবদুল্লাহ।

🌹 মাতার নামঃ  আমিনা।

🌹 জন্ম তারিখঃ শুক্রবার, ১৭ ই রাবিউল আউয়াল, ৫৭০ খৃষ্টাব্দ।

🌹 জন্ম স্থানঃ  মক্কা।

🌹 নবুয়্যাতি জীবনঃ  ১৩ বৎসর মক্কায় এবং ১০ বৎসর মদিনায়।

🌹 ইন্তেকালের তারিখঃ  একাদশ হিজরী, ২৮ শে সফর।

🌹 ইন্তেকালের স্থানঃ  মদিনা।

🌹 রওজার স্থানঃ  মদিনা শহরে মাসজিদুন নাবীর পার্শ্বে ।

দুইঃ হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহাঃ📣

🌹নামঃ  ফাতিমা।

🌹ডাক নাম ও উপাধিঃ আয্ যাহরা, সিদ্দিকাতুল কুবরা, ইনসিয়া, বাতুল, মুহাদ্দিসা, হামিদা, খাউরুন্নিসা, তাহিরা, রাদিয়া, মারদিয়্যা।

🌹পিতার নামঃ  মুহাম্মাদ(সা.)।

🌹মাতার নামঃ  খাদিজা।

🌹জন্ম তারিখঃ  শুক্রবার, ২০ শে জামাদিউস্ সানি, নবুয়্যতের পঞ্চম বছর।

🌹জন্ম স্থানঃ  মক্কা।

🌹সন্তানদের নামঃ (ইমাম) হাসান, (ইমাম) হুসাইন, যাইনাব ও মুহসিন। তবে হযরত মহসিন এ প্রথিবীর মুখ দেখেননি। তিনি মুসলমান নামধারী প্রতিষ্ঠিত খেলাফতের সমর্থকদের কিছু দূর্বৃত্তকারীদের হাতে তাঁর মা হযরত ফাতিমার পবিত্র গর্ভেই মারা যান।

😭শাহাদাতের তারিখঃ ১৩ই জামাদিউল উলা অথবা ৩রা জামাদিউস্ সানি, হিজরী ১১ সন। অধিকাংশ ঐতিহাসিকদের মতে দ্বিতীয় তারিখটি বেশী নির্ভরযোগ্য। তবে আহলে বাইতের অনুসারীরা উভয় তারিখেই এই মহিয়সী জান্নাতী রমনীর শাহাদাত বার্ষিকী পালন করে থাকেন।

😭শাহাদাতের স্থানঃ  মদিনা।

😭রওজার স্থানঃ  মদিনা নগরী। তাঁর কবরের কোন চিহ্ন নেই। ইতিহাস থেকে জানা যায় যে, ইমাম আলী হযরত ফাতিমার অসিয়ত অনুযায়ী তাঁকে রাতের অন্ধকারে কবরস্থ করে কবরের চিহ্ন মিটিয়ে ফেলেছিলেন। অনেক ইতিহাস গ্রন্থে বর্ণিত আছে যে, হযরত ফাতিমা যেহেতু প্রথম ও দ্বিতীয় খলীফার প্রতি অসন্তুষ্ট ছিলেন, তাই তিনি তাঁর জানাযার নামাজে খলীফাদ্বয়ের উপস্থিতি পছন্দ করেন নি এবং তাঁর কবরও যেন তারা খুজে না পায় সেই ব্যবস্থা করেছিলেন।

😭শাহাদাতের কারণঃ নবী(সাঃ)-এর ইন্তেকালের পর কিছু দুবৃত্তকারী তাঁর ঘরে আগুন লাগিয়ে দেয়। ফলে তাঁর ঘরের দরজা জ্বলে যায়। সেই জ্বলন্ত দরজার আঘাতে হযরত মা ফাতিমার পাঁজর ভেঙ্গে যায় এবং তাঁর পেটের বাচ্চা পেটেই মারা যায়। এ কারণে তিঁনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। আর এ অসুস্থতার পরিণতিতে তিনি শাহাদাত বরণ করেন।

তিনঃ হযরত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব সালামুল্লাহি আলাইহিমাঃ📣

🌹 নামঃ আলী (আঃ)।

🌹 ডাক নামঃ আবুল হাসান।

🌹 উপাধিঃ আমিরুল মু’মিনিন, মুরতাযা, হাইদার, আসাদুল্লাহ, আবু তুরাব, বাবুল ইলম।

🌹 পিতার নামঃ আবু তালিব।

🌹 মাতার নামঃ ফাতিমা বিনতে আসাদ।

🌹 জন্ম তারিখঃ ১৩ই রজব, নবুয়্যাত পূর্ব দশম বৎসর।

🌹 জন্ম স্থানঃ মক্কা নগরীতে অবস্থিত কা’বা গৃহে।

🌹 ইমামতের সময়কালঃ ত্রিশ বৎসর।

🌹 শাহাদাতের তারিখঃ ২১শে রমজান ৪০ হিঃ।

🌹 শাহাদাতের স্থানঃ কুফা শহরের জামে মসজিদ।

🌹 রওজার স্থানঃ ইরাকের পবিত্র নাজাফ শহরে।

🌹 শাহাদাতের কারণঃ রমজান মাসে কুফার জামে মসজিদে ফজর নামাজে সেজদারত অবস্থায় অভিশপ্ত আব্দুর রাহমান ইবনে মুলজিম বিষাক্ত তরবারি দ্বারা আঘাত করে।

চারঃ হযরত হাসান ইবনে আলী আল্ মুজতাবা সালামুল্লাহি আলাইহিঃ📣

নামঃ হাসান (আঃ)।

ডাক নামঃ আবু মুহাম্মাদ।

উপাধিঃ মুজতাবা, সিবতে আকবার।

পিতার নামঃ আলী ইবনে আবি তালিব।

মাতার নামঃ ফাতিমা বিনতে মুহাম্মাদ(সা.)।

জন্ম তারিখঃ ১৫ই রমজান তৃতীয় হিজরী।

জন্ম স্থানঃ মদিনা।

ইমামতের সময়কালঃ দশ বৎসর।

শাহাদাতের তারিখঃ ২৮ শে সফর হিজরী ৫০ সন (কোন কোন বর্ণনায় হিজরী ৫০ সনের ৭ই সফর) ।

শাহাদাতের স্থানঃ মদিনা।

সমাধি স্থলঃ মদিনার জান্নাতুল বাক্বী কবরস্থানে।

শাহাদাতের কারণঃ কুখ্যাত মুয়াবিয়ার কুটচালের মাধ্যমে জু’দা নামে ইমামের স্ত্রী খাবারের পানিতে বিষ মিশিয়ে দেয়।

পাঁচঃ হযরত হুসাইন ইবনে আলী আশ্ শাহিদ সালামুল্লাহি আলাইহিঃ📣

নামঃ হুসাইন (আঃ)।

ডাক নামঃ আবা আবদিল্লাহ্ ।

উপাধিঃ মাওলাল কাওনাইন , সাইয়েদুশ্ শুহাদা ।

পিতার নামঃ  আলী ইবনে আবি তালিব।

মাতার নামঃ ফাতিমা বিনতে মুহাম্মাদ(সা.)।

জন্ম তারিখঃ ৩রা শা’বান হিজরী ৪র্থ বৎসর।

জন্ম স্থানঃ মদিনা।

ইমামতের সময়কালঃ এগার বৎসর।

শাহাদাতের তারিখঃ হিজরী ৬১ সনের মুর্হারাম মাসের ১০ তারিখ।

শাহাদাতের স্থানঃ ইরাকে অবস্থিত কারবালা শহরে (ইমামের শাহাদাতের সমযকালে এটি ছিল একটি জন মানবহীন উত্তপ্ত মরুভুমি। এই মরুভুমির সন্নিকটে প্রবাহিত ছিল ফোরাত নদী। তবুও মুয়াবিয়ার পাপিষ্ট পুত্র ইয়াযিদের নির্দেশে তার কুফাস্থ গভর্ণর উবায়দুল্লাহ্ ইবনে যিয়াদের সামরিক অধিনায়ক উমার বিন সাদের বাহিনীর নির্মম আক্রমনে ইমাম পরিবার ও অনসারীদের সকলকে শহীদ করার পর ইবনে সাদের অধিনস্থ সৈন্য সিমার বিন জুল জাওসান  ইমাম হুসাইনকে(আঃ) পানিহীন ও তৃষ্ণার্ত অবস্থায় তাঁর দেহ থেকে মস্তক আলাদা করে ফেলে।)

সমাধি স্থলঃ ইরাকের পবিত্র কারবালা নগরীতে।

ছয়ঃ হযরত আলী ইবনুল হুসাইন আস্ সাজ্জাদ যাইনুল আবিদিন সালামুল্লাহি আলাইহিঃ📣

নামঃ আলী ইবনুল হুসাইন(আঃ)।

ডাক নামঃ আবুল হাসান ।

উপাধিঃ যাইনুল আবিদিন, সাজ্জাদ, সাইয়্যাদুস সাজেদীন।

পিতার নামঃ হুসাইন ইবনে আলী(আঃ)।

মাতার নামঃ শাহর বানু।

জন্ম তারিখঃ ৫ম শা’বান হিজরী ৩৮ সন।

জন্ম স্থানঃ মদিনা।

ইমামত কালঃ ৩৫ বৎসর।

শাহাদাতের তারিখঃ  ১২ অথবা ২৫ শে মুহররম ৯৫ হিজরী।

শাহাদাতের স্থানঃ মদিনা।

সমাধি স্থলঃ মদিনার জান্নাতুল বাক্বি’ গোরস্থানে এবং দ্বিতীয় ইমাম হযরত হাসান ইবনে আলী আল মুজতাবা (আ.)-এর সমাধী স্থানের পাশে। নবীজী ও তাঁর আহলে বাইতের অনুসারিদের জন্য ঐ জায়গাটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যিয়ারতগাহ হিসেবে পরিচিত।

শাহাদাতের কারণঃ উমাইয়্যা খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক ইবনে মারওয়ান-এর নির্দেশে হিশাম বিন আব্দুল মালিকের মাধ্যমে ইমামকে বিষ প্রয়োগে হত্যা করে।

সাতঃ হযরত মুহাম্মাদ ইবনে আলী আল্ বাক্বির সালামুল্লাহি আলাইহিঃ📣

নামঃ মুহাম্মাদ ইবনে আলী (আঃ)।

ডাক নামঃ আবু জা’ফার।

উপাধিঃ আল্ বাক্বির, বাক্বিরুল উলুম।

পিতার নামঃ আলী ইবনুল হুসাইন(আঃ)।

মাতার নামঃ ফাতিমা বিনতে হাসান।

জন্ম তারিখঃ ১ম রাজাব হিজরী ৫৭ সন।

জন্ম স্থানঃ  মদিনা।

ইমামত কালঃ প্রায় বিশ বৎসর।

শাহাদাতের তারিখঃ হিজরী ১১৪ সালের সপ্তম জিলহজ্ব।

শাহাদাতের স্থানঃ মদিনা।

রওজার স্থানঃ মদিনার জান্নাতুল বাক্বি’ কবরস্থান।

শাহাদাতের কারণঃ উমাইয়্যা খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক ইমামকে বিষ প্রয়োগে হত্যা করে।

আটঃ হযরত জা’ফার ইবনে মুহাম্মাদ আস্ সাদিক্ব সালামুল্লাহি আলাইহিঃ📣

নামঃ জা’ফার ইবনে মুহাম্মাদ(আঃ)।

ডাক নামঃ আবু আবদিল্লাহ্ ।

উপাধিঃ আস সাদিক্ব , সাবির ।

পিতার নামঃ মুহাম্মাদ ইবনে আলী(আঃ)।

মাতার নামঃ উম্মে ফারওয়া ।

জন্ম তারিখঃ ১৭ ই রাবিউল আউয়াল ৮৩ হিজরী।

জন্ম স্থানঃ মদিনা।

ইমামত কালঃ ৩৪ বৎসর।

শাহাদাতের তারিখঃ ২৫ শে শাওয়াল হিজরী ১৪৮ সন।

শাহাদাতের স্থানঃ মদিনা।

রাওজা শরিফঃ মদিনাতে আবস্থিত জান্নাতুল বাক্বি’ কবরস্থান।

শাহাদাতের কারণঃ আব্বাসীয় খলিফা আব্দুল্লাহ আল মানসুর ইমামকে বিষ প্রয়োগে হত্যা করে।

নয়ঃ হযরত মুসা ইবনে জা’ফার আল্ কাযিম সালামুল্লাহি আলাইহিঃ📣

নামঃ মুসা ইবনে জা’ফার(আঃ)।

ডাক নামঃ আবুল হাসান।

উপাধিঃ আর কাযিম, বাবুল হাওয়ায়িজ।

পিতার নামঃ জা’ফার ইবনে মুহাম্মাদ(আঃ)।

মাতার নামঃ হামিদাহ্ ।

জন্ম তারিখঃ সপ্তম সফর হিজরী ১২৮।

জন্ম স্থানঃ মদিনার নিকটবর্তী আবওয়া নামক গ্রামে।

ইমামত কালঃ ৩৫ বৎসর।

শাহাদাতের তারিখঃ ২৫ শে রাজাব ১৮৩ হিজরী।

শাহাদাতের স্থানঃ বাগদাদ নগরী।

সমাধি স্থলঃ বাগদাদের নিকটবর্তী কাযিমাইন শহরে।

শাহাদাতের কারণঃ আব্বাসীয় খলিফা হারুনুর রাশিদ ইমামকে বিষ প্রয়োগে হত্যা করে।

দশঃ হযরত আলী ইবনে মুসা আর রিদ্বা সালামুল্লাহি আলাইহিঃ📣

নামঃ আলী ইবনে মুসা(আঃ)।

ডাক নামঃ আবুল হাসান।

উপাধিঃ আর রিদ্বা, গারিবুল গুরাবা, মুঈনুয যুআফা ওয়াল ফুক্বারা।

পিতার নামঃ মুসা ইবনে জা’ফার(আঃ)।

মাতার নামঃ নাজমা খাতুন।

জন্ম তারিখঃ হিজরী ১৬৪ সনের ১১ই যিলক্বাদ।

জন্ম স্থানঃ মদিনা।

ইমামতের সময়কালঃ বিশ বৎসর।

শাহাদাতের তারিখঃ ৩০ শে সফর ২০৩ হিজরী।

শাহাদাতের স্থানঃ বাদশাহ্ মামুনের খেলাফতের রাজধানী মারভ শহর, যা এখন তুর্কামানেস্তান দেশে অবস্থিত।

সমাধি স্থলঃ বর্তমান ইরানের খোরাসানে রাযাভী প্রদেশের মাশহাদ নগরী।

শাহাদাতের কারণঃ আব্বাসীয় খলিফা মামুনুর রাশিদ ইমামকে বিষ প্রয়োগে হত্যা করে।

এগারঃ হযরত মুহাম্মাদ ইবনে আলী আত্ তাক্বী আল্ জাওয়াদ সালামুল্লাহি আলাইহিঃ📣

নামঃ মুহাম্মাদ ইবনে আলী (আঃ)।

ডাক নামঃ আবু জা’ফার।

উপাধিঃ আত্ তাক্বী, আল জাওয়াদ ।

পিতার নামঃ আলী ইবনে মুসা(আঃ)।

মাতার নামঃ খাইযারান।

জন্ম কালঃ দশম রজব ১৯৫ হিজরী।

জন্ম স্থানঃ মদিনা ।

ইমামতের সময়কালঃ ১৭ বৎসর ।

শাহাদাতের তারিখঃ জিলক্বাদ মাসের শেষ তারিখ, ২২০ হিজরী।

রওজা শরীফঃ ইরাকের কাজেমাইন শহরে।

শাহাদাতের কারণঃ আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহ ইমামকে বিষ প্রয়োগে হত্যা করে।

বারঃ হযরত আলী ইবনে মুহাম্মাদ আল্ হাদী আন্ নাক্বী সালামুল্লাহি আলাইহিঃ📣

🌹 নামঃ আলী ইবনে মুহাম্মাদ (আঃ)।

🌹 ডাক নামঃ আবুল হাসান।

🌹 উপাধিঃ আল হাদি, আন নাক্বি।

🌹 পিতার নামঃ মুহাম্মাদ ইবনে আলী (আঃ)।

🌹 মাতার নামঃ সামানাহ্ ।

🌹 জন্ম কালঃ ১৫ ই জিলহাজ্ব হিজরী ২১২ সন।

🌹 জন্ম স্থানঃ মদিনা।

🌹 ইমামত কালঃ ৩৩ বৎসর।

🌹 শাহাদাতের তারিখঃ তৃতীয় রাজব ২৫৪ হিজরী।

🌹 শাহাদাতের স্থানঃ ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী সামেরাহ্ শহরে।

🌹 মাযারের স্থানঃ ইরাকের সামেরাহ্ শহর।

🌹 শাহাদাতের কারণঃ আব্বাসীয় খলিফা মুহাম্মাদ আল মু’তা্য বিল্লাহ ইমামকে বিষ প্রয়োগে হত্যা করে।

তেরঃ হযরত হাসান ইবনে আলী আল্ আসকারী সালামুল্লাহি আলাইহিঃ📣

নামঃ হাসান ইবনে আলী (আঃ)।

ডাক নামঃ আবু মুহাম্মাদ।

উপাধিঃ আসকারী ।

পিতার নামঃ আলী ইবনে মুহাম্মাদ (আঃ)।

মাতার নামঃ সালিল।

জন্ম তারিখঃ ৮ম রাবিউস্ সানি ২৩২ হিজরী।

জন্ম স্থানঃ মদিনা।

ইমামত কালঃ ছয় বৎসর।

শাহাদাতের তারিখঃ ৮ম রাবিউল আউয়াল হিজরী ২৬০ সন।

শাহাদাতের স্থানঃ বাগদাদের নিকটবর্তী সামেরাহ্ শহর।

মাযারঃ সামেরাহ্।

শাহাদাতের কারণঃ আব্বাসীয় খলিফা আহমাদ আল মু’তামিদ আলাল্লাহ ইমামকে বিষ প্রয়োগে হত্যা করে।

চৌদ্দঃ হযরত মুহাম্মাদ ইবনে হাসান আল মাহদী আলাইহিস সালামঃ 📣

নামঃ মুহাম্মাদ ইবনে হাসান (আঃ)।

ডাক নামঃ আবা সালেহ।

উপাধিঃ আল মাহ্দী, ওয়ালি আসর, সাহেবুজ্জামান, সাহিবুল আসর ওয়ায যামান, আল হুজ্জাত, আল ক্বায়েম, আল মুন্তাযার, মাওউদ, ইমাম এ আসর, বাকিয়াতুল্লাহ।

পিতার নামঃ হাসান ইবনে আলী (আঃ)।

মাতার নামঃ নারজিস খাতুন।

জন্ম তারিখঃ ১৫ ই শা’বান হিজরী ২৫৫/২৫৬সন।

জন্ম স্থানঃ ইরাকের রাজধানী শহরের উপকণ্ঠে সামেরাহ্ নগরীতে।

ইমামত কালঃ তাঁর মহান পিতার শাহাদাতের সময় তাঁর বয়স ছিল মাত্র পাঁচ বৎসর। তখন থেকে তাঁর ইমামতের যুগ শুরু হয়। তিনি নিজেকে প্রায় সত্তুর বৎসর অত্যাচারী বাদশাহর আক্রমনের হাত থেকে রক্ষার জন্যে আল্লাহর নির্দেশে আত্মগোপন করে রাখেন। এই সময়কালকে ঐতিহাসিকগণ ক্ষুদ্র অদৃশ্যকাল বলে আখ্যায়িত করেছেন। অতঃপর তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যান। তিনি অপরিচিতভাবে জনসমাজে বিচরণ করে থাকেন এবং তাঁর অনুসারীদেরকে সাহায্য করে থাকেন। তিনি আল্লাহর অনুমতিক্রমে পুনরায় জন সমাজে আবির্ভূত হবেন। এই দীর্ঘ মেয়াদী সময়কে বলা হয় “বৃহৎ অদৃশ্যকাল”।

আল্লাহ আমাদেরকে তাঁর অনুসারী হবার তৌফিক দান করুন। আমিন।

 

Related Post

ইমাম হাসান ইবনে আলী আল আসকারী (আঃ)-এর পবিত্র শাহাদাতঃ

Posted by - November 6, 2019 0
হযরত ইমাম হাসান ইবনে আলী আল আসকারী আলাইহিমাস সালামের পবিত্র শাহাদাতঃ আব্বাসীয় খলিফারা ও তাদের উচ্চ পদস্থ কর্মকর্তারা অবগত ছিল…

হাদীস শরীফে বার ইমাম

Posted by - April 5, 2020 0
ইতিপূর্বে উল্লেখিত হয়েছে যে, আল-কোরআনে আল্লাহ বলেন, ‘ক্বিয়ামতের ময়দানে প্রত্যেককে তার ইমামের সাথে পুনরুত্থিত করা হবে ।’ আর এটা নিঃসন্দেহে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *