ইমাম হুসাইন

627 0
সীমানার প্রাচীর পেরিয়ে
অসমাপ্ত পথের সন্ধানে
নিঃশব্দ নিস্তব্ধতায়
সত্য-অসত্যের ফয়সালায়
অহর্নিশ একজন
চলে অবিচল গতীতে
অবরুদ্ধ সত্যকে
মুক্তির স্বাধীনতায়
প্রিয়জনের অনিচ্ছা, বিরোধিতা
তবুও তিনি স্থির, দৃঢ়পদ
লক্ষ্যে অনঢ়
মুক্তির নেশা তার
রক্তে রহমান।
 
মনে পড়ে কত স্মৃতি
ফেলে আসা মুহুর্ত
পিতামহ, ভ্রাতা, প্রিয় কত মুখ
চেনা কত বিকেল
ঢেকে যায় আঁধারে
রাতগুলো মনে হয়
অপরিচিত, অচেনা
তবুও তিনি ছুটে চলেন
দূর্বার দূরন্ত।
 
স্মৃতির অ্যালবামে ছবি আঁকা
মনের জগতে
নানা জানের ভালোবাসায়
চুমু মাখা মুখ।
 
হোসেন আমার হতে
আমিও হোসেন হতে
ভালোবাসবে হোসেন কে যে
ভালোবাসবে আমাকেই সে।
 
ইসলাম আজ যে কারারুদ্ধ
মাতাল, মদ্যপ
বানর নাচের জলশায়
রাজতন্দ্রের প্রাসাদে।
অসম অর্থনীতির ছোবলে
মানুষ হয়েছে কঙ্কাল
মানবতা হয়েছে রাক্ষস
মানবতার মুক্তিতে
এগিয়ে চলেন তিনি
দূর্বার দূরন্ত।
 
স্বাধীনতা আজ যে সবচেয়ে অস্বাধীন (পরাধীন)
ইসলাম আজ যে অইসলামের ভুমিকায়
মিথ্যার মাথায় সত্যের মুকুট
অভদ্র আজ ভদ্রতার লেবাসে।
তবুও তিনি ছুটে চলেন
দূর্বার, দূরন্ত।
 
ভাঙতেই হবে
মিথ্যার কারাগার
দূর্নিতির তাজমহল
ফেরাউনসম এজিদের রাজপ্রসাদ।
চারিদিকে রব উঠে
বাতাসে গুঞ্জনে
ইসলাম আজ যে
ক্ষত-বিক্ষত মৃতদেহে।
 
হায় হোসেন! হায় হোসেন! ধ্বনিতে
মুখরিত জনপদ
ত্যাগের মহিমায়
পৃথিবী হল
মহিয়ান।
 
হে ইমাম, তোমাকে তাই সালাম সালাম।👌
আশিক পারভেজ মিনার 

Related Post

লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল

Posted by - November 15, 2019 0
লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল। এই কালেমা পড়রে আমার পরান বুলবুল। বল আল্লাহ ছাড়া দোসরা আর মাবুদ…

কে এলো কে এলোরে

Posted by - September 1, 2019 0
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

তু‌মি আছ অস্তিত্বে!!

Posted by - April 10, 2020 0
তু‌মি আছ অস্তিত্বে!! ওরা ব‌লে তু‌মি নেই ! ব‌লে তোমার জন্মই হয়‌নি ! হ‌্যাঁ,বল‌বেই তো ! ওরা তো তোমা‌কে এক…

কারবালা থে‌কে কুফায় কা‌ফেলা !!

Posted by - August 30, 2020 0
‌বিদঘূ‌টে অন্ধকারাচ্ছন্ন রা‌ত্রি ! সারারাত খোলা আকা‌শের নি‌চে ! পা‌য়ে বে‌ড়ি পড়া ,হা‌তে হাতকড়া ! কখ‌নো হে‌টে কখ‌নো বা ঘোড়ার…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *