আহলে বাইতের শান ও মান সম্পর্কে রাসুলুল্লাহ (সাঃ) এর বাণী

888 0
🔊হাকেম নিশাবুরী ও মুহাম্মাদ ইবনে সা’দ বর্ণনা করেছেন যে, হযরত মুহাম্মাদ (সা.) হযরত আলীকে বলেছেনঃ
 
«انَّ اوَّلَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ انَا وَ انْتَ وَ فاطِمَةُ وَ الْحَسَنُ وَ الْحُسَيْنُ
 
“(জেনে রাখো!) সর্বপ্রথম যারা বেহেশ্তে প্রবেশ করবে তারা হচ্ছে আমি, তুমি, ফাতিমা, হাসান ও হুসাইন।”
قالَ عَلِىٌّ: فَمُحِبُّونا؟ قالَ: مِنْ وَرَائِکُمْ»
 
হযরত আলী আরজ করেন, ইয়া রাসূলাল্লাহ! তাহলে আমার মহব্বতকারীরদের কী হবে? আল্লাহর রাসূল বলেনঃ “তারা তোমাদের পেছনে পেছনে বেহেশ্তে প্রবেশ করবে।”
📚কানযুল উম্মাল, খণ্ড ৬, পৃঃ নং ২১৬ ; সাওয়ায়িক্বুল মুহরিক্বা, পৃঃ নং ১৫১।

Related Post

সদকা

Posted by - September 2, 2019 0
🌹 হযরত মুহাম্মাদ (সাঃ) – قال رسول الله اَلصَّدَقَةُ عَلى ‏وَجهِها وَاصطِناعُ المَعروفِ وَبِرُّ الوالِدَينِ وَ صِلَةُ الرَّحِمِ تُحَوِّلُ الشِّقاءَ…

ইমাম আলী (আঃ) সম্পর্কে রাসূলুল্লাহ (সা.)-এর কতিপয় হাদীস

Posted by - February 16, 2022 0
ইমাম আলী(আঃ)সম্পর্কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম)-এর কতিপয় হাদীসঃ عُنْوَانُ صَحِيفَةِ الْمُؤمِنِ حُبُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ. ১.…

ইমামের আগমন সন্নিকটে❗

Posted by - August 28, 2019 0
ইমামের আগমন সন্নিকটে❗জেগে ওঠো মুমিন মুসলমান…✊ ⚠ কাফিররা যতই ইমামের আগমন ঠেকানোর চেষ্টা করুক না কেন, তিনি সকল অন্ধকারের পর্দা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »