অবনত মস্তিষ্কে আল্লাহর কাছে হাজিরা

30

☆《হে প্রভু! আমরা তোমার বিরুদ্ধাচরণকারী নই।》☆

✍️ একদা হযরত আখুন্দে কাশি (রহঃ) ওযুতে ব্যস্ত ছিলেন। এমন সময় হুড়োহুড়ি করে একজন আগন্তুক ঘরে প্রবেশ করলো। দেরী না করে আগন্তুক ব্যক্তি ওযু করে ঘরে গিয়ে নামাযের জন্য দাঁড়িয়ে গেলো। এদিকে মরহুম আখুন্দে কাশি (রহঃ) অত্যন্ত যত্ন সহকারে ওযুর সমস্ত আদব পালন করে এবং দোয়া-দরুদ পড়ে ওযু সমাপ্ত করেন। কিন্ত দেখা গেলো, জনাব আখুন্দে কাশির ওযু শেষ হওয়ার আগেই সেই ব্যক্তি তার যোহর ও আসরের নামায আদায় শেষ করে বাইরে বের হয়ে যাচ্ছে। লোকটি বাড়ি ছেড়ে যাওয়ার সময় মরহুম আখুন্দে কাশির মুখোমুখি হয়। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেনঃ “তুমি কি করছিলে?”
সে বললোঃ “কিছুই না।”
জনাব আখুন্দে কাশি বললেনঃ “তুমি কিছুই করছিলে না?!”
লোকটি জবাব দিলঃ “না!” (লোকটি জানতো, সে যদি বলে যে, নামায পড়েছে, তাহলে কথা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে)!
জনাব আখুন্দে কাশি অবাক হয়ে পুনরায় জিজ্ঞেস করলেনঃ “তুমি কি নামাজ পড়ছিলে না?”
লোকটি আবার জবাব দিলঃ “না!”
জনাব আখুন্দে কাশি বললেনঃ “আমি নিজে তোমাকে নামাজ পড়তে দেখেছি…!”
লোকটি বললোঃ “না হযরত, আপনি ভুল দেখেছেন!”
হযরত জিজ্ঞেস করলেনঃ “তাহলে তুমি কি করছিলে?”
লোকটি বললোঃ “আমি শুধু আল্লাহকে বলতে এসেছি যে, আমি তোমার বিরুদ্ধাচরণকারী নই, এইটুকুই!”
এই বাক্যটি মরহুম আখুন্দ (তাঁর প্রতি আল্লাহ্‌র রহমত বর্ষণ হোক)- এর উপর এতটাই প্রভাব বিস্তার করেছিল যে, অনেক দিন পর্যন্ত যখনই কেউ জনাব আখুন্দকে তার নিজের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতেন, তখনি তিনি একটি বিশেষ অভিব্যক্তির সাথে উত্তর দিতেনঃ “আমি বিরুদ্ধাচরণকারী নই।”
হে প্রভু! আমরা নিজেরা ভালো করেই জানি যে, আমরা তোমার প্রভুত্বের উপযুক্ত কোন ইবাদত বন্দেগী করতে পারি নি। আমাদের নামাজ-রোজার অবস্থার কথা তো বলার মত না।
আমরা শুধু বলতে এসেছিঃ “হে আল্লাহ, আমরা তোমার বিরুদ্ধাচরণকারী নই, আমরা তোমার বান্দা। আমরা যদি ভুল করে থাকি, তা আমাদের অজ্ঞতার কারণে হয়েছে। এই বাক্যটিই আমাদের কাছ থেকে কবুল করে নাও।”
[ফারসী ভাষায় লিখিত দস্তনহয়ে অমুযান্দে কিতাব থেকে অনুদিত]
(নূরে আলম মুহাম্মাদী)।

Related Post

নূরনবী মোস্তফা (সাঃ)

Posted by - আগস্ট ১২, ২০১৯
➡️( ৩১তম পর্ব, ২য় অংশ) ✍️ [তাছাড়াও পবিত্র কোরআনে বিশ্বনবী (সা.)-এর অন্য যে সব মোজেযার কথা উল্লেখ করা হয়েছে সে…

আমেরিকার অ্যাকিলিস হিল

Posted by - মে ২৩, ২০২২
আমেরিকার অ্যাকিলিস হিল (Achilles Heel)! মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে একটি সাধারণ নিয়ম রয়েছে, যা মেনে চললে যুদ্ধের ময়দানে সংঘর্ষের সময়…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »