ইমামিয়া পাক দরবার শরীফের আয়ের উৎসঃ

১। সাদাক্বা
২। খুমস
৩। যাকাত
৪। ফিতরা
৫। হাদিয়া
      ক) মাসিক হাদিয়া
      খ) ধর্মীয় কোন বিশেষ কাজের জন্যে হাদিয়া
৬। নজর ও মানত

ইমামিয়া পাক দরবার শরীফের ব্যয়ের খাতঃ

১। সারা বৎসর বিভিন্ন ধর্মীয় আনন্দ ও শোক অনুষ্ঠানাদির আয়োজন। যেমনঃ সপ্তাহব্যাপী ঈদে মীলাদুন্নবী উদযাপন ও গেট সাজানো, পবিত্র মাহে রমজানের পুরো মাসে শববেদারী, শবে ক্বদর ও ইবাদত বন্দেগীর আয়োজন, ঈদুল ফিতর ও ঈদুল আযহা, কুরবানির ব্যবস্থাপনা, পবিত্র শবে বরাত ও শবে মেরাজ, আশুরার দিনসহ পবিত্র মহররমের প্রথম দশ রাত শোক মজলিস উদযাপন, আশুরার দিনে হুসাইনী ডেগের ব্যবস্থাপনা, কারবালার শহীদদের চেহলুম উদযাপন ও হুসাইনী ডেগের ব্যবস্থাপনা, ঈদুল গ্বাদীর ও ঈদুল মুবাহিলা, নবীজী ও তাঁর পবিত্র আহলে বাইতের জন্মদিনের আনন্দ উৎসব ও শাহাদাত দিবসের শোক অনুষ্ঠানসহ খাজা গরীবে নেওয়াজের ওফাত দিবস (৬ই রজব) এবং হযরত আব্দুল ক্বাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবস ফাতেহা ইয়াযদাহম (১১ রবিউস সানি) ওরস মাহফিল, প্রভৃতি মাহফিলের আয়োজন।
 
২। মসজিদ, নূরানী, হাফেজিয়া, আলিয়া মাদ্রাসা ও এতিমখানা তৈরী, পরিচালনা ও প্রতিষ্ঠা।
 
৩। ইমামিয়া পাক দরবার শরীফের জন্যে জমি ক্রয় ও তার ডেভলোপমেন্ট।
 
৪। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মুমিন পরিবারে চিকিৎসা ও শিক্ষা সেবা প্রদান।
 
৫। ইমামিয়া তরিকার প্রচার, প্রসারের কাজ। এ উদ্দেশ্যে দেশের ভিতর-বাইরে তাবলিগী শিক্ষা সফর, শিক্ষামূলক কার্যক্রম ও ওয়েব সাইট তৈরী ও পরিচালনা।
 
৬। বর্তমানে ইমামিয়া পাক দরবার শরীফের কেন্দ্রীয় আস্তানা ভাড়ায় পরিচালিত হচ্ছে। এই মাসিক ভাড়া ও দরবার পরিচালনার পেছনে মাসিক ব্যয় আমাদের দরবারের আরেকটি অন্যতম প্রধান ব্যয়ের খাত।
 
😭🤔দেখুন! কার মৃত্যু কখন কিভাবে চলে আসে কে জানে❗️ কার, কোথায় ও কখন ডাক চলে আসে কে জানে❗️😭🤔
 
নিজেকে প্রশ্ন করিঃ
🔉“আমার সম্পদ আমার মৃত্যুর পর আমার জন্যে ব্যয় হবে এই ভরসা কতভাগ??”
 
♣️💯আপনি আমি কভাবে নিশ্চিত থাকতে পারি যে, আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদ আমাদের কবরের শান্তির জন্যে ব্যবহার হবে?!!

🔜তাই আসুন! এক্ষুনি সিদ্ধান্ত নিই। 

⚫️🔴🔵

ইমামি কাফেলায় শরীক হতে ইচ্ছুক ব্যক্তিরা এগিয়ে আসুন!

🔵🔴⚫️

আপনাদের কবর ও হাশরের শান্তি নিশ্চিত করুন।

 
🔊আমরা ইমামিয়া পাক দরবার শরীফের পরিচালনায় অচিরেই হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুধুমাত্র বাজেট প্রস্তুত না হওয়ার কারণে বিলম্ব হচ্ছে। আর ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে ইমামিয়া পাক দরবার শরীফ অব্যাহতভাবে তার ঐশ্বী দায়িত্ব পালন করে যাবে ইনশাআল্লাহ।
 
👁‍🗨তা ছাড়াও দেশের আনাচে কানাচে গণ মানুষের কাছে ইমামিয়া তরিকার দাওয়াত পৌছে দেয়ার জন্যে বিভিন্নমূখী দ্বীনি তাবলিগী কাজ আঞ্জান দিয়ে যাচ্ছে ইমামিয়া পাক দরবার শরীফ।
 
👁‍🗨অতএব, আপনাদের শরয়ী ফরজ দায়িত্ব খুমস, যাকাত, ফিতরা, নজর ও মানত এবং আপনাদের জান-মাল ও ইজ্জত-আবরু হেফাজতের লক্ষ্যে শরয়ী নফল দায়িত্ব সাদাক্বা আদায় সহ
 
✔️১. ইমামের মিশনের জন্যে আপনাদের অঙ্গিকার মোতাবেক প্রতি মাসে অথবা বাৎসরিক এককালীন নিয়মিত হাদিয়া পেশ করুন।
✔️২. পূর্বের বছরগুলোর হাদিয়া বাকী থাকলে তা দ্রুত পরিশোধ করে ২০১৯ সালে নিয়মিত হওয়ার নিয়ত করুন।
✔️৩. যদি ইমামিয়া তরিকার কোন মুরিদ এই মহতি হাদিয়াতে অংশ নিতে চান তারা নিজেদের জন্যে, তাদের পিতা-মাতা ও সন্তানদের জন্যে নিয়মিত সাওয়াব রেসানির লক্ষ্যে এই মাসিক হাদিয়ার মহতি ও ইমামি কাফেলায় অংশ নিতে পারেন।
 
Ⓜ️এ সকল খাতে অর্থনৈতিক সহযোগীতাসহ আপনাদের সকল ধরনের সহযোগীতা একান্তভাবে কামনা করছি।
 
আর উপরোল্লেখিত সকল দায়িত্ব পালন ও আদায়ের জন্যে আপনারা +8801671115535 নাম্বারে যোগাযোগ করতে পারেন।
 
নগদ, বিকাশ ও রকেট +88 01671 115 535
Dutch Bangla Bank Ltd.
SYED SHAMS AHAMED HASHMI.
A/C No. 148.151.0057032