❥✦হযরত ইমাম মুসা ইবনে জাফার আল কাযিম আলাইহিস সালামঃ
تَفْطِیرُكَ أَخَاكَ الصَّائِمَ أَفْضَلُ مِنْ صِیَامِك
“তোমার মুসলমান ভাইকে ইফতারী দেয়া তোমার রোজার চেয়েও বেশী মূল্যবান।”
মান লা ইয়াহদ্বারুহুল ফাক্বিহ, খণ্ড ০২, পৃঃ নং ১৩৪।
হাদিস নং ২
হযরত ইমাম মুসা ইবনে জাফার আল কাযিম আলাইহিস সালামঃ
مَن دَعا قَبلَ الثَّناءِ عَلَی الله و الصَّلاهِ عَلَی النَّبِی (صلی الله علیه وآله) كَانَ كَمَن رَمی بِسَهمٍ بِلا وَتر
“যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও নবীর উপর দরুদ পড়ার আগে দোয়া করে সে যেন ধনুকের জ্যা ছাড়াই তীর নিক্ষেপ করে।”
তুহাফুল উক্বুল, পৃঃ নং ৪২৫।
হাদিস নং ৩
🔻হযরত মুসা ইবনে জা’ফার আল কাযিম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিঃ🌹
🔸“যে দস্তরখানাতে লবন রাখা হয় না সেই দস্তরখানাতে কোন বরকত নেই। লবন দিয়ে খাবার শুরু করা সুস্থতার জন্যে উপকারী।”
📚আল কাফি, খণ্ড ৬, পৃঃ নং ৩২৬, হাদিস নং ৫।
হাদিস নং ৪
Masha Allah