হযরত মুসা ইবনে জা’ফার আল্ কাযিম

1172
🌹হাদিস নং ১🌹
❥✦হযরত ইমাম মুসা ইবনে জাফার আল কাযিম আলাইহিস সালামঃ

تَفْطِیرُكَ أَخَاكَ الصَّائِمَ أَفْضَلُ مِنْ صِیَامِك

“তোমার মুসলমান ভাইকে ইফতারী দেয়া তোমার রোজার চেয়েও বেশী মূল্যবান।”

📚মান লা ইয়াহদ্বারুহুল ফাক্বিহ, খণ্ড ০২, পৃঃ নং ১৩৪।

🌹হাদিস নং ২🌹

হযরত ইমাম মুসা ইবনে জাফার আল কাযিম আলাইহিস সালামঃ

مَن دَعا قَبلَ الثَّناءِ عَلَی الله و الصَّلاهِ عَلَی النَّبِی (صلی الله علیه وآله) كَانَ كَمَن رَمی بِسَهمٍ بِلا وَتر

“যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও নবীর উপর দরুদ পড়ার আগে দোয়া করে সে যেন ধনুকের জ্যা ছাড়াই তীর নিক্ষেপ করে।”

📚তুহাফুল উক্বুল, পৃঃ নং ৪২৫।

🌹হাদিস নং ৩🌹

🔻হযরত মুসা ইবনে জাফার আল কাযিম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিঃ🌹

🔸“যে দস্তরখানাতে লবন রাখা হয় না সেই দস্তরখানাতে কোন বরকত নেই। লবন দিয়ে খাবার শুরু করা সুস্থতার জন্যে উপকারী।

📚আল কাফি, খণ্ড ৬, পৃঃ নং ৩২৬, হাদিস নং ৫।

🌹হাদিস নং ৪🌹

 

Related Post

ইমাম হুসাইন (আঃ) হতে বর্ণিত-

Posted by - সেপ্টেম্বর ৭, ২০১৯
✅ইমাম হুসাইন(আ.): “জান্নাত ব্যতীত অন্য কিছুতে তোমাদের কোন মূল্য হয় না। সুতরাং জান্নাত ছাড়া অন্য কিছুর মোকাবিলায় নিজেকে বিক্রি করে…

হযরত ইমাম আলী ইবনে মুসা আর রিদ্বা আলাইহি সালাওয়াতুল্লাহ

Posted by - মে ১৪, ২০২০
🔳দয়াল নবীর(দঃ) পবিত্র আহলে বাইতের অষ্টম পুরুষ হযরত ইমাম রিদ্বা আলাইহি সালাওয়াতুল্লাহঃ✍ *”যে ব্যক্তি শীতকালে ঠান্ডা-সর্দি থেকে বাঁচতে চায় সে…

আলী ইবনে আবি তালিব (আঃ)

Posted by - আগস্ট ২৫, ২০১৯
হযরত আলী ইবনে আবি তালিব আল মুরতাদ্বা সালামুল্লাহি আলাইহি হতে বর্ণিত কিছূ হাদিসঃ 🔯 হাদিস নং ১ 🔯 ❣“যে ব্যক্তি…

There are 1 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »