হযরত আলী ইবনে মুহাম্মাদ আন্ নাক্বী আল্ হাদী (আঃ)

1155

🌹হাদিস নং ১🌹

হযরত ইমাম আলী ইবনে মুহাম্মাদ আন নাক্বী আল হাদী (.):

إنَّمَا الأعيادُ أربَعَةٌ لِلشّيعَةِ : الفِطرُ و الأضحي و الغَديرُ و الجُمُعَةُ

 “আমাদের অনুসারীদের জন্যে রয়েছে চারটি ঈদ। ফিতর, আযহা, গ্বাদীর ও জুম্মা।”

(বিহারুল আনওয়ার, খণ্ড ৯৮, পৃঃ নং ৩৫১)।

🌹হাদিস নং ২🌹

🌹হযরত ইমাম আলী ইবনে মুহাম্মাদ আন্ নাক্বী আল হাদী আলাইহিস সালামঃ🌹

اَلْمُؤْمِنُ يُحْسِنُ وَيَبْكي كَما أَنَّ الْمُنافِقُ يُسيى‏ءُ وَ يَضْحَكُ

️“মুমিন ব্যক্তি উপকার করে চোখের পানি ফেলে। আর মুনাফিক্ব ব্যক্তি অন্যের ক্ষতি করে হাসে।

📚মাকারিমুল আখলাক্ব, পৃঃ নং ৩৮৯।

🌹হাদিস নং 3🌹

🌸🍃ইমাম আলী আন নাক্বী আল হাদী(আ.):
“যে কোন নেয়ামতের শোকর আদায় করা খোদ নেয়ামতের চেয়েও বেশী উত্তম। কেননা, নেয়ামত এ দুনিয়ার পণ্য যা নিঃশেষ হয়ে যায়। কিন্তু শোকর আদায় চিরস্থায়ী আখেরাতের নেয়ামত হিসেবে গণ্য।”
📚তুহাফুল উক্বুল, পৃঃ নং ৪৮৩

🌸🍃ইমাম আলী আন নাক্বী আল হাদী (আ.):
اَلغَضَبُعَلىمَنتَملِكُلُؤمٌ.
“তোমার অধিনস্ত লোকদের উপর (অন্যায়ভাবে) রাগান্বিত হওয়া নীচু মনের পরিচায়ক।”
📚বিহারুল আনওয়ার, খণ্ড ৭৮, পৃ ৩৭০।

 

Related Post

আলীর (আঃ)-এর জীবনের ঘটনাপঞ্জি

Posted by - এপ্রিল ২২, ২০২২
৫৯৯ সালের ১৭ই মার্চ, হিজরীর ২৪ পূর্বাব্দের ১৩ই রজব মক্কা নগরীর পবিত্র কাবা ঘরে হযরত আলী (আঃ) জন্মগ্রহণ করেন। ৬১৩…

হযরত ফাতিমা আয্ যাহরা (আঃ)

Posted by - সেপ্টেম্বর ২০, ২০১৯
নাম: ফাতেমা, সিদ্দীকা, মুবারিকাহ্, তাহিরাহ্, যাকিয়্যাহ্, রাযিয়্যাহ্, মারযিয়্যাহ্, মুহাদ্দিসাহ্, এবং যাহরা।১   ডাক নাম: উম্মুল হাসান,উম্মুল হুসাইন,উম্মুল মুহ্সিন,উম্মুল আয়েম্মা এবং…

আল্লাহর রশ্মি আহলে বাইত

Posted by - এপ্রিল ৩, ২০২০
মূলতঃ নবী করিম (সা.) এর ইন্তেকালের পর প্রায় দুই শতাব্দি কোন মাযহাবের অস্তিত্ব ছিল না । কেননা হযরত আবু হানিফার…

ইমাম আলী ইবনুল হুসাইন যাইনুল আবেদ্বীন (আঃ)-এর শাহাদত

Posted by - সেপ্টেম্বর ১২, ২০১৯
ঐতিহাসিক ১২ ই মহররম। ৬১ হিজরির এই দিনে ইয়াজিদ সেনারা কারবালা থেকে নবী পরিবারের সদস্য হযরত ইমাম জাইনুল আবেদিনসহ এই…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »