🌹হাদিস নং ১🌹
হযরত ইমাম আলী ইবনে মুহাম্মাদ আন নাক্বী আল হাদী (আ.):
إنَّمَا الأعيادُ أربَعَةٌ لِلشّيعَةِ : الفِطرُ و الأضحي و الغَديرُ و الجُمُعَةُ
“আমাদের অনুসারীদের জন্যে রয়েছে চারটি ঈদ। ফিতর, আযহা, গ্বাদীর ও জুম্মা।”
(বিহারুল আনওয়ার, খণ্ড ৯৮, পৃঃ নং ৩৫১)।
🌹হাদিস নং ২🌹
🌹হযরত ইমাম আলী ইবনে মুহাম্মাদ আন্ নাক্বী আল হাদী আলাইহিস সালামঃ🌹
اَلْمُؤْمِنُ يُحْسِنُ وَيَبْكي كَما أَنَّ الْمُنافِقُ يُسيىءُ وَ يَضْحَكُ
✍️“মুমিন ব্যক্তি উপকার করে চোখের পানি ফেলে। আর মুনাফিক্ব ব্যক্তি অন্যের ক্ষতি করে হাসে।”
📚মাকারিমুল আখলাক্ব, পৃঃ নং ৩৮৯।
🌹হাদিস নং 3🌹
🌸🍃ইমাম আলী আন নাক্বী আল হাদী(আ.):
“যে কোন নেয়ামতের শোকর আদায় করা খোদ নেয়ামতের চেয়েও বেশী উত্তম। কেননা, নেয়ামত এ দুনিয়ার পণ্য যা নিঃশেষ হয়ে যায়। কিন্তু শোকর আদায় চিরস্থায়ী আখেরাতের নেয়ামত হিসেবে গণ্য।”
📚তুহাফুল উক্বুল, পৃঃ নং ৪৮৩
🌸🍃ইমাম আলী আন নাক্বী আল হাদী (আ.):
اَلغَضَبُعَلىمَنتَملِكُلُؤمٌ.
“তোমার অধিনস্ত লোকদের উপর (অন্যায়ভাবে) রাগান্বিত হওয়া নীচু মনের পরিচায়ক।”
📚বিহারুল আনওয়ার, খণ্ড ৭৮, পৃ ৩৭০।