হযরত আলী ইবনে মুহাম্মাদ আন্ নাক্বী আল্ হাদী (আঃ)

1277

🌹হাদিস নং ১🌹

হযরত ইমাম আলী ইবনে মুহাম্মাদ আন নাক্বী আল হাদী (.):

إنَّمَا الأعيادُ أربَعَةٌ لِلشّيعَةِ : الفِطرُ و الأضحي و الغَديرُ و الجُمُعَةُ

 “আমাদের অনুসারীদের জন্যে রয়েছে চারটি ঈদ। ফিতর, আযহা, গ্বাদীর ও জুম্মা।”

(বিহারুল আনওয়ার, খণ্ড ৯৮, পৃঃ নং ৩৫১)।

🌹হাদিস নং ২🌹

🌹হযরত ইমাম আলী ইবনে মুহাম্মাদ আন্ নাক্বী আল হাদী আলাইহিস সালামঃ🌹

اَلْمُؤْمِنُ يُحْسِنُ وَيَبْكي كَما أَنَّ الْمُنافِقُ يُسيى‏ءُ وَ يَضْحَكُ

️“মুমিন ব্যক্তি উপকার করে চোখের পানি ফেলে। আর মুনাফিক্ব ব্যক্তি অন্যের ক্ষতি করে হাসে।

📚মাকারিমুল আখলাক্ব, পৃঃ নং ৩৮৯।

🌹হাদিস নং 3🌹

🌸🍃ইমাম আলী আন নাক্বী আল হাদী(আ.):
“যে কোন নেয়ামতের শোকর আদায় করা খোদ নেয়ামতের চেয়েও বেশী উত্তম। কেননা, নেয়ামত এ দুনিয়ার পণ্য যা নিঃশেষ হয়ে যায়। কিন্তু শোকর আদায় চিরস্থায়ী আখেরাতের নেয়ামত হিসেবে গণ্য।”
📚তুহাফুল উক্বুল, পৃঃ নং ৪৮৩

🌸🍃ইমাম আলী আন নাক্বী আল হাদী (আ.):
اَلغَضَبُعَلىمَنتَملِكُلُؤمٌ.
“তোমার অধিনস্ত লোকদের উপর (অন্যায়ভাবে) রাগান্বিত হওয়া নীচু মনের পরিচায়ক।”
📚বিহারুল আনওয়ার, খণ্ড ৭৮, পৃ ৩৭০।

 

Related Post

শোক ও সমবেদনা

Posted by - এপ্রিল ২২, ২০২২
মহা মযলুম ইমাম, মাওলানা ও মাওলাল মুভাহ-হিদিন, আমিরুল মু’মিনিন, সাইয়্যিদুল আয়িম্মা, উরাফা ওয়া আউলিয়া, ক্বুত্-বুল আক্বত্বাব, ক্বাসিমুন নারি ওয়াল জান্নাহ,…

প্রজ্ঞাবিদ কবি ফেরদৌসী

Posted by - জুন ১, ২০২২
প্রজ্ঞাবিদ কবি ফেরদৌসীআবুল কাসেম ফেরদৌসি তুসি ইরানী মহাকাব্য শাহনামার রচয়িতা এবং ইরানের সর্বশ্রেষ্ঠ ফার্সিভাষী কবি, যিনি বিশ্ব বিখ্যাত। তার ডাক…

ইমাম আলী ইবনুল হুসাইন যাইনুল আবেদ্বীন (আঃ)-এর শাহাদত

Posted by - সেপ্টেম্বর ১২, ২০১৯
ঐতিহাসিক ১২ ই মহররম। ৬১ হিজরির এই দিনে ইয়াজিদ সেনারা কারবালা থেকে নবী পরিবারের সদস্য হযরত ইমাম জাইনুল আবেদিনসহ এই…

ক্বোরআনের মুজিযা ও বার ইমাম

Posted by - মে ৫, ২০২০
📘 ক্বোরআনের মুজিযা ও বার ইমাম👇 🔴 মিশরের অধিবাসী ড. মাজদী ক্বোরআনের মাধ্যমে আহলে বাইতের বারজন ইমামের প্রমাণ উপস্থাপন করেছেন। তিনি…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »